ETV Bharat / sports

ঈশ্বরের কাছে ঈশ্বরের হাত, প্রয়াত মারাদোনা - প্রয়াত দিয়েগো মারাদোনা

60 বছর বয়সে প্রয়াত ফুটবলের রাজপুত্র
diego-maradona-passes-away
author img

By

Published : Nov 25, 2020, 10:10 PM IST

Updated : Nov 25, 2020, 11:02 PM IST

22:08 November 25

বুয়েনস আইরেস, 25 নভেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দিয়েগো মারাদোনা ৷ বয়স হয়েছিল 60 বছর ৷ তাঁর মৃত্যুতে আর্জেন্টিনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ় ৷

চলতি মাসের প্রথমে হাসপাতালে ভরতি করা হয়েছিল ফুটবলের রাজপুত্রকে ৷ তাঁর ব্রেনে রক্ত জমাট বেঁধে গিয়েছিল ৷ সেইসময় তাঁর অস্ত্রোপচার করা হয় ৷ সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে আসেন তিনি ৷

আজ নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ চিকিৎসকদের বাড়িতে ডাকা হয় ৷ আসে চারটি অ্যাম্বুলেন্স ৷ তারপরই মারাদোনার মুখপাত্র ঘোষণা করেন, মৃত্যু হয়েছে ফুটবলের রাজপুত্রের ৷

তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াবিশ্বে ৷ শোক প্রকাশ করেছেন বিশ্বের ক্রীড়াবিদরা ৷  

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মারাদোনার জন্ম 1960 সালের 30 অক্টোবর ৷ আর্জেন্টিনার জুনিয়র টিমে খেলতে শুরু করেন 1976 সালে ৷ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি ৷  

1986 সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা ৷ ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর গোল চিরস্মরণীয় হয়ে রয়েছে ৷ গোলটিকে বলা হয় "গোল অফ দা সেঞ্চুরি" ৷ ওই একই ম্যাচে তাঁর একটি গোল নিয়ে বিতর্ক বেধেছিল ৷ হেডে গোল করার সময় হাত বলে লেগেছিল কি না, এই প্রশ্ন মারাদোনা বলেছিলেন, "হ্যান্ড অফ গড" ৷ 

22:08 November 25

বুয়েনস আইরেস, 25 নভেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দিয়েগো মারাদোনা ৷ বয়স হয়েছিল 60 বছর ৷ তাঁর মৃত্যুতে আর্জেন্টিনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ় ৷

চলতি মাসের প্রথমে হাসপাতালে ভরতি করা হয়েছিল ফুটবলের রাজপুত্রকে ৷ তাঁর ব্রেনে রক্ত জমাট বেঁধে গিয়েছিল ৷ সেইসময় তাঁর অস্ত্রোপচার করা হয় ৷ সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে আসেন তিনি ৷

আজ নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ চিকিৎসকদের বাড়িতে ডাকা হয় ৷ আসে চারটি অ্যাম্বুলেন্স ৷ তারপরই মারাদোনার মুখপাত্র ঘোষণা করেন, মৃত্যু হয়েছে ফুটবলের রাজপুত্রের ৷

তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াবিশ্বে ৷ শোক প্রকাশ করেছেন বিশ্বের ক্রীড়াবিদরা ৷  

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মারাদোনার জন্ম 1960 সালের 30 অক্টোবর ৷ আর্জেন্টিনার জুনিয়র টিমে খেলতে শুরু করেন 1976 সালে ৷ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি ৷  

1986 সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা ৷ ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর গোল চিরস্মরণীয় হয়ে রয়েছে ৷ গোলটিকে বলা হয় "গোল অফ দা সেঞ্চুরি" ৷ ওই একই ম্যাচে তাঁর একটি গোল নিয়ে বিতর্ক বেধেছিল ৷ হেডে গোল করার সময় হাত বলে লেগেছিল কি না, এই প্রশ্ন মারাদোনা বলেছিলেন, "হ্যান্ড অফ গড" ৷ 

Last Updated : Nov 25, 2020, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.