ETV Bharat / sports

মিনি ডার্বি দিয়ে শুরু ডুরান্ড কাপ - isl

এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট । মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ দিয়ে শুরু হবে এই বছরের ডুরান্ড ।

ডুরান্ড কাপ
author img

By

Published : Jul 8, 2019, 11:20 PM IST

কলকাতা, 8 জুলাই : মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চলতি বছরের ডুরান্ড কাপ । এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট । দিল্লিতে এতদিন এই প্রতিযোগিতা আয়োজন করে এসেছে সেনাবাহিনী । এবার নয়া মোড়কে উপস্থাপনা করতে ফুটবলের শহরে আয়োজন করা হচ্ছে ডুরান্ড কাপের ।

2 অগাস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ফাইনাল 24 অগাস্ট । সোমবার যে সম্ভাব্য ক্রীড়াসূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মিনি ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড । ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 3 অগাস্ট । নিজেদের মাঠে আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার ছেলেরা খেলবে আর্মি রেডের বিরুদ্ধে ।

দেশের প্রথম সারির সব দল এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে অংশ নিচ্ছে । অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, বেঙ্গালেরু FC, জামশেদপুর FC, ATK, চেন্নাই সিটি FC, রিয়াল কাশ্মীর, FC গোয়া, গোকুলাম FC, ট্রায়ো FC সহ আইলিগ এবং ISL-এর দলগুলি । এছাড়াও আর্মি রেড, আর্মি গ্রিন, এয়ারফোর্স, নেভির ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে ।

অংশগ্রহণকারী দলগুলোকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে । কলকাতা ছাড়াও কল্যাণী, শিলিগুড়িতে ম্যাচ অনুষ্ঠিত হবে । কলকাতা লিগ সম্ভবত শুরু হচ্ছে চলতি মাসের 23 তারিখ । চলবে সেপ্টেম্বর পর্যন্ত । ফলে কলকাতা লিগের ক্রীড়াসূচির সঙ্গে ডুরান্ডের সূচির যাতে সংঘাত না হয় সেজন্য আর্মি ও IFA কয়েক দফা বৈঠক করেছে । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার তরফে বলা হয়েছে, দলগুলি যাতে পর্যাপ্ত বিশ্রাম পেয়ে নামতে পারে সেদিকে নজর দেওয়া হোক । দুটো খেলার মধ্যে দুই থেকে তিন দিনের বিশ্রামের কথাও মাথায় রাখা হচ্ছে ।

কলকাতা, 8 জুলাই : মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চলতি বছরের ডুরান্ড কাপ । এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট । দিল্লিতে এতদিন এই প্রতিযোগিতা আয়োজন করে এসেছে সেনাবাহিনী । এবার নয়া মোড়কে উপস্থাপনা করতে ফুটবলের শহরে আয়োজন করা হচ্ছে ডুরান্ড কাপের ।

2 অগাস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ফাইনাল 24 অগাস্ট । সোমবার যে সম্ভাব্য ক্রীড়াসূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মিনি ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড । ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 3 অগাস্ট । নিজেদের মাঠে আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার ছেলেরা খেলবে আর্মি রেডের বিরুদ্ধে ।

দেশের প্রথম সারির সব দল এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে অংশ নিচ্ছে । অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, বেঙ্গালেরু FC, জামশেদপুর FC, ATK, চেন্নাই সিটি FC, রিয়াল কাশ্মীর, FC গোয়া, গোকুলাম FC, ট্রায়ো FC সহ আইলিগ এবং ISL-এর দলগুলি । এছাড়াও আর্মি রেড, আর্মি গ্রিন, এয়ারফোর্স, নেভির ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে ।

অংশগ্রহণকারী দলগুলোকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে । কলকাতা ছাড়াও কল্যাণী, শিলিগুড়িতে ম্যাচ অনুষ্ঠিত হবে । কলকাতা লিগ সম্ভবত শুরু হচ্ছে চলতি মাসের 23 তারিখ । চলবে সেপ্টেম্বর পর্যন্ত । ফলে কলকাতা লিগের ক্রীড়াসূচির সঙ্গে ডুরান্ডের সূচির যাতে সংঘাত না হয় সেজন্য আর্মি ও IFA কয়েক দফা বৈঠক করেছে । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার তরফে বলা হয়েছে, দলগুলি যাতে পর্যাপ্ত বিশ্রাম পেয়ে নামতে পারে সেদিকে নজর দেওয়া হোক । দুটো খেলার মধ্যে দুই থেকে তিন দিনের বিশ্রামের কথাও মাথায় রাখা হচ্ছে ।

Intro:ডুরাণ্ডের শুরুতেই মিনি ডার্বি

কলকাতা,৮জুলাইঃ মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চলতি বছরের ডুরান্ড ট্রফি। এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। দেশের রাজধানী নয়াদিল্লিতে এতদিন এই প্রতিযোগিতা আয়োজন করে এসেছে সেনাবাহিনী। এবার নয়া মোড়কে উপস্থাপনা করতে ফুটবলের শহরে আয়োজন করছে। অগস্ট মাসের দুই তারিখ থেকে ডুরাণ্ড শুরু হচ্ছে। ফাইনাল ২৪অগষ্ট। সোমবার যে সাম্ভাব্য ক্রীড়াসূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মিনি ডার্বি দিয়ে ডুরাণ্ড শুরু হচ্ছে। ইস্টবেঙ্গল খেলবে তিন অগষ্ট। নিজেদের মাঠে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা খেলবে আর্মি রেডের বিরুদ্ধে। দেশের প্রথম সারির সব দল এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, বেঙ্গালেরু এফসি, জামশেদপুর এফসি, এটিকে,চেন্নাই সিটি এফসি, রিয়াল কাশ্মীর,এফসি গোয়া,গোকুলাম এফসি, ট্রায়ো এফসি সহ আইলিগ এবং আইএসএলের দল অংশগ্রহণ করবে। এছাড়াও আর্মি রেড, আর্মি গ্রিন,এয়ারফোর্স,নেভির ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। অংশগ্রহনকারী দলগুলোকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। কলকাতা ছাড়াও কল্যাণী, শিলিগুড়িতে ম্যাচগুলো হবে। কলকাতা লিগ সম্ভবত শুরু হচ্ছে চলতি মাসের ২৩ তারিখ। চলবে সেপ্টেম্বর অবধি। ফলে কলকাতা লিগের ক্রীড়াসূচির সঙ্গে ডুরাণ্ডের সূচির সংঘাত না হয় সেজন্য আর্মি ও আইএফএ কয়েক দফা বৈঠক করেছে। রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার তরফে বলা হয়েছে দলগুলো যাতে পর্যাপ্ত বিশ্রাম পেয়ে নামতে পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে। দুটো খেলার মধ্যে দুই থেকে তিন দিনের বিশ্রামের কথাও মাথায় রাখা হচ্ছে।Body:DurandConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.