ETV Bharat / sports

অনড় দু'পক্ষই, কাস্টমসকে ওয়াকওভার দেওয়ার পথে ইস্টবেঙ্গল

কাস্টমসকে ওয়াকওভার দেওয়ার পথে ইস্টবেঙ্গল ৷ সেক্ষেত্রে লিগ চ্যাম্পিয়ন হবে পিয়ারলেস ৷

ইস্টবেঙ্গল
author img

By

Published : Oct 2, 2019, 10:18 PM IST

কলকাতা, 2 অক্টোবর : ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ নিয়ে নাটক অব্যাহত । আগামীকাল ভেস্তে যাওয়া ম্যাচ খেলতে নারাজ ইস্টবেঙ্গল । কারণ হিসেবে IFA-কে তারা জানিয়েছে, ফুটবলার না থাকাতেই তাদের ম্যাচ খেলা সম্ভব নয় । ম্যাচ পিছিয়ে 20 অক্টোবর করার অনুরোধ করা হয়েছে । অন্যদিকে, IFA-কে কাস্টমস জানিয়েছে, তারা পুজোর পরে কোনওভাবেই ম্যাচ খেলতে পারবে না । কারণ, তাঁদের ফুটবলারদের চুক্তি শেষ হয়ে যাবে । যদিও নিজেদের অবস্থানে অনড় IFA ৷ ফলে আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের যাবতীয় ব্যবস্থা থাকলেও ইস্টবেঙ্গল হয়ত কাস্টমসকে ওয়াকওভার দিতে চলেছে । IFA সচিব জয়দীপ মুখার্জি বলেছেন, ম্যাচ খেলার জন্যে তিনি বারবার কোয়েসের CEO সঞ্জিত সেন এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন । কিন্তু, লাল-হলুদের তরফে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি ৷

আগামীকাল যদি ইস্টবেঙ্গল ওয়াকওভার দেয় তাহল কী হতে চলেছে ?
ইস্টবেঙ্গল ওয়াকওভার দিলে তিন পয়েন্ট পাবে কাস্টমস । 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে পিয়ারলেস ।

ওয়াকওভার দিলে কি ইস্টবেঙ্গলের পয়েন্ট কাটা যাবে?

আগে থেকেই অসহায়তার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল ৷ নিয়ম অনুযায়ী, তাই কোনও বাড়তি পয়েন্ট কাটা যাবে না । না জানিয়ে ওয়াকওভার দিলে শাস্তি হিসেবে পাঁচ পয়েন্ট কাটা যেত । সেক্ষেত্রে রানার্স হওয়া সম্ভব হতও না তাদের ৷

অতীতে এরকম উদাহরণ আছে কী?

বছ‍র তিনেক আগে কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ দিয়েছিল IFA । কিন্তু, না খেলার কথা জানিয়ে আগেই চিঠি দিয়েছিল মোহনবাগান ৷ ফলে ইস্টবেঙ্গল ওয়াকওভার পেয়েছিল ৷ কিন্তু, শাস্তির মুখে পড়েনি মোহনবাগান ।

কেন খেলতে চাইছে না ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গলের ফুটবল বিভাগের দেখভাল করে বিনিয়োগকারী সংস্থা কোয়েস । কাস্টমস ম্যাচে খেলার বিষয়টি ক্লাব কর্তৃপক্ষের উপরেই ছেড়েছে তারা ৷ ক্লাবকর্তাদের সিদ্ধান্তই মেনে নেওয়া হবে বলে জানিয়েছে কোয়েস ৷

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এই বিষয়ে কি বলছেন?

তাঁর বক্তব্য, শতবর্ষে ওয়াকওভার দেওয়া সত্যিই লজ্জার । কিন্তু, কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া খেলতে চাইছেন না । ফুটবলারদের ছুটি দিয়েছেন । তাছাড়া, আগামীকাল সন্ধ্যায় স্পেনের বিমান ধরবেন কোচ ৷

ম্যাচ আয়োজনে মরিয়া IFA ৷ তারা কি কোয়সকে CEO-কে কোনও সুবিধা দিতে চেয়েছিল ?

কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর আড়াইটের সময় । শেষ হবে বিকেল সাড়ে চারটের সময় । খেলার পরে পুলিশ এসকর্ট দিয়ে ইস্টবেঙ্গল কোচ ও ফুটবলারদের বিমান ধরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন
IFA সচিব

এত আশ্বাসেও ইস্টবেঙ্গলের না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কারণ কি?

লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলকে সাত গোলের ব্যবধানে জিততে হবে । বিষয়টি অসম্ভব না হলেও কঠিন । ময়দানের একাংশের বক্তব্য, ম্যাচটিতে ইস্টবেঙ্গল সাত গোলে জিতলে গড়াপেটার অভিযোগ উঠবেই ৷ ম্যাচটি জিতলে ইস্টবেঙ্গলের রানার্স হওয়া নিশ্চিত । আবার আগে থেকে অপারগতার কথা জানিয়ে ওয়াকওভার দিলেও রানার্স হওয়া যাবে । তাই না খেলার সিদ্ধান্তে অনড় ইস্টবেঙ্গল ।

আপাতত কোন পথে চ্যাম্পিয়নের ভবিষ্যৎ ?

ইস্টবেঙ্গলের ওয়াকওভারদিলে চ্যাম্পিয়ন হবে পিয়ারলেস ৷ তবে, তা সরকারিভাবে লক্ষীপুজোর পর CFL কমিটির বৈঠকের পর ঘোষণা করবে ৷ ফলে নাটকের যবনিকা পড়তে এখনও ঢের দেরি ৷

কলকাতা, 2 অক্টোবর : ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ নিয়ে নাটক অব্যাহত । আগামীকাল ভেস্তে যাওয়া ম্যাচ খেলতে নারাজ ইস্টবেঙ্গল । কারণ হিসেবে IFA-কে তারা জানিয়েছে, ফুটবলার না থাকাতেই তাদের ম্যাচ খেলা সম্ভব নয় । ম্যাচ পিছিয়ে 20 অক্টোবর করার অনুরোধ করা হয়েছে । অন্যদিকে, IFA-কে কাস্টমস জানিয়েছে, তারা পুজোর পরে কোনওভাবেই ম্যাচ খেলতে পারবে না । কারণ, তাঁদের ফুটবলারদের চুক্তি শেষ হয়ে যাবে । যদিও নিজেদের অবস্থানে অনড় IFA ৷ ফলে আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের যাবতীয় ব্যবস্থা থাকলেও ইস্টবেঙ্গল হয়ত কাস্টমসকে ওয়াকওভার দিতে চলেছে । IFA সচিব জয়দীপ মুখার্জি বলেছেন, ম্যাচ খেলার জন্যে তিনি বারবার কোয়েসের CEO সঞ্জিত সেন এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন । কিন্তু, লাল-হলুদের তরফে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি ৷

আগামীকাল যদি ইস্টবেঙ্গল ওয়াকওভার দেয় তাহল কী হতে চলেছে ?
ইস্টবেঙ্গল ওয়াকওভার দিলে তিন পয়েন্ট পাবে কাস্টমস । 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে পিয়ারলেস ।

ওয়াকওভার দিলে কি ইস্টবেঙ্গলের পয়েন্ট কাটা যাবে?

আগে থেকেই অসহায়তার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল ৷ নিয়ম অনুযায়ী, তাই কোনও বাড়তি পয়েন্ট কাটা যাবে না । না জানিয়ে ওয়াকওভার দিলে শাস্তি হিসেবে পাঁচ পয়েন্ট কাটা যেত । সেক্ষেত্রে রানার্স হওয়া সম্ভব হতও না তাদের ৷

অতীতে এরকম উদাহরণ আছে কী?

বছ‍র তিনেক আগে কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ দিয়েছিল IFA । কিন্তু, না খেলার কথা জানিয়ে আগেই চিঠি দিয়েছিল মোহনবাগান ৷ ফলে ইস্টবেঙ্গল ওয়াকওভার পেয়েছিল ৷ কিন্তু, শাস্তির মুখে পড়েনি মোহনবাগান ।

কেন খেলতে চাইছে না ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গলের ফুটবল বিভাগের দেখভাল করে বিনিয়োগকারী সংস্থা কোয়েস । কাস্টমস ম্যাচে খেলার বিষয়টি ক্লাব কর্তৃপক্ষের উপরেই ছেড়েছে তারা ৷ ক্লাবকর্তাদের সিদ্ধান্তই মেনে নেওয়া হবে বলে জানিয়েছে কোয়েস ৷

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এই বিষয়ে কি বলছেন?

