ETV Bharat / sports

বৃহস্পতিবার আসছেন মোহনবাগানের নতুন কোচ স্পেনের ভিকুনা - calcutta football league

বৃহস্পতিবার সকালে কলকাতায় কলকাতায় আসছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জোসে অ্যান্টিনিও ভিকুনা ।

বৃহস্পতিবার আসছেন মোহনবাগানের নতুন কোচ স্পেনের ভিকুনা
author img

By

Published : Jun 25, 2019, 10:28 PM IST


কলকাতা, 25 জুন : বৃহস্পতিবার সকালে কলকাতায় পা রাখছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জোসে অ্যান্টিনিও ভিকুনা । ফুটবল মহলে তিনি কিবু ভিকুনা নামে বেশি পরিচিত । শুধু তিনি নয় একই দিনে ভিকুনার সহকারী কোচ টমাজ় টেকরোজ় শহরে পা দিচ্ছেন ।

নতুন মরসুমে মোহনবাগানের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পরে কিবু ভিকুনা দ্রুত দলের হাল ধরতে চান । UEFA প্রোলাইসেন্স করা ভিকুনা পোল্যান্ডের প্রথম ডিভিশনের ক্লাবের দায়িত্ব সামলেছেন । মোহনবাগানকে তিনি ৪-৩-৩ ছকে খেলানোর কথা আগেই জানিয়েছেন । স্পেন ও পোলান্ডের ক্লাবে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

2012-13 মরসুমে ভিকুনার পোলিশ লিগ ও পোলিশ কাপ জয়ের নজির রয়েছে । 1986 সালে পোল্যান্ডের হয়ে মেক্সিকো বিশ্বকাপে কোচিং করানো জান উরবানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর । তাঁর কোচিংয়ে 2015 সালে লেখ পোজ়নান ক্লাব পোলিশ কাপ জিতেছিল । পোল্যান্ড ও স্প্যানিশ ক্লাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ভিকুনাকে কোচ হিসেবে পেয়ে খুশি মোহনবাগান ।

কলকাতায় পা দেওয়ার আগে ক্লাব সম্পর্কে সদস্য সমর্থকদের উৎসাহ আবেগের কথা জেনেছেন । এবার তা চোখে দেখবেন ।
ক্লাবের সহসচিব সৃঞ্জয় বসু বলেছেন, "ভিকুনার মত ব্যক্তিত্বকে কোচিং করানোর ব্যাপারে রাজি করাতে পেরে আমরা আনন্দিত । ভিকুনা স্বয়ং ভারতীয় ক্লাব দলের কোচের চ্যালেঞ্জ নিতে আগ্রহী ছিলেন ।
"

গত মরসুমে কোচ বদলেও সাফল্য আসেনি । ফলে শুধু কোচ বদল নয়, পুরো দলটাকেই নতুনভাবে গড়তে চাইছেন বাগান কর্তারা । সেই কাজ কোচ নিয়োগ করে শুরুটা করতে চেয়েছে তারা ।
ইস্টবেঙ্গলে কোচিং করাচ্ছেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । এবার মোহনবাগানের দায়িত্বে স্প্যানিশ কোচ । স্প্যানিশ ফুটবলের ঝলক দেখতে কলকাতা লিগের দর্শকরা অপেক্ষায় । তাই ডার্বিতেও স্প্যানিশ ফুটবল বুদ্ধির ঝলক দেখতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, তা বললে বোধহয় অত্যুক্তি হবে না ।


কলকাতা, 25 জুন : বৃহস্পতিবার সকালে কলকাতায় পা রাখছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জোসে অ্যান্টিনিও ভিকুনা । ফুটবল মহলে তিনি কিবু ভিকুনা নামে বেশি পরিচিত । শুধু তিনি নয় একই দিনে ভিকুনার সহকারী কোচ টমাজ় টেকরোজ় শহরে পা দিচ্ছেন ।

নতুন মরসুমে মোহনবাগানের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পরে কিবু ভিকুনা দ্রুত দলের হাল ধরতে চান । UEFA প্রোলাইসেন্স করা ভিকুনা পোল্যান্ডের প্রথম ডিভিশনের ক্লাবের দায়িত্ব সামলেছেন । মোহনবাগানকে তিনি ৪-৩-৩ ছকে খেলানোর কথা আগেই জানিয়েছেন । স্পেন ও পোলান্ডের ক্লাবে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

2012-13 মরসুমে ভিকুনার পোলিশ লিগ ও পোলিশ কাপ জয়ের নজির রয়েছে । 1986 সালে পোল্যান্ডের হয়ে মেক্সিকো বিশ্বকাপে কোচিং করানো জান উরবানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর । তাঁর কোচিংয়ে 2015 সালে লেখ পোজ়নান ক্লাব পোলিশ কাপ জিতেছিল । পোল্যান্ড ও স্প্যানিশ ক্লাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ভিকুনাকে কোচ হিসেবে পেয়ে খুশি মোহনবাগান ।

