ETV Bharat / sports

সাত নম্বর বিদেশি নিয়ে ধীরে চলো নীতি ইস্টবেঙ্গলের

author img

By

Published : Oct 23, 2020, 8:48 PM IST

ভারতীয় ফুটবলাররা সকলেই চলে এসেছেন । আপাতত স্কট নেভিল, ড্যানি ফক্স, অ্যান্টনি পিলকিংটন, জ্যাকুয়াস ম্যাঘোমা, মাত্তি স্টেইনম্যান, অ্যারন আমাডি হলোওয়ে 6 জন বিদেশির সকলেই গোয়ায় রয়েছেন । ফলে আগামী মাসের প্রথম সপ্তাহে রবি ফাওলার পুরো দল নিয়ে মাঠে নামতে পারবেন ।

East Bengal
East Bengal

কলকাতা, 23 অক্টোবর : লাল-হলুদ শিবিরে এখন টি-20-র মেজাজে দল গোছানোর তৎপরতা । এবং সেই কাজে নেতৃত্বে অবশ্যই কোচ রবি ফাওলার । বর্তমানে ইস্টবেঙ্গলের ফুটবলাররা বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসনে । 20 নভেম্বর ISL-এ বল গড়াবে । হাতে একমাসের কম সময় । আগামী মাসের শুরুতে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল ।

ভারতীয় ফুটবলাররা সকলেই চলে এসেছেন । আপাতত স্কট নেভিল, ড্যানি ফক্স, অ্যান্টনি পিলকিংটন, জ্যাকুয়াস ম্যাঘোমা, মাত্তি স্টেইনম্যান, অ্যারন আমাডি হলোওয়ে 6 জন বিদেশির সকলেই গোয়ায় রয়েছেন । ফলে আগামী মাসের প্রথম সপ্তাহে রবি ফাওলার পুরো দল নিয়ে মাঠে নামতে পারবেন । ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচের যোগ দেওয়ার খবর এখনও আসেনি । একইভাবে দলের 7 নম্বর বিদেশি ফুটবলার নিয়েও লাল হলুদ শিবির কোনও মুখ খোলেনি ।

খবরে প্রকাশ, ইস্টবেঙ্গল কোচ স্বয়ং এই ব্যাপারে ধীরে চল নীতি নিয়েছেন । আপাতত ছয়জন বিদেশি নিয়ে ISL অভিযান শুরু করবে । পরিস্থিতি দেখে সাত নম্বর বিদেশির ব্যাপারে ম্যানেজমেন্টকে বলবেন ফাওলার । ইতিমধ্যে তাঁর হাতে বেশ কয়েকটি জীবনপঞ্জী এসেছে । ISL শুরু হওয়ার পর দলের প্রয়োজনীয়তার ছবিটা স্পষ্ট হবে । তখন কোন পজ়িশনে ফুটবলার দরকার তা বোঝা যাবে । তার ভিত্তিতে ফাওলার সিদ্ধান্ত নেবেন বলে ঠিক করেছেন ।

ইতিমধ্যে দল স্বেচ্ছা নির্বাসনে থাকলেও ফিজ়িও ফিটনেসের বিষয়টি কড়াভাবে দেখছেন । ফুটবলারদের খাদ্যাভ্যাসের উপর বিশেষ নজর দিয়েছেন । বিশেষ খাদ্যভ্যাস গড়ে তোলার চেষ্টা করছেন । গত মরশুমের ISL-র ম্যাচের ভিডিয়ো ফাওলার খুঁটিয়ে দেখছেন বলে খবর । একই সঙ্গে দলের ভারতীয় ফুটবলারদের খেলার ভিডিয়োও দেখে পুরো দল সম্পর্কে ধারণা তৈরি করার চেষ্টা করছেন লিভারপুলের প্রাক্তনী ।

