ETV Bharat / sports

ফুটবলার পুঙ্গম কান্নন হাসপাতালে, চিকিৎসার খরচ নিয়ে উদ্বেগে পরিবার - kolkata

গুরুতর অসুস্থ পুঙ্গম কান্নন। প্রাক্তন এই ফুটবলার এখন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুঙ্গম কান্নন
author img

By

Published : Apr 7, 2019, 4:54 PM IST

কলকাতা, ৭এপ্রিল : গুরুতর অসুস্থ পুঙ্গম কান্নন। তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছে। প্রাক্তন এই ফুটবলার এখন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত বছরের অক্টোবর থেকে তিনি অসুস্থ। ইউরিক অ্যাসিডে তাঁর পা ফুলে গেছিল। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেননি। সেই সময় মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ১৯৬৬ সালে এশিয়ান গেমসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা ফুটবলারটি।

আজ সকালে স্ট্রোক হওয়ার পর কান্ননকে তেঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে প্রাক্তন ফুটবলারের বাঁদিক অসাড় হয়ে গেছে।

প্রসঙ্গত, যে হাসপাতালে পুঙ্গম কান্নন ভরতি হয়েছেন, কয়েকদিন আগে তার উদ্বোধন করেছিলেন তিনি। সেদিন কান্ননের সঙ্গে ছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়। সেদিন হাসপাতালের তরফে জানানো হয়েছিল, এই দুই কিংবদন্তি ফুটবলার অসুস্থ হলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে তাঁদের। তবে চিকিৎসা নিখরচায় হলেও চিকিৎসার আনুষঙ্গিক খরচ কীভাবে জোগাবেন, তা নিয়ে উদ্বেগে কান্ননের পরিবার।

কলকাতা, ৭এপ্রিল : গুরুতর অসুস্থ পুঙ্গম কান্নন। তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছে। প্রাক্তন এই ফুটবলার এখন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত বছরের অক্টোবর থেকে তিনি অসুস্থ। ইউরিক অ্যাসিডে তাঁর পা ফুলে গেছিল। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেননি। সেই সময় মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ১৯৬৬ সালে এশিয়ান গেমসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা ফুটবলারটি।

আজ সকালে স্ট্রোক হওয়ার পর কান্ননকে তেঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে প্রাক্তন ফুটবলারের বাঁদিক অসাড় হয়ে গেছে।

প্রসঙ্গত, যে হাসপাতালে পুঙ্গম কান্নন ভরতি হয়েছেন, কয়েকদিন আগে তার উদ্বোধন করেছিলেন তিনি। সেদিন কান্ননের সঙ্গে ছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়। সেদিন হাসপাতালের তরফে জানানো হয়েছিল, এই দুই কিংবদন্তি ফুটবলার অসুস্থ হলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে তাঁদের। তবে চিকিৎসা নিখরচায় হলেও চিকিৎসার আনুষঙ্গিক খরচ কীভাবে জোগাবেন, তা নিয়ে উদ্বেগে কান্ননের পরিবার।

Intro:বয়স তার কাছে সংখ্যা মাত্র। তাই মধ্য তিরিশেও মেরি টম এখনও ক্ষুধার্ত। বিশ্বচ্যাম্পিয়ন থেকে এশিয়ান গেমস এমনকি অলিম্পিক পদক ট্রফি ক্যাবিনেটে রয়েছে। তবুও অবসর নেওয়ার ভাবনা নেই মনে।সক্রিয় রাজনীতিতে নামার পরিকল্পনা নেই। স্বপ্নপূরণ করতে ম্যাগনিফিসেনন্ট মেরি আজও একই রকম আগ্রাসী।


Body:ভারতীয় মেয়েরা যে বয়সে সংসারে থিতু হয়ে আরামের অবসরোত্তর জীবন উপভোগ করে সেখানে সময়কে চ্যালেঞ্জ করে মেরি কম অক্লান্ত। ছয় ছয়টি বিশ্ব চ্যাম্পিয়ন পদক মনিপুরের সুপার মমের ঝুলিতে। তিন তিনটি সন্তান পালন করার পরেও মেরি কম নতুন কীর্তির নেশায় মজে রয়েছেন। সময় বদলায় মেরির সাফল্য লাভের ক্ষিধে মেটে না। ভিন্টেজ মেরির মধ্যে ক্রিকেটের মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখছেন অনেকে। তুলনা উঠতেই মনিপুরী ললনার আগ্রাসী মেজাজটা বেরিয়ে এল। বলছেন এখনকার মেয়েরা অল্পতেই সন্তুষ্ট। জাতীয় আর্ন্তজাতিক পর্যায়ে সফল হলেই লক্ষপূরনের সন্তুষ্টি বোধ করে। ভুলে যায় ছেলেদের খেলার সময়কালের পরিধি মেয়েদের তুলনায় অনেক বেশি। তাই সল্প পরিসরে মেয়েদের চ্যালেঞ্জ অনেক কঠিন। কঠোর অনুশীলনে লক্ষ্য পূরণের দৌড়টা শক্ত হাতে ধরতে হয়। তাই মেরি কম প্রাপ্তির ভাড়ার পূরন হলেও নতুন স্বপ্নের পেছনে ছুটে চলেন। অলিম্পিক সোনা সুপার মমের অধরা। সেই স্বপ্ন পূরনে প্রস্তুতি শুরু করেছেন। নিজের পছন্দের বিভাগ অলিম্পিকে নেই। তাই অনভ্যস্ত 51 কেজি বিভাগে মানিয়ে নিয়ে সোনার পেছনে দৌড় শুরু। মাঝে বিশ্বচ্যাম্পিয়ন শিপের খেতাব রক্ষার চ্যালেঞ্জ রয়েছে। যা রাশিয়ার মাটিতে হবে। বক্সিং নিয়ে ডুবে থাকার মাঝে রাজ্য সভার সাংসদের দায়িত্ব পালন। তবে মেরি কম প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থাকতে চান। খেলাধুলা র পৃষ্ঠপোষকতা সরকারি স্তর থেকে চান তিনি। তাঁর জীবন নিয়ে সিনেমা তৈরি হয়েছে। বানিজ্যিক দূত হওয়ার দৌড়ে ছেলেদের সঙ্গে পাল্লা দিচ্ছেন। মেরি কম বলছেন পিছিয়ে থাকার মানসিকতা সরিয়ে মেয়েদের এগিয়ে আসতে হবে। বাইপাসের ধারে তারকা হোটেলে এক ইস্পাত প্রস্তুত কারি কোম্পানির অনুষ্ঠানে এসে ম্যাগনিফিসেনন্ট মেরি ভারতীয় মেয়েদের জন্যে স্বপ্নের জাল বুনলেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.