কলকাতা, 21 জানুয়ারি: অস্ট্রেলিয়ার মাটিতে আজিঙ্কে রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দলের ঐতিহাসিক টেস্ট সিরিজ় থেকে নয়, এসসি ইস্টবেঙ্গল অনুপ্রাণিত হতে চায় তাদের সাত ম্যাচে অপরাজিত থেকে যাওয়ার রেকর্ড থেকে। শুক্রবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ফিরতি ম্যাচে মাঠে নামছে রবি ফাওলারের ছেলেরা।
এই মুহূর্তে সাতটি ম্যাচে অপরাজিত লাল হলুদ ব্রিগেড 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি 25 পয়েন্ট নিয়ে সবার উপরে। দুই দলের প্রথম সাক্ষাতে তিন গোলে জয় পেয়েছিল মুম্বই। তবে অতীতের পরিসংখ্যান নয়, ইস্টবেঙ্গল বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জয়ের রাস্তা খুঁজতে চায়। ম্যাচের আগের দিন কোচ রবি ফাওলার নন, ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসেছিলেন ডেপুটি রেনেডি সিং। কোনও রাখঢাক না করে লাল হলুদের সহকারী কোচ বলছেন,"মুম্বই দল হিসেবে ভালো এবং শক্তিশালী। তবে আমরা নিজেদের পারফরম্যান্সে আস্থা রাখছি । গত সাতটি ম্যাচে যেভাবে আমরা খেলেছি তা প্রশংসনীয়। ছেলেরা প্রত্যেকেই দারুণ পরিশ্রম করেছে।" একই সঙ্গে তিনি যোগ করেন,"ফল পাওয়া মোটেই সহজ নয় । প্রথম চারটি ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর আমরা ভালো খেলছি । আমরা ছন্দে রয়েছি । আমাদের কতগুলো জয় দরকার।"
আরও পড়ুন: প্রশংসা করলেও দেবজিৎকে ম্যাচের সেরা মানছেন না ফাওলার
প্রথম সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে 0-3 গোলে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল। সেই পরাজয়ের জন্য প্রস্তুতির খামতিকে দায়ী করেছেন রেনেডি সিং। এখন অবস্থা সামলে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর ছবি গত ম্যাচে দেখা গিয়েছে । এবার সেই ধারাবাহিকতায় ভরসা করে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল ।
প্রতিপক্ষকে মাঠের যুদ্ধে সামলে দিলেও রেফারিং নিয়ে ইস্টবেঙ্গল অখুশি। যা নিয়ে বারবার সরব হয়েছেন কোচ রবি ফাওলার। সহকারী কোচ রেনেডি সিংয়ের গলাতেও একই সুর। বলেন,"রেফারিং নিয়ে সকলেই সরব। ম্যাচ পরিচালনার মান আরও ভালো হওয়া দরকার। আমাদের তিনটে ম্যাচে দশজনে খেলতে হয়েছে। একাধিক ম্যাচে দশজনে খেলা মোটেই সহজ নয় ।" রাজু গায়কোয়াড়ের চোট নিয়ে স্পষ্ট করে বলেননি । শুধু জানিয়েছেন, দ্রুত মাঠে ফিরবেন ভারতীয় ডিফেন্ডার । সাইডব্যাক অঙ্কিত মুখোপাধ্যায়ের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। রেনেডি বলেন, "ভালো পারফরম্যান্সের জন্য বিদেশি এবং ভারতীয় ফুটবলারদের একসঙ্গে ভালো পারফরম্যান্স জরুরি। একটি দলকে গুছিয়ে নিতে সময় দরকার। আমরা কয়েকটি বদল করেছি । যা স্বাভাবিক ।"
প্লে অফের সম্ভাবনা জিইয়ে রাখতে শীর্ষস্থানাধিকারী মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জয়ের খোঁজে পয়েন্ট টেবিলের তলার সারিতে থাকা এসসি ইস্টবেঙ্গল।