কলকাতা, 25 মে: কলকাতার জন্য সমব্যথী কিবু ভিকুনা এবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শহরবাসীর পাশে দাঁড়ানোর আবেদন জানালেন সোশাল মিডিয়ায় । আমফানের তাণ্ডবে কলকাতা এবং বাংলার অবস্থা দেখে চিন্তিত মোহনবাগানের প্রাক্তন কোচ । বর্তমানে তিনি স্পেনে থাকলেও কলকাতার পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন । শুধু তাই নয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর এমার্জেন্সি রিলিফ ফান্ডে অর্থ জমা করার উদ্যোগ নিয়েছেন তিনি । এই কাজে ভিকুনা তাঁর বান্ধবীর আঁকা একটি ছবি ব্যবহার করেছেন । তার সঙ্গে একটি অনলাইন পেমেন্ট করার লিঙ্ক দিয়েছেন । যার মাধ্যমে ত্রাণ তহবিলে অর্থ দান করা যাবে ।
লকডাউনের ফলে এদেশে আটকে পড়া ভিকুনা খুব বেশিদিন হয়নি কলকাতা ছেড়েছেন । তারমধ্যেই সাইক্লোনের প্রভাবে বাংলার বিধ্বস্ত পরিস্থিতি দেখে দুঃখ পেয়েছেন । প্রাক্তন বাগান কোচ বলেছেন, "আমরা কলকাতার পরিস্থিতি নিয়ে চিন্তিত । এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা । এর মাধ্যমে বাংলার মানুষকে সাহায্য করতে চাইছি ।" শুধু কোচ কিবু ভিকুনাই নন, কলকাতার পরিস্থিতি দেখে চিন্তা ব্যক্ত করেছেন জোসেবা বেইতিয়া, ফ্রান গঞ্জালেসরাও । উদ্বিগ্ন ইস্টবেঙ্গলের গত মরশুমের কোচ মারিও রিবেরাও । তিনিও বাংলার পাশে থাকার কথা বলেছেন । একইভাবে সাহায্য এবং সহমর্মিতার কথা শোনা গিয়েছে সনি নর্দে, স্টিফেন আবোরোহীদের মুখেও ।