ETV Bharat / sports

কোরোনায় মৃত্যু প্রাক্তন ভারতীয় ফুটবলার হামজা কোয়ার

author img

By

Published : Jun 6, 2020, 1:48 PM IST

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন ফুটবলার হামজা কোয়ার ৷

কোরোনায় মৃত্যু প্রাক্তন ভারতীয় ফুটবলার হামজা কোয়ার
কোরোনায় মৃত্যু প্রাক্তন ভারতীয় ফুটবলার হামজা কোয়ার

মালাপ্পুরম, 6 জুন: কোরোনার শিকার ভারতীয় ফুটবলার ৷ মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দেশের প্রাক্তন ফুটবলার হামজা কোয়ার ৷ শনিবার কেরালার মাল্লাপুরমের মঞ্জরী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ বয়স হয়েছিল 61 বছর ৷

গত 21 মে মুম্বই থেকে পরিবারের সঙ্গে কেরালার পারাপ্পানাগাদিতে নিজের বাড়িতে ফিরেছিলেন হামজা কোয়া ৷ 26 মে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ সেদিনই তাঁকে মালাপ্পুরমের হাসপাতালে ভরতি করা হয় ৷ দুদিন আগে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছিল দেশের এই প্রাক্তন ফুটবলারের ৷ এরপর তাঁকে ভেন্টিলেটারে রাখা হয় ৷ শনিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর পরিবারের আরও পাঁচজন কোরোনায় আক্রান্ত ৷ COVID-19 প্রোটোকল মেনেই হামজার শেষকৃত্য সম্পন্ন হবে ৷

1981 সাল থেকে 1986 পর্যন্ত মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেন কেরালার পারাপ্পানাগাদির এই ফুটবলার ৷ পরে তিনি মুম্বইয়ে চলে যান ৷ ওয়েস্টার্ন রেলওয়ে, ইউনিয়ন ব্যাঙ্ক, RFC, টাটা স্পোর্টস ক্লাব ও ওরকে মিলের মতো মুম্বইয়ের বহু ক্লাবের হয়ে খেলেছেন হামজা কোয়া ৷

মালাপ্পুরম, 6 জুন: কোরোনার শিকার ভারতীয় ফুটবলার ৷ মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দেশের প্রাক্তন ফুটবলার হামজা কোয়ার ৷ শনিবার কেরালার মাল্লাপুরমের মঞ্জরী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ বয়স হয়েছিল 61 বছর ৷

গত 21 মে মুম্বই থেকে পরিবারের সঙ্গে কেরালার পারাপ্পানাগাদিতে নিজের বাড়িতে ফিরেছিলেন হামজা কোয়া ৷ 26 মে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ সেদিনই তাঁকে মালাপ্পুরমের হাসপাতালে ভরতি করা হয় ৷ দুদিন আগে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছিল দেশের এই প্রাক্তন ফুটবলারের ৷ এরপর তাঁকে ভেন্টিলেটারে রাখা হয় ৷ শনিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর পরিবারের আরও পাঁচজন কোরোনায় আক্রান্ত ৷ COVID-19 প্রোটোকল মেনেই হামজার শেষকৃত্য সম্পন্ন হবে ৷

1981 সাল থেকে 1986 পর্যন্ত মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেন কেরালার পারাপ্পানাগাদির এই ফুটবলার ৷ পরে তিনি মুম্বইয়ে চলে যান ৷ ওয়েস্টার্ন রেলওয়ে, ইউনিয়ন ব্যাঙ্ক, RFC, টাটা স্পোর্টস ক্লাব ও ওরকে মিলের মতো মুম্বইয়ের বহু ক্লাবের হয়ে খেলেছেন হামজা কোয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.