ETV Bharat / sports

ড্র এল ক্লাসিকো

ড্র কোপা দেল রের প্রথম সেমিফাইনাল

ফোটো সৌজন্যে Twitter/realmadrid
author img

By

Published : Feb 7, 2019, 6:18 AM IST

বার্সেলোনা (স্পেন), ৭ ফেব্রুয়ারি : ড্র হল ক্লাসিকো। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ শেষ হল ১-১ গোলে। বার্সেলোনার হয়ে গোল করেন ম্যালকম। রিয়ালের হয়ে গোল করেন ভ্যাজ়কুয়েজ়।

প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজে শুরু করে রিয়াল মাদ্রিদ। ৬ মিনিটের মাথায় গোলও পেয়ে যায়। ১৩ মিনিটের মাথায় ফের গোলের সুযোগ তৈরি করে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ও বেঞ্জিমার আক্রমণ আটকে দেন পিকে। এরপর ১৭ মিনিটেও সুযোগ তৈরি করে রিয়াল।

ম্যাচের ২০ মিনিট থেকে রাশ নিজেদের হাতে নেওয়া শুরু করে বার্সেলোনা। কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ৫৮ মিনিটে বার্সার হয় গোল করেন ম্যালকম। এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলা হবে ২৭ তারিখ।

বার্সেলোনা (স্পেন), ৭ ফেব্রুয়ারি : ড্র হল ক্লাসিকো। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ শেষ হল ১-১ গোলে। বার্সেলোনার হয়ে গোল করেন ম্যালকম। রিয়ালের হয়ে গোল করেন ভ্যাজ়কুয়েজ়।

প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজে শুরু করে রিয়াল মাদ্রিদ। ৬ মিনিটের মাথায় গোলও পেয়ে যায়। ১৩ মিনিটের মাথায় ফের গোলের সুযোগ তৈরি করে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ও বেঞ্জিমার আক্রমণ আটকে দেন পিকে। এরপর ১৭ মিনিটেও সুযোগ তৈরি করে রিয়াল।

ম্যাচের ২০ মিনিট থেকে রাশ নিজেদের হাতে নেওয়া শুরু করে বার্সেলোনা। কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ৫৮ মিনিটে বার্সার হয় গোল করেন ম্যালকম। এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলা হবে ২৭ তারিখ।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Cucuta - 6 February 2019
1. Aerial footage showing fuel tank and containers blocking border into Venezuela ++MUTE++
2. Ground shot of tank and container blocking both sides of the Las Tienditas international bridge between Colombia and Venezuela
3. Blue container blocking border bridge
4. Tank and container blocking bridge
5. Fence on the bridge between Venezuela and Colombia
6. Aerial footage showing tank and containers blocking border into Venezuela ++MUTE++
7. Ground shot of tanker blocking bridge
8. Tanker and container blocking bridge
9. Various of rusty metal gates blocking entrance to Venezuela
10. Aerial footage showing tank and containers blocking border into Venezuela ++MUTE++
11. Various ground shots of tank and container blocking bridge
12. Highways at entrance into Colombia
13. Building at base of Colombia side of bridge
14. Colombian police at on motorcycles at the border crossing area
STORYLINE:
Venezuelan authorities attempting to block humanitarian aid entering from Colombia have barricaded a bridge linking the two countries at a key border crossing.
A fuel tanker, cargo trailer and makeshift fencing could be seen Wednesday on the cement bridge at the Colombian border town of Cucuta.
Opposition leader Juan Guaido has said emergency food and medicine will begin flowing into Venezuela, despite objections by embattled President Nicolas Maduro.
But a defiant Maduro maintains control of the military and calls the Guaido-led opposition a puppet of the United States, which he says is seeking to colonize Venezuela and exploit its vast oil resources.
Immigration authorities say the Venezuelan National Guard built the roadblock a day earlier.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

TAGGED:

el clasico
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.