ETV Bharat / sports

জাল ভিসায় দেশ ভ্রমণ, গ্রেপ্তার মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ড্যানিয়েল বিদেমি - daniel bidemi

তারকা ফুটবলার ড্যানিয়েল বিদেমিকে গ্রেপ্তার করা হল। জাল ভিসা ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

author img

By

Published : Mar 6, 2019, 6:12 PM IST

কলকাতা, ৬ মার্চ : জাল ভিসা ব্যবহার করার অভিযোগে ময়দানের তারকা ফুটবলার ড্যানিয়েল বিদেমিকে গ্রেপ্তার করা হল। গতরাতে আনন্দপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ, জাল ভিসা নিয়ে ড্যানিয়েল ভারত থেকে নাইজ়েরিয়া গিয়েছিল। সেখান থেকে সে আরও কয়েকটি দেশে যায়। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে।

ড্যানিয়েলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে মোহনবাগানের এই প্রাক্তন ডিফেন্ডার জাল ভিসা নিয়ে দিল্লি থেকে নাইজ়েরিয়া যায়। সেখান থেকে জাল ভিসা ব্যবহার করে সে একাধিক দেশ ভ্রমণ করে। এই বিষয়ে কলকাতা পুলিশ খবর পেয়ে গতরাতে তাকে গ্রেপ্তার করে।

ড্যানিয়েল মোহনবাগান ছাড়াও ভবানীপুর অ্যাথলেটিক, টালিগঞ্জ অগ্রগামী, শিলং লাজং এফসি ক্লাবে খেলেছে।

কলকাতা, ৬ মার্চ : জাল ভিসা ব্যবহার করার অভিযোগে ময়দানের তারকা ফুটবলার ড্যানিয়েল বিদেমিকে গ্রেপ্তার করা হল। গতরাতে আনন্দপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ, জাল ভিসা নিয়ে ড্যানিয়েল ভারত থেকে নাইজ়েরিয়া গিয়েছিল। সেখান থেকে সে আরও কয়েকটি দেশে যায়। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে।

ড্যানিয়েলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে মোহনবাগানের এই প্রাক্তন ডিফেন্ডার জাল ভিসা নিয়ে দিল্লি থেকে নাইজ়েরিয়া যায়। সেখান থেকে জাল ভিসা ব্যবহার করে সে একাধিক দেশ ভ্রমণ করে। এই বিষয়ে কলকাতা পুলিশ খবর পেয়ে গতরাতে তাকে গ্রেপ্তার করে।

ড্যানিয়েল মোহনবাগান ছাড়াও ভবানীপুর অ্যাথলেটিক, টালিগঞ্জ অগ্রগামী, শিলং লাজং এফসি ক্লাবে খেলেছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.