বেঙ্গালুরু, 13 ফেব্রুয়ারি : বিধ্বংসী বেঙ্গালুরু FC ৷ ভুটানের ক্লাব পারো FC-কে 9-1 গোলে উড়িয়ে দিল কার্লোস কুয়াদার্তের ছেলেরা ৷ একই সঙ্গে ACF কাপের যোগ্যতা নির্নায়ক পর্বের শেষ ধাপে পৌঁছে গেল বেঙ্গালুরু FC ৷ চোটের জন্য এদিন খেলেননি সুনীল ছেত্রী ৷ অধিনায়ককে ছাড়াই বিশাল ব্যবধানে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে বেঙ্গালুরুর ৷
এটাই বেঙ্গালুরুর সর্বোচ্চ ব্যবধানে জয় ৷ এতদিন DSK শিবাজিয়ানের বিরুদ্ধে 7-0 গোলে জয়ই ছিল সুনীলদের সর্বোচ্চ ব্যবধানে জয় ৷ বেঙ্গালুরুর হয়ে হ্যাটট্রিক করেন সেমবোই হাওকিপ ও দেশোরন ব্রাউন ৷ প্রথম লেগে থিম্পুতে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এই হাওকিপ ৷ বেঙ্গালুরুর হয়ে গোলের খাতাও খোলেন তিনি ৷ ম্যাচের 6 মিনিটে লং বল থেকে গোল করে যান হাওকিপ ৷ শীঘ্রই 2-0 করে যান জুয়ান গঞ্জালেস ৷ নিলি পেডোমোর কর্নার থেকে হেডে গোল করেন তিনি ৷ এরপরই পারোর হয়ে ব্যবধান কমান বেঙ্গালুরুর প্রাক্তন ফুটবলার চেঞ্চো ৷ 16 মিনিটে গোল করেন তিনি ৷ 26 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন হাওকিপ ৷ 29 মিনিটে দেশোরন ব্রাউন 4-1 করে দেন ৷ প্রথমার্ধে এই ব্যবধানেই খেলা শেষ করে বেঙ্গালুরু ৷
-
Read the report from tonight's big win in Kannada on our website. #NammaBFC #AFCCup2020 https://t.co/1nbrw0DuKJ
— Bengaluru FC (@bengalurufc) February 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Read the report from tonight's big win in Kannada on our website. #NammaBFC #AFCCup2020 https://t.co/1nbrw0DuKJ
— Bengaluru FC (@bengalurufc) February 12, 2020Read the report from tonight's big win in Kannada on our website. #NammaBFC #AFCCup2020 https://t.co/1nbrw0DuKJ
— Bengaluru FC (@bengalurufc) February 12, 2020
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের বন্যা দেখা যায় ৷ 54 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করে যান দেশোরন ৷ 64 মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ব্রাউন ৷ 66 মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হাওকিপ ৷ 79 মিনিটে গোলের কর্নিভালে যোগ দেন বেঙ্গালুরুর নবাগত নিলি ৷ 85 মিনিটে পারোর লজ্জা আরও বাড়ান সেই হাউকিপ ৷
-
64' GOAAAL! It's a hat-trick for Deshorn Brown, who finishes off a pass from Kean Lewis to make it 6-1 on the night.
— Bengaluru FC (@bengalurufc) February 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
6-1. (7-1 aggregate) #BFCvPFC #RoomForMore pic.twitter.com/anMETvzmaU
">64' GOAAAL! It's a hat-trick for Deshorn Brown, who finishes off a pass from Kean Lewis to make it 6-1 on the night.
— Bengaluru FC (@bengalurufc) February 12, 2020
6-1. (7-1 aggregate) #BFCvPFC #RoomForMore pic.twitter.com/anMETvzmaU64' GOAAAL! It's a hat-trick for Deshorn Brown, who finishes off a pass from Kean Lewis to make it 6-1 on the night.
— Bengaluru FC (@bengalurufc) February 12, 2020
6-1. (7-1 aggregate) #BFCvPFC #RoomForMore pic.twitter.com/anMETvzmaU
এদিনের গোলের ফলে দুই লেগ মিলিয়ে 10-1 ব্যাবধানে জিতল বেঙ্গালুরু FC ৷ একই সঙ্গে AFC কাপের যোগ্যতা নির্নায়ক পর্বের শেষ ধাপে পৌঁছে গেল তারা ৷ বেঙ্গালুরু তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী 26 ফেব্রুয়ারি ৷ মালদ্বীপের মাজিয়া FC-র বিরুদ্ধে খেলবে সুনীলরা ৷
-
67' ANOTHER HAT-TRICK! Semboi makes it 7-1 after Deshorn Brown tees him up for the finish.
— Bengaluru FC (@bengalurufc) February 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
7-1. (8-1 aggregate) #BFCvPFC #RoomForMore #WeAreBFC pic.twitter.com/SzUHMRNfOn
">67' ANOTHER HAT-TRICK! Semboi makes it 7-1 after Deshorn Brown tees him up for the finish.
— Bengaluru FC (@bengalurufc) February 12, 2020
7-1. (8-1 aggregate) #BFCvPFC #RoomForMore #WeAreBFC pic.twitter.com/SzUHMRNfOn67' ANOTHER HAT-TRICK! Semboi makes it 7-1 after Deshorn Brown tees him up for the finish.
— Bengaluru FC (@bengalurufc) February 12, 2020
7-1. (8-1 aggregate) #BFCvPFC #RoomForMore #WeAreBFC pic.twitter.com/SzUHMRNfOn