তাঁর বক্তব্য, শতবর্ষে ওয়াকওভার দেওয়া সত্যিই লজ্জার । কিন্তু, কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া খেলতে চাইছেন না । ফুটবলারদের ছুটি দিয়েছেন । তাছাড়া, আগামীকাল সন্ধ্যায় স্পেনের বিমান ধরবেন কোচ ৷

ম্যাচ আয়োজনে মরিয়া IFA ৷ তারা কি কোয়সকে CEO-কে কোনও সুবিধা দিতে চেয়েছিল ?

কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর আড়াইটের সময় । শেষ হবে বিকেল সাড়ে চারটের সময় । খেলার পরে পুলিশ এসকর্ট দিয়ে ইস্টবেঙ্গল কোচ ও ফুটবলারদের বিমান ধরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন
IFA সচিব

এত আশ্বাসেও ইস্টবেঙ্গলের না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কারণ কি?

লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলকে সাত গোলের ব্যবধানে জিততে হবে । বিষয়টি অসম্ভব না হলেও কঠিন । ময়দানের একাংশের বক্তব্য, ম্যাচটিতে ইস্টবেঙ্গল সাত গোলে জিতলে গড়াপেটার অভিযোগ উঠবেই ৷ ম্যাচটি জিতলে ইস্টবেঙ্গলের রানার্স হওয়া নিশ্চিত । আবার আগে থেকে অপারগতার কথা জানিয়ে ওয়াকওভার দিলেও রানার্স হওয়া যাবে । তাই না খেলার সিদ্ধান্তে অনড় ইস্টবেঙ্গল ।

আপাতত কোন পথে চ্যাম্পিয়নের ভবিষ্যৎ ?

ইস্টবেঙ্গলের ওয়াকওভারদিলে চ্যাম্পিয়ন হবে পিয়ারলেস ৷ তবে, তা সরকারিভাবে লক্ষীপুজোর পর CFL কমিটির বৈঠকের পর ঘোষণা করবে ৷ ফলে নাটকের যবনিকা পড়তে এখনও ঢের দেরি ৷

Intro:দেবীপক্ষের চতুর্থীতে ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ নিয়ে নাটক অব্যাহত। কল্যানী স্টেডিয়ামে তিন অক্টোবর ভেস্তে যাওয়া ম্যাচ টি দেওয়া হলেও তা খেলতে নারাজ ইস্টবেঙ্গল। কারন হিসেবে তারা আইএফএ কে জানিয়েছে ফুটবলার না থাকাতেই তিন অক্টোবর কল্যানী স্টেডিয়ামে কাস্টমসের বিরুদ্ধে তাদের ম্যাচ খেলা সম্ভব নয়।এই অবস্থায় তারা ম্যাচ টি 20অক্টোবরের পরে দেওয়ার অনুরোধ করেছে। অন্যদিকে আইএফএ কে কাস্টমস জানিয়েছে তারা পূজোর পরে কোনও ভাবেই ম্যাচ খেলতে পারবে না। কারন তাদের ফুটবলারদের চুক্তি শেষ। এই অবস্থায় আইএফএ তিন তারিখ ম্যাচ আয়োজনে র সিদ্ধান্তে অনড়।ফলে বৃহস্পতিবার কল্যানী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের যাবতীয় ব্যবস্থা থাকলেও ইস্টবেঙ্গল হয়তো কাস্টমস কে ওয়াকওভার দিতে চলেছে। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেছেন ম্যাচ খেলার জন্যে তিনি বারবার ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে এবং কোয়েস সিইও সঞ্জিত সেনের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু ইস্টবেঙ্গল তাদের দিক থেকে কোনও সবুজ সংকেত দেয়নি।
ইস্টবেঙ্গল ওয়াকওভার দিলে কি হতে পারে?

