ETV Bharat / sports

Copa America Final : মারাকানার মহারণে প্রথমার্ধে 1-0তে এগিয়ে আর্জেন্টিনা

গতমাসে একাধিকবার দল থেকে বাদ পড়েছিলেন ডি মারিয়া ৷ সেই ডি মারিয়া মারাকানায় কোপা ফাইনালে রেকর্ড বুকে ঢুকে পড়লেন ৷

Copa
Copa
author img

By

Published : Jul 11, 2021, 6:26 AM IST

Updated : Jul 11, 2021, 7:10 AM IST

রিও ডি জেনেইরো, 11 জুলাই : খেতাবি লড়াইয়ে কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ কিন্তু ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ল ব্রাজিল ৷ ভারতীয় সময়ে রবিবার সকালে মেগা ফাইনালের 22 মিনিটেই ডি মারিয়ার গোলে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা ৷ ফলে প্রথমার্ধে 1-0 ব্য়বধানে বিরতিতে যায় দুটি দল ৷

ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ফ্রেড ৷ ম্যাচের শুরু থেকেই দুটি দলের জোর টক্কর শুরু হয় ৷ ম্যাচের 13 মিনিটের মাথায় বক্সে নেইমারের দিকে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন রিচার্লিসন ৷ কিন্তু ওটামেন্ডি বাধা দেন ৷ ম্যাচের 22 মিনিটে আর্জেন্টিনাকে লিড দেন অ্যাঞ্জেল ডি মারিয়া ৷ ডি পলের বাড়ানো বল ব্রাজিলের গোলরক্ষক এডারসনের মাথার উপর দিয়ে জালে জড়ান ৷ বল ধরার সুযোগ থাকলেও ব্যর্থ হন লোডি ৷

গতমাসে একাধিকবার দল থেকে বাদ পড়েছিলেন ডি মারিয়া ৷ সেই ডি মারিয়া মারাকানায় কোপা ফাইনালে রেকর্ড বুকে ঢুকে পড়লেন ৷ 2004 সালে সিজার ডেলগাডোর পর কোপা আমেরিকার ফাইনালে গোল করা প্রথম আর্জেন্টাইন খেলোয়াড়ে পরিণত হলেন তিনি ৷

32 মিনিটে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মেসির সামনে ৷ কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যর্থ হন ৷ 33 মিনিটে নেইমারকে ফাউল করেন লিওনার্দো পারদেস ৷ 25 গজ থেকে দারুণ ফ্রি কিকে বল গোলের উদ্দেশে পাঠান নেইমার ৷ কিন্তু নেইমারের চেষ্টা ব্যর্থ হয় ৷ 42 মিনিটে এভার্টনের শট আটকে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ৷

রিও ডি জেনেইরো, 11 জুলাই : খেতাবি লড়াইয়ে কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ কিন্তু ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ল ব্রাজিল ৷ ভারতীয় সময়ে রবিবার সকালে মেগা ফাইনালের 22 মিনিটেই ডি মারিয়ার গোলে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা ৷ ফলে প্রথমার্ধে 1-0 ব্য়বধানে বিরতিতে যায় দুটি দল ৷

ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ফ্রেড ৷ ম্যাচের শুরু থেকেই দুটি দলের জোর টক্কর শুরু হয় ৷ ম্যাচের 13 মিনিটের মাথায় বক্সে নেইমারের দিকে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন রিচার্লিসন ৷ কিন্তু ওটামেন্ডি বাধা দেন ৷ ম্যাচের 22 মিনিটে আর্জেন্টিনাকে লিড দেন অ্যাঞ্জেল ডি মারিয়া ৷ ডি পলের বাড়ানো বল ব্রাজিলের গোলরক্ষক এডারসনের মাথার উপর দিয়ে জালে জড়ান ৷ বল ধরার সুযোগ থাকলেও ব্যর্থ হন লোডি ৷

গতমাসে একাধিকবার দল থেকে বাদ পড়েছিলেন ডি মারিয়া ৷ সেই ডি মারিয়া মারাকানায় কোপা ফাইনালে রেকর্ড বুকে ঢুকে পড়লেন ৷ 2004 সালে সিজার ডেলগাডোর পর কোপা আমেরিকার ফাইনালে গোল করা প্রথম আর্জেন্টাইন খেলোয়াড়ে পরিণত হলেন তিনি ৷

32 মিনিটে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মেসির সামনে ৷ কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যর্থ হন ৷ 33 মিনিটে নেইমারকে ফাউল করেন লিওনার্দো পারদেস ৷ 25 গজ থেকে দারুণ ফ্রি কিকে বল গোলের উদ্দেশে পাঠান নেইমার ৷ কিন্তু নেইমারের চেষ্টা ব্যর্থ হয় ৷ 42 মিনিটে এভার্টনের শট আটকে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ৷

Last Updated : Jul 11, 2021, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.