ETV Bharat / sports

সুপার কাপ না খেলার শাস্তি, ক্লাব জোটের ক্লাবগুলোকে আর্থিক জরিমানা AIFF-র - football

সুপার কাপ না খেলে বড় জরিমানার মুখে আই লিগের ক্লাব জোট, মোহনবাগানের জরিমানা ঠিক করতে পাঠান হল অরব্রিটেশনে

AIFF
author img

By

Published : May 17, 2019, 11:23 AM IST

কলকাতা, 17 মে : বড় শাস্তির মুখে পড়ল আই লিগের ক্লাবগুলো । সুপারকাপে অংশ গ্রহণ না করায় ক্লাব গুলোকে আর্থিক জরিমানা করল AIFF-এর ডিসিপ্লিনারি কমিটি। তবে ফুটবলের কথা মাথায় রেখে তাদের নির্বাসিত করা হয়নি। মিনার্ভা পঞ্জাব, আইজ়ল এফসি, চার্চিল ব্রাদার্স, গোকুলম কেরালা, নেরোকা সহ পাঁচ ক্লাবকে দশ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে ।

এদিকে বাংলার দুই ক্লাবের জন্য শাস্তি বদলেছে । ইস্টবেঙ্গলকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে । কারণ ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপে খেলতে চাইলেও বিনিয়োগকারী সংস্থা খেলতে রাজি হয়নি । তাই ইস্টবেঙ্গলের ইচ্ছে থাকলেও ভুবনেশ্বরে অনুষ্ঠিত সুপার কাপে অংশ নেওয়া হয়নি । তাঁদের শাস্তি অর্ধেক মকুব করা হয়েছে ।

মোহনবাগান সুপার কাপে খেলার জন্য নামই নথিভুক্ত করেনি । তাই তাদের শাস্তির পরিমাণ কী হওয়া উচিত তা ঠিক করতে বিষয়টি অরব্রিটেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি।

ভারতীয় ফুটবলের রোডম্যাপ জানতে চেয়ে আই লিগের সাতটি ক্লাব জোটবদ্ধ হয়েছিল । ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠক করার দাবি তুলেছিল । ক্লাব জোটের দাবি মেনে ফেডারেশন প্রেসিডেন্ট এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠক করার আশ্বাস দিয়েছিলেন, এবং জোটে থাকা ক্লাবগুলোকে তিনি সুপার কাপে সুপার কাপে খেলার অনুরোধ করেছিলেন । কিন্তু ক্লাব জোট সুপার কাপ না খেলার সিদ্ধান্তে অনড় ছিল। তাদের এই অনড় মনোভাবের জন্য ফেডারেশন সভাপতি বৈঠকে না বসে শাস্তির পক্ষে মত দিয়েছিলেন ।

মরশুম শেষ হতেই দলবদলের বাজার সরগরম । নেরোকা FC-র নাওরেম সিংকে দলে নিল ইস্টবেঙ্গল । কুড়ি বছর বয়সি ফরোয়ার্ডকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করল লাল হলুদ । বয়স কম, প্রতিভাবান ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সবুজ সংকেত পাওয়ার পর তাঁকে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেন কোয়েস ইস্টবেঙ্গলের রিক্রুটাররা ।

ধীরে ধীরে দল গোছানোর কাজ করছে লাল হলুদ । যাদের দলে নেওয়া হচ্ছে তাদের দীর্ঘমেয়াদি চুক্তিতেই দলে নেওয়া হচ্ছে । নাওরেম সিংকে দলে নেওয়া সেই পরিকল্পনার ফসল । ইতিমধ্যে ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের দুই প্রতিশ্রুতিমান ফুটবলার পিন্টু মাহাত এবং অরিজিৎ বাগুইকে খেলার প্রস্তাব দিয়েছে । শোনা যাচ্ছে দুজনের লাল হলুদ জার্সি পড়া সময়ের অপেক্ষা।

মোহনবাগানের কাছে এই দুই ফুটবলারের চার মাসের বকেয়া রয়েছে । সেই টাকা না পাওয়া পর্যন্ত পিন্টু এবং অরিজিৎ দলবদলের বিষয়টি প্রকাশ্যে আনতে রাজি হচ্ছেন না । দলবদলে টেক্কা দিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের তারকা সাইডব্যাক চুলোভাকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে । এদিকে আবার চুলোভার কাছে ইতিমধ্যেই ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি চেন্নাইয়ান FC-র প্রস্তাব রয়েছে । তবে চুলোভাকে ধরে রাখতে মরিয়া এবং আশাবাদী ইস্টবেঙ্গল ।

কলকাতা, 17 মে : বড় শাস্তির মুখে পড়ল আই লিগের ক্লাবগুলো । সুপারকাপে অংশ গ্রহণ না করায় ক্লাব গুলোকে আর্থিক জরিমানা করল AIFF-এর ডিসিপ্লিনারি কমিটি। তবে ফুটবলের কথা মাথায় রেখে তাদের নির্বাসিত করা হয়নি। মিনার্ভা পঞ্জাব, আইজ়ল এফসি, চার্চিল ব্রাদার্স, গোকুলম কেরালা, নেরোকা সহ পাঁচ ক্লাবকে দশ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে ।

এদিকে বাংলার দুই ক্লাবের জন্য শাস্তি বদলেছে । ইস্টবেঙ্গলকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে । কারণ ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপে খেলতে চাইলেও বিনিয়োগকারী সংস্থা খেলতে রাজি হয়নি । তাই ইস্টবেঙ্গলের ইচ্ছে থাকলেও ভুবনেশ্বরে অনুষ্ঠিত সুপার কাপে অংশ নেওয়া হয়নি । তাঁদের শাস্তি অর্ধেক মকুব করা হয়েছে ।

