কলকাতা, 20 অগাস্ট : ডুরান্ডের শেষ চারে গোকুলম কেরালার বিরুদ্ধে দল নামানোর আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ৷ এবার তার নজর ট্রফির দিকে ৷
বুধবার ডুরান্ডের প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলাম এফসি । চলতি ডুরান্ড কাপে যে কটি দল পূর্ণ শক্তি নিয়ে খেলতে নেমেছে তাদের মধ্যে গোকুলম অন্যতম । প্রতিপক্ষ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা জানা রয়েছে লাল হলুদ হেডস্যারের । তা নিয়ে বাড়তি না ভেবে নিজের দলের শক্তি ও দুর্বলতার ওপর নজর দিতে চান তিনি ।
গ্রুপ পর্বের তিনটে ম্যাচে জয় পেয়ে শেষ চারে জায়াগা পাকা করেছে বিদ্যাসাগর, কোলাডো, বোরহারা । ছেলেদের পারফরম্যান্সে যে তিনি খুশি তা আগেই বলেছিলেন লাল-হলুদ কোচ ৷ ভালো খেলার পাশাপাশি ফুটবলারদের হার না মানা মনোভাব বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে লাল-হলুদ শিবিরে ৷
ডুরান্ড কাপের সেমিফাইনালে নামার আগে আলেয়ান্দ্রো কিছুটা দার্শনিক মন্ত্যব্য করেন ৷ তিনি বলেন ," বুধবারের ম্যাচটা শুধুই আমাদের কাছে একটা ম্যাচ । যার জয় পরাজয়ে পৃথিবী শেষ হয়ে যাবে না । তবে আমরা প্রতিযোগিতার বাকি দুটো ম্যাচ জিততে চাই । তাই ট্রফির ভাবনা নয় জয়ের ভাবনাই আমার দলের কাছে সবার আগে।"
এক বছর ইস্টবেঙ্গলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন । হার্ড টাস্ক মাস্টার হিসেবে নাম কুড়িয়েছেন । আজ অনুশীলন শেষে অন্য মেজাজে ধরা দিলেন আলেজা়ন্দ্রো । হালকা মেজাজে আলেয়ান্দ্রো আড্ডা মারলেন সমর্থকদের সঙ্গে । শহর কলকাতার ফুটবল প্রীতি, সদস্য-সমর্থকদের ক্লাব ঘিরে উন্মাদনা, মুখোরোচক খাবারের সমাহার চেখে দেখার কথা বললেন ।