ETV Bharat / sports

পদ্মশ্রীর জন্য আইএম বিজয়নের নাম পাঠাল ফেডারেশন

author img

By

Published : Jun 18, 2020, 3:34 AM IST

পদ্মশ্রী পুরস্কারের জন্য দেশের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার আইএম বিজয়নের নাম পাঠাল AIFF ৷

পদ্মশ্রীর জন্য আইএম বিজয়নের নাম পাঠাল ফেডারেশন
পদ্মশ্রীর জন্য আইএম বিজয়নের নাম পাঠাল ফেডারেশন

দিল্লি, 17 জুন: পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত আইএম বিজয়ন ৷ দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মানের জন্য ক্রীড়ামন্ত্রকের কাছে 51 বছরের বিজয়নের নাম পাঠিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন ৷ জানিয়েছেন ফেডারেশনের এক কর্তা ৷

ভারতীয় ফুটবল জগত তাঁর ফুটবল নৈপুণ্য দেখেছে৷ কেরলের ত্রিশূরের এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে নেতৃত্বও দিয়েছেন ৷ 1992, 1997 ও 2000-তিন বছর ফেডারেশনের বর্ষসেরা পুরস্কার জিতেছেন বিজয়ন ৷ তাঁকে দেশের সবচেয়ে স্কিলফুল ফুটবলার ধরা হয় ৷ ভারতীয় ফুটবলে তাঁর অবদানের কারণেই পদ্মশ্রী পুরস্কারের জন্য বিজয়নের নাম মনোনীত করেছে AIFF ৷

কেরলের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা বিজয়নের উত্থান অনুপ্রেরণা জোগানোর মতো ৷ ত্রিশূরের কর্পোরেশন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালীন সোডা ও সিগারেট বিক্রি করতেন ৷ 17 বছর বয়সে কেরালা পুলিশ ফুটবল ক্লাবের হয়ে কেরিয়ার শুরু করেন বিজয়ন ৷ এরপর একে একে মোহনবাগান, কোচি FC, JCT, চার্চিল ব্রাদার্স এবং ইস্টবেঙ্গলের হয়ে খেলেন ৷ একসময় ফুটবল ম্যাচে সিগারেট বিক্রি করা ছেলেটাই একদিন দেশের সর্বোচ্চ আয় করা ফুটবলারে পরিণত হন ৷

1989 সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় কেরালার এই ফুটবলারের ৷ দেশের জার্সি গায়ে 66টি ম্যাচ খেলে 40টি গোল করেছেন তিনি ৷ 1999 সালে দক্ষিণ এশিয়া গেমসে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকের নজিরও রয়েছে ৷ 2006 সালে ফুটবল থেকে অবসর নেন বিজয়ন ৷

দিল্লি, 17 জুন: পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত আইএম বিজয়ন ৷ দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মানের জন্য ক্রীড়ামন্ত্রকের কাছে 51 বছরের বিজয়নের নাম পাঠিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন ৷ জানিয়েছেন ফেডারেশনের এক কর্তা ৷

ভারতীয় ফুটবল জগত তাঁর ফুটবল নৈপুণ্য দেখেছে৷ কেরলের ত্রিশূরের এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে নেতৃত্বও দিয়েছেন ৷ 1992, 1997 ও 2000-তিন বছর ফেডারেশনের বর্ষসেরা পুরস্কার জিতেছেন বিজয়ন ৷ তাঁকে দেশের সবচেয়ে স্কিলফুল ফুটবলার ধরা হয় ৷ ভারতীয় ফুটবলে তাঁর অবদানের কারণেই পদ্মশ্রী পুরস্কারের জন্য বিজয়নের নাম মনোনীত করেছে AIFF ৷

কেরলের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা বিজয়নের উত্থান অনুপ্রেরণা জোগানোর মতো ৷ ত্রিশূরের কর্পোরেশন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালীন সোডা ও সিগারেট বিক্রি করতেন ৷ 17 বছর বয়সে কেরালা পুলিশ ফুটবল ক্লাবের হয়ে কেরিয়ার শুরু করেন বিজয়ন ৷ এরপর একে একে মোহনবাগান, কোচি FC, JCT, চার্চিল ব্রাদার্স এবং ইস্টবেঙ্গলের হয়ে খেলেন ৷ একসময় ফুটবল ম্যাচে সিগারেট বিক্রি করা ছেলেটাই একদিন দেশের সর্বোচ্চ আয় করা ফুটবলারে পরিণত হন ৷

1989 সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় কেরালার এই ফুটবলারের ৷ দেশের জার্সি গায়ে 66টি ম্যাচ খেলে 40টি গোল করেছেন তিনি ৷ 1999 সালে দক্ষিণ এশিয়া গেমসে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকের নজিরও রয়েছে ৷ 2006 সালে ফুটবল থেকে অবসর নেন বিজয়ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.