ইস্টবেঙ্গল ওয়াকওভার দিলে তিন পয়েন্ট পাবে কাস্টমস।11 ম্যাচে 23পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে পিয়ারলেস।

ওয়াকওভার দিলে কি ইস্টবেঙ্গলের পয়েন্ট কাটা যাবে?

নিয়ম বলছে যেহেতু ইস্টবেঙ্গল তাদের অসহায়তা আগে থেকে জানিয়েছে তাই কোনও বাড়তি পয়েন্ট কাটা যাবে না।যদি না জানিয়ে ওয়াকওভারের পথে হাটত তাহলে পাচ পয়েন্ট শাস্তি হিসেবে কাটা যেত। সেক্ষেত্রে রানার্স হওয়া সম্ভব হত না। ইস্টবেঙ্গল সেক্ষেত্রে 11ম্যাচে 20পয়েন্টে দাড়িয়ে থাকবে।

অতীতে এরকম উদাহরণ আছে কি?

বছ‍র তিনেক আগে আইএফএ কল্যানী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ দিয়েছিল। কিন্তু মোহনবাগান তাদের না খেলার কথা জানিয়ে আগেই চিঠি দেওয়ায় ইস্টবেঙ্গল ওয়াকওভার পেয়েছিল কিন্তু মোহনবাগান কোনও শাস্তির মুখে পড়েনি।

শাস্তি কি?
না জানিয়ে ওয়াকওভার দিলে অর্জিত পয়েন্ট থেকে পাঁচ পয়েন্ট কাটা যায় ও বিপক্ষ দল তিন গোল পায়।

কেন খেলতে চাইছে না ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গলের ফুটবল বিভাগ দেখে বিনিয়োগ কারী সংস্থা কোয়েস। তারা কাস্টমস ম্যাচে দল খেলবে কি না সেব্যাপারটি দেখার জন্যে লাল হলুদ ক্লাব কর্তাদের ওপর ভার দিয়েছে। ক্লাব কর্তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই মানবে কোয়েস।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এই ব্যাপারে কি বলছেন?

শতবর্ষে ওয়াকওভার দেওয়া সত্যিই লজ্জার। কিন্তু কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া খেলতে চাইছেন না। ফুটবলারদের ছুটি দিয়েছেন। তাছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় কোচ স্পেনের বিমান ধরবেন।

ম্যাচ আয়োজনে মরিয়া আইএফএ সচিব জয়দীপ মুখার্জি কোয়েস সিইওকে কি সুবিধা দিতে চেয়েছিলেন?

কল্যানী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াই টের সময়।শেষ বিকেল সাড়ে চারটার সময়। খেলার পরে পুলিশ এসকর্ট দিয়ে কোচ ও ফুটবলারদের বিমান ধরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন আইএফএ সচিব।

এত আশ্বাসেও ইস্টবেঙ্গলের না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কারন কি?

লিগ চ্যাম্পিয়ন হতে হলে ইস্টবেঙ্গল কে সাত গোলের ব্যবধানে কাস্টমস কে হারাতে হবে। বিষয়টি অসম্ভব না হলেও কঠিন। চলতি লিগে আলেয়ান্দ্রোর দলের পারফরম্যান্সে র যা নমুনা তাতে সাত গোলে জিতলে ময়দানে অনেক প্রশ্নের জন্ম দেবে। উঠবে অস্বস্তিকর গটআপ প্রসঙ্গ। ম্যাচ খেলে জিতলে রানার্স হওয়া নিশ্চিত। আবার আগে থেকে অপারগতার কথা জানিয়ে ওয়াকওভার দিলেও রানার্স হওয়া যাবে।তাই ইস্টবেঙ্গল না খেলার সিদ্ধান্তে অনড়।

ইস্টবেঙ্গলের ওয়াকওভারে পিয়ারলেস চ্যাম্পিয়ন হলেও তা সরকারি ভাবে আইএফএ ঘোষণা করবে লক্ষীপূজার পরে সিএফএল কমিটির বৈঠকে।ফলে নাটক শেষ হইয়াও হইলনা শেষ।




Body:ম্যাচ


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.