ETV Bharat / sports

এএফসি কাপে বসুন্ধরা কিংস, মাজিয়ার সঙ্গে রয় কৃষ্ণ-রা - AFC cup

চলতি বছরে এটিকে-মোহনবাগান নামে এএফসি কাপে খেলবে । এএফসি কাপের সূচি প্রকাশিত হতেই আন্তেনিও লোপেজ় হাবাস বলছেন আর্ন্তজাতিক আঙিনায় আকর্ষণীয় ম্যাচের অপেক্ষায় থাকবে তাঁর দল।

atk-mohunbagan
এএফসি কাপে বসুন্ধরা কিংস, মাজিয়ার সঙ্গে রয় কৃষ্ণ-রা
author img

By

Published : Jan 27, 2021, 10:39 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : চলতি বছরের এএফসি কাপে গ্রুপ ডি-তে এটিকে-মোহনবাগান । রয় কৃষ্ণদের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া এস অ্যান্ড আরসি । এছাড়াও সাউথ জ়োন প্লে অফ রাউন্ডের সেরা দলও ডি গ্রুপে খেলবে । 14মে থেকে গ্রুপ ডি এর খেলাগুলো হবে। এইবছর একই ভেনুতে ম্যাচ গুলো হবে ।

2019-20 সালের আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এএফসি কাপে । আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন এটিকের সঙ্গে গাটছড়া বাঁধে । চলতি বছরে এটিকে-মোহনবাগান নামে এএফসি কাপে খেলবে । এএফসি কাপের সূচি প্রকাশিত হতেই আন্তেনিও লোপেজ় হাবাস বলছেন আন্তর্জাতিক আঙিনায় আকর্ষণীয় ম্যাচের অপেক্ষায় থাকবে তাঁর দল।

আরও পড়ুন : ভুল শুধরে ফের জয়ের খোঁজে এটিকে মোহনবাগান

"এএফসি কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্রুপ লিগের খেলাগুলো আকর্ষণীয় হবে বলে আশা করছি। প্রতিটি দল শক্তিশালী। তাই সব দলকেই সমীহ করছি। তাই ম্যাচে নামার জন্য আমরা মুখিয়ে থাকব,"জানিয়েছেন এটিকে মোহনবাগানের হেডস্যার । এএফসি কাপের প্রস্তুতি নিয়ে কথা বলার পাশাপাশি হাবাস এখন আইএসএল নিয়ে মনসংযোগ করতে চাইছেন ।

কলকাতা, 27 জানুয়ারি : চলতি বছরের এএফসি কাপে গ্রুপ ডি-তে এটিকে-মোহনবাগান । রয় কৃষ্ণদের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া এস অ্যান্ড আরসি । এছাড়াও সাউথ জ়োন প্লে অফ রাউন্ডের সেরা দলও ডি গ্রুপে খেলবে । 14মে থেকে গ্রুপ ডি এর খেলাগুলো হবে। এইবছর একই ভেনুতে ম্যাচ গুলো হবে ।

2019-20 সালের আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এএফসি কাপে । আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন এটিকের সঙ্গে গাটছড়া বাঁধে । চলতি বছরে এটিকে-মোহনবাগান নামে এএফসি কাপে খেলবে । এএফসি কাপের সূচি প্রকাশিত হতেই আন্তেনিও লোপেজ় হাবাস বলছেন আন্তর্জাতিক আঙিনায় আকর্ষণীয় ম্যাচের অপেক্ষায় থাকবে তাঁর দল।

আরও পড়ুন : ভুল শুধরে ফের জয়ের খোঁজে এটিকে মোহনবাগান

"এএফসি কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্রুপ লিগের খেলাগুলো আকর্ষণীয় হবে বলে আশা করছি। প্রতিটি দল শক্তিশালী। তাই সব দলকেই সমীহ করছি। তাই ম্যাচে নামার জন্য আমরা মুখিয়ে থাকব,"জানিয়েছেন এটিকে মোহনবাগানের হেডস্যার । এএফসি কাপের প্রস্তুতি নিয়ে কথা বলার পাশাপাশি হাবাস এখন আইএসএল নিয়ে মনসংযোগ করতে চাইছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.