ISL-র দিন ঘোষণা হয়েছে । সূচি নতুন সপ্তাহের শুরুতে প্রকাশিত হবে । ইস্টবেঙ্গল যেহেতু সবার শেষে ISL-এ অর্ন্তভুক্ত হয়েছে তাই তাদের ব্যাপারে বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপারটি পরোক্ষভাবে FSDL করছে । হয়ত সূচিতে প্রথম পর্বের শেষে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে । তবে লাল হলুদের অন্দরে এই বিষয়ে রাশ আলগা করার কোনও ইঙ্গিত নেই । বরং প্রথম ম্যাচ খেলতে হবে ধরে নিয়ে প্রস্তুতির তৎপরতা ।

কলকাতা, 23 অক্টোবর : লাল-হলুদ শিবিরে এখন টি-20-র মেজাজে দল গোছানোর তৎপরতা । এবং সেই কাজে নেতৃত্বে অবশ্যই কোচ রবি ফাওলার । বর্তমানে ইস্টবেঙ্গলের ফুটবলাররা বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসনে । 20 নভেম্বর ISL-এ বল গড়াবে । হাতে একমাসের কম সময় । আগামী মাসের শুরুতে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল ।

ভারতীয় ফুটবলাররা সকলেই চলে এসেছেন । আপাতত স্কট নেভিল, ড্যানি ফক্স, অ্যান্টনি পিলকিংটন, জ্যাকুয়াস ম্যাঘোমা, মাত্তি স্টেইনম্যান, অ্যারন আমাডি হলোওয়ে 6 জন বিদেশির সকলেই গোয়ায় রয়েছেন । ফলে আগামী মাসের প্রথম সপ্তাহে রবি ফাওলার পুরো দল নিয়ে মাঠে নামতে পারবেন । ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচের যোগ দেওয়ার খবর এখনও আসেনি । একইভাবে দলের 7 নম্বর বিদেশি ফুটবলার নিয়েও লাল হলুদ শিবির কোনও মুখ খোলেনি ।

খবরে প্রকাশ, ইস্টবেঙ্গল কোচ স্বয়ং এই ব্যাপারে ধীরে চল নীতি নিয়েছেন । আপাতত ছয়জন বিদেশি নিয়ে ISL অভিযান শুরু করবে । পরিস্থিতি দেখে সাত নম্বর বিদেশির ব্যাপারে ম্যানেজমেন্টকে বলবেন ফাওলার । ইতিমধ্যে তাঁর হাতে বেশ কয়েকটি জীবনপঞ্জী এসেছে । ISL শুরু হওয়ার পর দলের প্রয়োজনীয়তার ছবিটা স্পষ্ট হবে । তখন কোন পজ়িশনে ফুটবলার দরকার তা বোঝা যাবে । তার ভিত্তিতে ফাওলার সিদ্ধান্ত নেবেন বলে ঠিক করেছেন ।

ইতিমধ্যে দল স্বেচ্ছা নির্বাসনে থাকলেও ফিজ়িও ফিটনেসের বিষয়টি কড়াভাবে দেখছেন । ফুটবলারদের খাদ্যাভ্যাসের উপর বিশেষ নজর দিয়েছেন । বিশেষ খাদ্যভ্যাস গড়ে তোলার চেষ্টা করছেন । গত মরশুমের ISL-র ম্যাচের ভিডিয়ো ফাওলার খুঁটিয়ে দেখছেন বলে খবর । একই সঙ্গে দলের ভারতীয় ফুটবলারদের খেলার ভিডিয়োও দেখে পুরো দল সম্পর্কে ধারণা তৈরি করার চেষ্টা করছেন লিভারপুলের প্রাক্তনী ।

ISL-র দিন ঘোষণা হয়েছে । সূচি নতুন সপ্তাহের শুরুতে প্রকাশিত হবে । ইস্টবেঙ্গল যেহেতু সবার শেষে ISL-এ অর্ন্তভুক্ত হয়েছে তাই তাদের ব্যাপারে বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপারটি পরোক্ষভাবে FSDL করছে । হয়ত সূচিতে প্রথম পর্বের শেষে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে । তবে লাল হলুদের অন্দরে এই বিষয়ে রাশ আলগা করার কোনও ইঙ্গিত নেই । বরং প্রথম ম্যাচ খেলতে হবে ধরে নিয়ে প্রস্তুতির তৎপরতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.