কলকাতায় পা দেওয়ার আগে ক্লাব সম্পর্কে সদস্য সমর্থকদের উৎসাহ আবেগের কথা জেনেছেন । এবার তা চোখে দেখবেন ।
ক্লাবের সহসচিব সৃঞ্জয় বসু বলেছেন, "ভিকুনার মত ব্যক্তিত্বকে কোচিং করানোর ব্যাপারে রাজি করাতে পেরে আমরা আনন্দিত । ভিকুনা স্বয়ং ভারতীয় ক্লাব দলের কোচের চ্যালেঞ্জ নিতে আগ্রহী ছিলেন ।
"

গত মরসুমে কোচ বদলেও সাফল্য আসেনি । ফলে শুধু কোচ বদল নয়, পুরো দলটাকেই নতুনভাবে গড়তে চাইছেন বাগান কর্তারা । সেই কাজ কোচ নিয়োগ করে শুরুটা করতে চেয়েছে তারা ।
ইস্টবেঙ্গলে কোচিং করাচ্ছেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । এবার মোহনবাগানের দায়িত্বে স্প্যানিশ কোচ । স্প্যানিশ ফুটবলের ঝলক দেখতে কলকাতা লিগের দর্শকরা অপেক্ষায় । তাই ডার্বিতেও স্প্যানিশ ফুটবল বুদ্ধির ঝলক দেখতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, তা বললে বোধহয় অত্যুক্তি হবে না ।

Intro:বৃহষ্পতিবার আসছেন মোহনবাগানের নতুন কোচ স্পেনের ভিকুনাও তাঁর সহকারী

কলকাতা,২৫জুনঃ বৃহষ্পতিবার সকালে কলকাতায় পা রাখছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জোসে অ্যান্টিনিও ভিকুনা। ফুটবল মহলে তিনি কিবু ভিকুনা নামে অধিক পরিচিত। শুধু তিনি নয় একই দিনে ভিকুনার সহকারী কোচ টমাজ টেকরোজ শহরে পা দিচ্ছেন। এই খবরে নিশ্চয়ই ময়দানের শুরু হতে চলা ফুটবল মরসুমে বাড়তি হাওয়া দেবে।
স্প্যানিশ কোচের হাত ধরেই নতুন মরসুমে সাফল্যের খোঁজে মোহনবাগান। নতুন মরসুমে মোহনবাগানের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পরে কিবু ভিকুনা দ্রুত দলের হাল ধরতে চান। ৪৭ বছর বয়সি উয়েফা প্রোলাইসেন্স করা ভিকুনা পোল্যান্ডের প্রথম ডিভিশনের ক্লাবের দায়িত্ব সামলেছেন। মোহনবাগানকে তিনি ৪-৩-৩ ছকে খেলানোর কথা আগেই জানিয়েছেন। স্পেন ও পোলান্ডের ক্লাবে কোচিং করার অভিঞ্জতা রয়েছে তাঁর। ২০১২—১৩ মরসুমে ভিকুনার কোচিংয়ে ক্লাব পোলিশ লিগ ও পোলিশ কাপ জয়ের নজির রয়েছে। ১৯৮৬ সালের পোল্যান্ডের হয়ে মেক্সিকো বিশ্বকাপে কোচিং করানো জান উরবানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কোচিং করতে এসে ২০১৫ সালে লেখ পোজনান ক্লাবের হয়ে পোলিশ কাপ জিতেছিলেন। পোল্যান্ড ও স্প্যানিশ ক্লাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ভিকুনাকে কোচ হিসেবে পেয়ে খুশি মোহনবাগান। কলকাতায় পা দেওয়ার আগে ক্লাব সম্পর্কে সদস্য সমর্থকদের উৎসাহ আবেগের কথা জেনেছেন। এবার তা চোখে দেখবেন।
সহসচিব সৃঞ্জয় বসু বলেছেন ভিকুনার মত ব্যক্তিত্বকে কোচিং করানোর ব্যাপারে রাজি করাতে পেরে তারা আনন্দিত। ভিকুনা স্বয়ং ভারতীয় ক্লাব দলের কোচের চ্যালেঞ্জ নিতে আগ্রহী ছিলেন।
গত মরসুমে কোচ বদলেও সাফল্য আসেনি। ফলে শুধু কোচ বদল নয়,পুরো দলটাকেই নতুনভাবে গড়তে চাইছেন বাগান কর্তারা। সেই কাজ কোচ নিয়োগ করে শুরুটা করতে চেয়েছে তারা।
ইস্টবেঙ্গলে কোচিং করাচ্ছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। এবার মোহনবাগানের দায়িত্বে স্প্যানিশ কোচ। তিনি দায়িত্ব নিতে শহরে পা রাখছেন। আলেয়ান্দ্রোও কয়েকদিনের মধ্যে শহরে আসবেন। স্প্যানিশ ফুটবলের ঝলক দেখতে কলকাতা লিগের দর্শকরা অপেক্ষায়। তাই ডার্বিতেও স্প্যানিশ ফুটবল বুদ্ধির ঝলক দেখতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, তা এখনই বললে বোধহয় অত্যুক্তি হবে না।Body:MbConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.