সাও পাওলো, 12 নভেম্বর : লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে প্রবেশ করল ব্রাজিল ৷ শুক্রবার কোয়ালিফায়ারের দ্বাদশ ম্যাচে কলম্বিয়াকে লুকাস পাকুয়েতার একমাত্র গোলে হারাল সেলেকাওরা ৷ সেইসঙ্গে আপাতত চতুর্থস্থানে থাকা চিলির সঙ্গে 18 পয়েন্টের নিরাপদ ব্যবধান তৈরি করে ফেলল তারা ৷ অর্থাৎ বাকি পাঁচ ম্যাচের সবক'টিতে জিতলেও ব্রাজিলকে ছোঁয়া সম্ভব নয় তাদের পক্ষে ৷
কোয়ালিফায়ার পর্ব থেকে প্রথম চারটি দেশ সরাসরি কাতারের টিকিট নিশ্চিত করবে ৷ সেক্ষেত্রে ষষ্ঠস্থানে আপাতত 12 ম্যাচে 16 পয়েন্টে দাঁড়িয়ে থাকা উরুগুয়ে ব্রাজিলকে পয়েন্টের নিরিখে ছুঁতে পারলেও সেই সম্ভাবনা কার্যত ক্ষীণ ৷ এছাড়া ব্রাজিলকে এখনও পয়েন্টের নিরিখে টপকাতে সক্ষম দ্বিতীয় এবং তৃতীয়স্থানে থাকা আর্জেন্টিনা এবং ইকুয়েডর ৷ সবমিলিয়ে প্রথম চার নিশ্চিত নেইমারদের ৷
এদিন ম্য়াচের একমাত্র গোলদাতা পাকুয়েতা কেঁদে ফেলেন ম্যাচ শেষে ৷ লিয়ঁ স্ট্রাইকারের কথায়, "জাতীয় দল হোক কিংবা ক্লাব, এমন মুহূর্তের জন্যই প্রতীক্ষা করে থাকি ৷ আনন্দে আজ আমি চোখের জল ধরে রাখতে পারিনি ৷" ম্যাচের 72 মিনিটে মার্কুইনহোসের বাড়ানো বল ধরে পাকুয়েতাকে গোলের বল বাড়ান নেইমার ৷
আরও পড়ুন : জনি কাউকো, হুগো বুমোসকে ম্যাচে দেখে নিতে চান হাবাস
উল্লেখ্য, কোয়ালিফায়ারে কোনও ম্যাচ না হেরেই কাতার বিশ্বকাপের যোগ্য়তা অর্জন করল ব্রাজিল ৷ 12টি ম্যাচের 11টিতে জয় তুলে নিল তারা ৷ হাতে এখনও রয়েছে 6টি ম্যাচ ৷ পাশাপাশি কলম্বিয়াকে এদিন হারিয়ে কোচ তিতেকে 50তম জয় উপহার দিলেন নেইমাররা ৷