ETV Bharat / sports

সাদা বলে নয়া অধিনায়ক পেল পাকিস্তান, কে হলেন বাবরের বদলি? - PAKISTAN NEW CAPTAIN

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে বাদ পড়তে হলেও অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজে ডাক পেলেন বাবর আজম ৷

BABAR AZAM
বাবর আজম (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 27, 2024, 6:25 PM IST

লাহোর, 27 অক্টোবর: চলতি মাসের শুরুতেই সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাবর আজম ৷ রবিবার তাঁর বদলি খুঁজে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ বাবর আজমের বদলি হিসেবে মহম্মদ রিজওয়ানকে সাদা বলের নয়া অধিনায়ক ঘোষণা করল পিসিবি ৷ সবমিলিয়ে পাকিস্তান ক্রিকেটের অধিনায়কত্বে শুরু হল নয়া অধ্য়ায় ৷

2023 ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হোক কিংবা চলতি বছর যুক্তরাষ্ট্র ও ক্য়ারিবায়ান দ্বীপপুঞ্জে কুড়ি-বিশের ক্রিকেট ৷ বাবরের নেতৃত্বে শেষ দু'টি বিশ্বকাপেরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে ৷ এরপরই চলতি মাসের শুরুতে সাদা বলের ফর্ম্যাটে পাক অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান দলের তারকা ব্যাটার ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী মাস থেকে শুরু হতে চলা সংক্ষিপ্ত ফর্ম্য়াটের সিরিজের আগে এদিন নয়া অধিনায়ক ঘোষণা হল পাকিস্তানের ৷ রিজওয়ানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে সলমন আলি আঘাকে ৷

এর আগে পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানের অধিনায়কত্ব করেছেন রিজওয়ান ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই অস্ট্রেলিয়া সফরে প্রথম অ্য়াসাইনমেন্টে অবতীর্ণ হবেন স্টাম্পার-ব্য়াটার ৷ সবমিলিয়ে শুরুতেই বড় পরীক্ষার সামনে 74টি ওডিআই খেলা ক্রিকেটার ৷ অস্ট্রেলিয়া সফরে তিন ম্য়াচের ওডিআই'য়ের পাশাপাশি সমসংখ্যক ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান ৷ নয়া অধিনায়ক ঘোষণার পাশাপাশি আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরে ওডিআই ও টি-20 সিরিজের দলও এদিন ঘোষণা করল পাকিস্তান ৷

সম্প্রতি পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়লেও অস্ট্রেলিয়া সফরে সংক্ষিপ্ত ফর্ম্য়াটের স্কোয়াডে রাখা হয়েছে বাবর আজম ও জোরে বোলার শাহিন শাহ আফ্রিদিকে ৷ তবে জিম্বাবোয়ে সফরের স্কোয়াডে বিশ্রাম দেওয়া হয়েছে দু'জনকে ৷ আমের জামাল, সঈম আয়ুব, ফয়জল আক্রামের মত তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের অস্ট্রেলিয়াগামী স্কোয়াডে জায়গা দিয়েছে পিসিবি ৷

একনজরে পাকিস্তান স্কোয়াড:

লাহোর, 27 অক্টোবর: চলতি মাসের শুরুতেই সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাবর আজম ৷ রবিবার তাঁর বদলি খুঁজে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ বাবর আজমের বদলি হিসেবে মহম্মদ রিজওয়ানকে সাদা বলের নয়া অধিনায়ক ঘোষণা করল পিসিবি ৷ সবমিলিয়ে পাকিস্তান ক্রিকেটের অধিনায়কত্বে শুরু হল নয়া অধ্য়ায় ৷

2023 ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হোক কিংবা চলতি বছর যুক্তরাষ্ট্র ও ক্য়ারিবায়ান দ্বীপপুঞ্জে কুড়ি-বিশের ক্রিকেট ৷ বাবরের নেতৃত্বে শেষ দু'টি বিশ্বকাপেরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে ৷ এরপরই চলতি মাসের শুরুতে সাদা বলের ফর্ম্যাটে পাক অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান দলের তারকা ব্যাটার ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী মাস থেকে শুরু হতে চলা সংক্ষিপ্ত ফর্ম্য়াটের সিরিজের আগে এদিন নয়া অধিনায়ক ঘোষণা হল পাকিস্তানের ৷ রিজওয়ানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে সলমন আলি আঘাকে ৷

এর আগে পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানের অধিনায়কত্ব করেছেন রিজওয়ান ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই অস্ট্রেলিয়া সফরে প্রথম অ্য়াসাইনমেন্টে অবতীর্ণ হবেন স্টাম্পার-ব্য়াটার ৷ সবমিলিয়ে শুরুতেই বড় পরীক্ষার সামনে 74টি ওডিআই খেলা ক্রিকেটার ৷ অস্ট্রেলিয়া সফরে তিন ম্য়াচের ওডিআই'য়ের পাশাপাশি সমসংখ্যক ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান ৷ নয়া অধিনায়ক ঘোষণার পাশাপাশি আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরে ওডিআই ও টি-20 সিরিজের দলও এদিন ঘোষণা করল পাকিস্তান ৷

সম্প্রতি পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়লেও অস্ট্রেলিয়া সফরে সংক্ষিপ্ত ফর্ম্য়াটের স্কোয়াডে রাখা হয়েছে বাবর আজম ও জোরে বোলার শাহিন শাহ আফ্রিদিকে ৷ তবে জিম্বাবোয়ে সফরের স্কোয়াডে বিশ্রাম দেওয়া হয়েছে দু'জনকে ৷ আমের জামাল, সঈম আয়ুব, ফয়জল আক্রামের মত তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের অস্ট্রেলিয়াগামী স্কোয়াডে জায়গা দিয়েছে পিসিবি ৷

একনজরে পাকিস্তান স্কোয়াড:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.