ETV Bharat / sports

লাল হলুদে জবি জাস্টিনের বিকল্প রোনাল্ডো? - pune fc

সবকিছু ঠিক থাকলে জবি জাস্টিনের বদলে সালগাঁওকরের তরুণ স্ট্রাইকার রোনাল্ডো অলিভেরাকে দলে নিতে চলেছে লাল হলুদ ।

জবি জাস্টিন
author img

By

Published : Jul 8, 2019, 11:17 PM IST

কলকাতা, 8 জুলাই : জবি জাস্টিনকে নতুন মরসুমে লাল হলুদ জার্সিতে পাওয়া যাবে কি না তা নিয়ে দ্বন্দ্ব মেটেনি । তারই মধ্যে ATK-তে যাওয়ার জন্য পা বাড়িয়ে বসে থাকা কেরালার স্ট্রাইকারের বদলি খুঁজে নিতে চলেছে ইস্টবেঙ্গল । সবকিছু ঠিক থাকলে সালগাঁওকরের তরুণ স্ট্রাইকার রোনাল্ডো অলিভেরাকে দলে নিতে চলেছে লাল হলুদ ।

সরকারিভাবে 23 বছর বয়সি স্ট্রাইকারকে প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করা হয়নি । তবে গোয়ার তরুণ স্ট্রাইকারকে দলে নেওয়ার ইচ্ছের ইঙ্গিত মিলেছে । গোয়া প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোকে পছন্দ করেছেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । সালগাঁওকরের যুব দল থেকে উঠে আসা স্ট্রাইকার যুব দলের হয়ে ভালো খেলার পরে সিনিয়র দলের হয়েও নজর কেড়েছেন । গত বছর ISL-এর দল পুনে সিটি FC-র বিরুদ্ধে ভালো খেলার পরই নজরে পড়েছিলেন ।

এখন দেখার কলকাতা ফুটবলে মানিয়ে নিয়ে রোনাল্ডো অলিভেরা বিকল্প হয়ে উঠতে পারেন কি না জবি জাস্টিনের ।

কলকাতা, 8 জুলাই : জবি জাস্টিনকে নতুন মরসুমে লাল হলুদ জার্সিতে পাওয়া যাবে কি না তা নিয়ে দ্বন্দ্ব মেটেনি । তারই মধ্যে ATK-তে যাওয়ার জন্য পা বাড়িয়ে বসে থাকা কেরালার স্ট্রাইকারের বদলি খুঁজে নিতে চলেছে ইস্টবেঙ্গল । সবকিছু ঠিক থাকলে সালগাঁওকরের তরুণ স্ট্রাইকার রোনাল্ডো অলিভেরাকে দলে নিতে চলেছে লাল হলুদ ।

সরকারিভাবে 23 বছর বয়সি স্ট্রাইকারকে প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করা হয়নি । তবে গোয়ার তরুণ স্ট্রাইকারকে দলে নেওয়ার ইচ্ছের ইঙ্গিত মিলেছে । গোয়া প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোকে পছন্দ করেছেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । সালগাঁওকরের যুব দল থেকে উঠে আসা স্ট্রাইকার যুব দলের হয়ে ভালো খেলার পরে সিনিয়র দলের হয়েও নজর কেড়েছেন । গত বছর ISL-এর দল পুনে সিটি FC-র বিরুদ্ধে ভালো খেলার পরই নজরে পড়েছিলেন ।

এখন দেখার কলকাতা ফুটবলে মানিয়ে নিয়ে রোনাল্ডো অলিভেরা বিকল্প হয়ে উঠতে পারেন কি না জবি জাস্টিনের ।

Intro:লাল হলুদে জবি জাস্টিনের বিকল্প রোনাল্ডো?

কলকাতা,৮জুলাইঃ জবি জাস্টিনকে নতুন মরসুমে লাল হলুদ জার্সিতে পাওয়া যাবে কি না তা নিয়ে দ্বন্দ্ব মেটেনি। তারই মধ্যে এটিকেতে যাওয়ার জন্য পা বাড়িয়ে বসে থাকা কেরালার স্ট্রাইকারের বদলি খুঁজে নিতে চলেছে ইস্টবেঙ্গল। সবকিছু ঠিক থাকলে সালগাঁকরের তরুন স্ট্রাইকার রোনাল্ডো অলিভেরাকে দলে নিতে চলেছে লাল হলুদ। সরকারিভাবে ২৩ বছর বয়সি স্ট্রাইকারের দিকে প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করা হয়নি। তবে গোয়ার তরুন স্ট্রাইকারকে দলে নিতে চায় তার জোরালো ইঙ্গিত মিলেছে। গোয়া প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোকে পছন্দ করেছেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। সালগাওকরের জুনিয়র দল থেকে উঠে আসা স্ট্রাইকার জুনিয়র দলে হয়ে ভালো খেলার পরে সিনিয়র দলের হয়েও নজর কেড়েছেন। গত বছর আইএসএলের দল পুণে সিটি এফসির বিরুদ্ধে ভালো খেলার পরই নজরে পড়েছিলেন তেইশ বছর বয়সী স্ট্রাইকার। এখন দেখার কলকাতা ফুটবলে মানিয়ে নিয়ে রোনাল্ডো অলিভেরা বিকল্প হয়ে উঠতে পারেন কি না জবি জাস্টিনের।Body:EbConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.