ETV Bharat / sports

আইএসএলে প্রথম জয় পাওয়াই লক্ষ্য পিলকিংটনদের

author img

By

Published : Dec 24, 2020, 10:13 PM IST

কেরালা ম্যাচের কথা মাথায় রেখে পিলকিংটন নতুনভাবে লক্ষ্য সাজাতে চাইছেন । বক্সিং ডে-তে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নায়িন এফসি । ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে দাঁড়িয়ে রয়েছে চেন্নায়িন । ইতিমধ্যে প্রতিপক্ষ সম্পর্কে নিজের হোমওয়ার্ক নিজের মতো করেছেন পিলকিংটন ।

প্রথম জয় পাওয়াই লক্ষ্য পিলকিংটনদের
প্রথম জয় পাওয়াই লক্ষ্য পিলকিংটনদের

কলকাতা, 24 ডিসেম্বর : বড়দিন পরিবারের সঙ্গে উদযাপন করা হয়নি ৷ তাই মন খারাপ ৷ তবে তা নিয়ে আক্ষেপ করার বদলে দলকে জয়ের স্বাদ দেওয়াই বেশি পছন্দ করবেন পিলকিংটন । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি । তবে এসসি ইস্টবেঙ্গলকে শেষ পর্যন্ত জয় উপহার দিতে পারেননি । ইনজুরি টাইমে গোল হজম আইএসএলে প্রথম জয় থেকে অল্পের জন্য ফিরিয়ে দিয়েছে লাল হলুদ ব্রিগেডকে ।

কেরালা ম্যাচের কথা মাথায় রেখে পিলকিংটন নতুন ভাবে লক্ষ্য সাজাতে চাইছেন । বক্সিং ডে তে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নায়িন এফসি । ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে দাঁড়িয়ে রয়েছে চেন্নায়িন । ইতিমধ্যে প্রতিপক্ষ সম্বন্ধে নিজের হোমওয়ার্ক নিজের মতো করেছেন পিলকিংটন । এই অবস্থায় দলকে চাঙ্গা করতে চান । যাতে তাঁরা কেরালা ম্যাচের পয়েন্ট হারানোর ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেন ।

ইতিমধ্যে দলের দুই তরুণ ফুটবলারের প্রশংসা করেছেন পিলকিংটন । অধিনায়ক ড্যানি ফক্সের প্রত্যাবর্তন দলের রক্ষণকে মজবুত করবে বলে মনে করেন । কারন ড্যানি ফক্সের অভিজ্ঞতা বড় সম্পদ‌ । কেরালার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছে । তবে পারফরম্যান্সের একাধিক ইতিবাচক দিক রয়েছে । যা থেকে চেন্নায়িন এফসির বিরুদ্ধে জয়ের রাস্তা খুঁজতে চান পিলকিংটন ।

আরও পড়ুন :- আইপিএল হবে 10 দলের, বোর্ডের বার্ষিক সভায় সিদ্ধান্ত

কেরালার বিরুদ্ধে নাম্বার নাইন বা ফলস নাইনের দায়িত্ব পালন করেছিলেন । নতুন অভিজ্ঞতা উপভোগ করেছেন । কোচের নির্দেশ পালন তার একমাত্র লক্ষ্য । তাই অভিযোগ না করে কোচের নির্দেশ পালন করে চেন্নাইয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলতে চান । দলের জয়ের খরার জন্য দেরিতে প্রস্তুতি শুরুর কথা বলেছেন পিলকিংটন । তবে তা অজুহাত হিসেবে দেখাতে চান না । আপাতত দ্রুত প্রত্যাশিত ছন্দ পাওয়া লক্ষ্য ।

কলকাতা, 24 ডিসেম্বর : বড়দিন পরিবারের সঙ্গে উদযাপন করা হয়নি ৷ তাই মন খারাপ ৷ তবে তা নিয়ে আক্ষেপ করার বদলে দলকে জয়ের স্বাদ দেওয়াই বেশি পছন্দ করবেন পিলকিংটন । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি । তবে এসসি ইস্টবেঙ্গলকে শেষ পর্যন্ত জয় উপহার দিতে পারেননি । ইনজুরি টাইমে গোল হজম আইএসএলে প্রথম জয় থেকে অল্পের জন্য ফিরিয়ে দিয়েছে লাল হলুদ ব্রিগেডকে ।

কেরালা ম্যাচের কথা মাথায় রেখে পিলকিংটন নতুন ভাবে লক্ষ্য সাজাতে চাইছেন । বক্সিং ডে তে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নায়িন এফসি । ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে দাঁড়িয়ে রয়েছে চেন্নায়িন । ইতিমধ্যে প্রতিপক্ষ সম্বন্ধে নিজের হোমওয়ার্ক নিজের মতো করেছেন পিলকিংটন । এই অবস্থায় দলকে চাঙ্গা করতে চান । যাতে তাঁরা কেরালা ম্যাচের পয়েন্ট হারানোর ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেন ।

ইতিমধ্যে দলের দুই তরুণ ফুটবলারের প্রশংসা করেছেন পিলকিংটন । অধিনায়ক ড্যানি ফক্সের প্রত্যাবর্তন দলের রক্ষণকে মজবুত করবে বলে মনে করেন । কারন ড্যানি ফক্সের অভিজ্ঞতা বড় সম্পদ‌ । কেরালার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছে । তবে পারফরম্যান্সের একাধিক ইতিবাচক দিক রয়েছে । যা থেকে চেন্নায়িন এফসির বিরুদ্ধে জয়ের রাস্তা খুঁজতে চান পিলকিংটন ।

আরও পড়ুন :- আইপিএল হবে 10 দলের, বোর্ডের বার্ষিক সভায় সিদ্ধান্ত

কেরালার বিরুদ্ধে নাম্বার নাইন বা ফলস নাইনের দায়িত্ব পালন করেছিলেন । নতুন অভিজ্ঞতা উপভোগ করেছেন । কোচের নির্দেশ পালন তার একমাত্র লক্ষ্য । তাই অভিযোগ না করে কোচের নির্দেশ পালন করে চেন্নাইয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলতে চান । দলের জয়ের খরার জন্য দেরিতে প্রস্তুতি শুরুর কথা বলেছেন পিলকিংটন । তবে তা অজুহাত হিসেবে দেখাতে চান না । আপাতত দ্রুত প্রত্যাশিত ছন্দ পাওয়া লক্ষ্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.