মোহনবাগান সুপার কাপে খেলার জন্য নামই নথিভুক্ত করেনি । তাই তাদের শাস্তির পরিমাণ কী হওয়া উচিত তা ঠিক করতে বিষয়টি অরব্রিটেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি।

ভারতীয় ফুটবলের রোডম্যাপ জানতে চেয়ে আই লিগের সাতটি ক্লাব জোটবদ্ধ হয়েছিল । ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠক করার দাবি তুলেছিল । ক্লাব জোটের দাবি মেনে ফেডারেশন প্রেসিডেন্ট এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠক করার আশ্বাস দিয়েছিলেন, এবং জোটে থাকা ক্লাবগুলোকে তিনি সুপার কাপে সুপার কাপে খেলার অনুরোধ করেছিলেন । কিন্তু ক্লাব জোট সুপার কাপ না খেলার সিদ্ধান্তে অনড় ছিল। তাদের এই অনড় মনোভাবের জন্য ফেডারেশন সভাপতি বৈঠকে না বসে শাস্তির পক্ষে মত দিয়েছিলেন ।

মরশুম শেষ হতেই দলবদলের বাজার সরগরম । নেরোকা FC-র নাওরেম সিংকে দলে নিল ইস্টবেঙ্গল । কুড়ি বছর বয়সি ফরোয়ার্ডকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করল লাল হলুদ । বয়স কম, প্রতিভাবান ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সবুজ সংকেত পাওয়ার পর তাঁকে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেন কোয়েস ইস্টবেঙ্গলের রিক্রুটাররা ।

ধীরে ধীরে দল গোছানোর কাজ করছে লাল হলুদ । যাদের দলে নেওয়া হচ্ছে তাদের দীর্ঘমেয়াদি চুক্তিতেই দলে নেওয়া হচ্ছে । নাওরেম সিংকে দলে নেওয়া সেই পরিকল্পনার ফসল । ইতিমধ্যে ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের দুই প্রতিশ্রুতিমান ফুটবলার পিন্টু মাহাত এবং অরিজিৎ বাগুইকে খেলার প্রস্তাব দিয়েছে । শোনা যাচ্ছে দুজনের লাল হলুদ জার্সি পড়া সময়ের অপেক্ষা।

মোহনবাগানের কাছে এই দুই ফুটবলারের চার মাসের বকেয়া রয়েছে । সেই টাকা না পাওয়া পর্যন্ত পিন্টু এবং অরিজিৎ দলবদলের বিষয়টি প্রকাশ্যে আনতে রাজি হচ্ছেন না । দলবদলে টেক্কা দিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের তারকা সাইডব্যাক চুলোভাকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে । এদিকে আবার চুলোভার কাছে ইতিমধ্যেই ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি চেন্নাইয়ান FC-র প্রস্তাব রয়েছে । তবে চুলোভাকে ধরে রাখতে মরিয়া এবং আশাবাদী ইস্টবেঙ্গল ।

Intro:নতুন মরসুমে খোলা মনে ব্যাট করতে চান মনোজ তিওয়ারি। তারজন্য বাংলার নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও তার আপত্তি নেই। বৃহস্পতিবার ইডেনে সিনিয়র নক আউট টুর্নামেন্ট ফাইনালে কালিঘাটকে হারানোর পরে একথা জানিয়েছেন তিনি। গত মরসুমে বাংলা দলের ব্যর্থতার পরে মনোজ তিওয়ারির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।


Body:আশা জাগিয়েও বাংলা ব্যর্থ। বিজয় হাজারে, রঞ্জি ট্রফি, মুস্তাক আলি টি টোয়েন্টি ট্রফিতে ব্যর্থতার কারণ হিসেবে আলোচনা র কেন্দ্রে মনোজ তিওয়ারি অধিনায়কত্ব এবং ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে কোচ সাইরাজ বাহুতুলে কোচিং সমালোচনার কেন্দ্রে। নতুন মরসুমে বাংলা দলকে গড়ার কথা বলেছেন অরুনলাল। সিএবি র অন্দরে অরুনলালের সমর্থক সংখ্যা অনেক। সভাপতি সৌরভ গাঙ্গুলি স্বয়ং বাংলা দলকে নতুনভাবে গোছাতে চাইছেন। সেই কারনে রিদ্ধিমান সাহাকে নতুন মরসুমে অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হয়েছে। যা গ্রহণ করতে রাজি নন রিদ্ধিমান স্বয়ং। দল পরিচালনা নিয়ে বিতর্কের খবর মনোজ তিওয়ারি র কানে গিয়েছে। কোনও রাখঢাক না করে তিনি বলেছেন অধিনায়কত্ব চলে গেলে তিনি ভেঙে পড়বেন না। বরং বাড়তি দায়িত্ব সরে গেলে খোলা মনে ব্যাটিং করতে পারবেন বলে জানিয়েছেন। গত মরসুমে ব্যর্থতার জন্য বেশ কয়েকটি কারনকে সামনে তুলে ধরতে চান। খোলা মনে ব্যাট করার কথা বললেও মনোজ জানিয়েছেন তিনি পলায়নি মানসিকতার ক্রিকেটার নন। নেতৃত্বে থাকুন বা না থাকুন বাংলাকে সাহায্য করা পাখির চোখ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.