কলকাতা, 8 জুলাই : জবি জাস্টিনকে নতুন মরসুমে লাল হলুদ জার্সিতে পাওয়া যাবে কি না তা নিয়ে দ্বন্দ্ব মেটেনি । তারই মধ্যে ATK-তে যাওয়ার জন্য পা বাড়িয়ে বসে থাকা কেরালার স্ট্রাইকারের বদলি খুঁজে নিতে চলেছে ইস্টবেঙ্গল । সবকিছু ঠিক থাকলে সালগাঁওকরের তরুণ স্ট্রাইকার রোনাল্ডো অলিভেরাকে দলে নিতে চলেছে লাল হলুদ ।
সরকারিভাবে 23 বছর বয়সি স্ট্রাইকারকে প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করা হয়নি । তবে গোয়ার তরুণ স্ট্রাইকারকে দলে নেওয়ার ইচ্ছের ইঙ্গিত মিলেছে । গোয়া প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোকে পছন্দ করেছেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । সালগাঁওকরের যুব দল থেকে উঠে আসা স্ট্রাইকার যুব দলের হয়ে ভালো খেলার পরে সিনিয়র দলের হয়েও নজর কেড়েছেন । গত বছর ISL-এর দল পুনে সিটি FC-র বিরুদ্ধে ভালো খেলার পরই নজরে পড়েছিলেন ।
এখন দেখার কলকাতা ফুটবলে মানিয়ে নিয়ে রোনাল্ডো অলিভেরা বিকল্প হয়ে উঠতে পারেন কি না জবি জাস্টিনের ।