ETV Bharat / sports

Yuvraj on Multan Test : মুলতানে সচিনকে দু'শো করতে দেওয়া হয়নি, দেড় যুগ পর মুখ খুললেন যুবরাজ - India could have declared after Tendulkar got his 200 in Multan Test

মুলতানের ওই টেস্টে লিটল মাস্টারের ব্যক্তিগত 194 রানের মাথায় হঠাৎ করেই দলের ইনিংস ডিক্লেয়ার করে বসেন অধিনায়ক রাহুল দ্রাবিড় ৷ 18 বছর পর যুবরাজ সিং সাফ জানিয়ে দিলেন, ওই ম্যাচে সচিন দু'শো রানের গণ্ডি পেরোনোর পরেই ইনিংস ডিক্লেয়ার করা উচিৎ ছিল (India could have declared after Tendulkar got his 200) ৷

Multan Test
মুলতানে সচিনকে দু'শো করতে দেওয়া হয়নি
author img

By

Published : May 7, 2022, 12:51 PM IST

মুম্বই, 7 মে : ঠিক 18 বছর আগের মুলতান টেস্ট নিয়ে উত্তাল হয়েছিল ভারতীয় ক্রিকেট ৷ 2004 সালে পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচের প্রথম ইনিংসে 309 রানের বিশাল ইনিংস গড়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ তারপরে বড় রানের দিকে এগোচ্ছিলেন সচিন তেন্ডুলকরও ৷ কিন্তু লিটল মাস্টারের ব্যক্তিগত 194 রানের মাথায় হঠাৎ করেই দলের ইনিংস ডিক্লেয়ার করে বসেন অধিনায়ক রাহুল দ্রাবিড় ৷ দেড় যুগ পর যা নিয়ে মুখ খুললেন যুবরাজ সিং ৷ সাফ জানিয়ে দিলেন, ওই ম্যাচে সচিন দু'শো রানের গণ্ডি পেরোনোর পরেই ইনিংস ডিক্লেয়ার করা উচিৎ ছিল দ্রাবিড়ের (India could have declared after Tendulkar got his 200 in Multan Test) ৷

পাকিস্তানের বিরুদ্ধে ওই টেস্টের প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করেছিল ভারত ৷ মাত্র 6 রানে রাহুল দ্রাবিড় প্যাভিলিয়নে ফেরার পর দলের হাল ধরেন সেহওয়াগ-তেন্ডুলকর জুটি ৷ ব্যক্তিগত তিন'শো রানের বিরাট ইনিংস গড়ে ক্রিজ ছাড়েন ‘মুলতান কা সুলতান’ ৷ তারপরে 29 রানের মাথায় লক্ষ্মণ আউট হলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সচিন-যুবরাজ ৷

দলের 675 রানের মাথায় ইমরান ফারহাতের বলে আউট হন যুবরাজ ৷ পার্থিব পটেলকে আর ক্রিজে নামার সুযোগ দেননি দ্রাবিড় ৷ দলের ইনিংস ডিক্লেয়ার করে দেন ৷ ফলে ডবল সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরেই থেমে যায় দলের রান-মেশিনের ইনিংস ৷ যা নিয়ে তীব্র জলঘোলা হয়েছিল ক্রিকেট মহলে ৷ অনেকের দাবি ছিল, অনেকক্ষণ থেকেই ডিক্লেয়ার করার বার্তা দিচ্ছিলেন দ্রাবিড় ৷ ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার জন্য সচিনকে আরেকটু দ্রুত রান করতে হত ৷ অন্যদিকে, আরেক দলের বক্তব্য ছিল, আর দু-তিন ওভার পেলেই দু'শোর গণ্ডি পেরোতেন সচিন ৷ 18 বছর পর সেই দ্বিতীয় বক্তব্যেই সিলমোহর দিলেন দলের অন্যতম খেলোয়াড় ৷

আরও পড়ুন : শেষ ওভারে নাটকীয় মোড়, ফার্স্ট বয়কে হারিয়ে দ্বিতীয় জয় মুম্বইয়ের

যুবরাজ বলেন, ‘‘দু'টো ওভার পেলেই 6 রান করে ফেলত সচিন ৷ সেদিন ইনিংস ডিক্লেয়ার করার পর আমরা বলও করেছিলাম ৷ ফলে সচিনের জন্য আরেকটু অপেক্ষা করাই যেত ৷’’

মুম্বই, 7 মে : ঠিক 18 বছর আগের মুলতান টেস্ট নিয়ে উত্তাল হয়েছিল ভারতীয় ক্রিকেট ৷ 2004 সালে পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচের প্রথম ইনিংসে 309 রানের বিশাল ইনিংস গড়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ তারপরে বড় রানের দিকে এগোচ্ছিলেন সচিন তেন্ডুলকরও ৷ কিন্তু লিটল মাস্টারের ব্যক্তিগত 194 রানের মাথায় হঠাৎ করেই দলের ইনিংস ডিক্লেয়ার করে বসেন অধিনায়ক রাহুল দ্রাবিড় ৷ দেড় যুগ পর যা নিয়ে মুখ খুললেন যুবরাজ সিং ৷ সাফ জানিয়ে দিলেন, ওই ম্যাচে সচিন দু'শো রানের গণ্ডি পেরোনোর পরেই ইনিংস ডিক্লেয়ার করা উচিৎ ছিল দ্রাবিড়ের (India could have declared after Tendulkar got his 200 in Multan Test) ৷

পাকিস্তানের বিরুদ্ধে ওই টেস্টের প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করেছিল ভারত ৷ মাত্র 6 রানে রাহুল দ্রাবিড় প্যাভিলিয়নে ফেরার পর দলের হাল ধরেন সেহওয়াগ-তেন্ডুলকর জুটি ৷ ব্যক্তিগত তিন'শো রানের বিরাট ইনিংস গড়ে ক্রিজ ছাড়েন ‘মুলতান কা সুলতান’ ৷ তারপরে 29 রানের মাথায় লক্ষ্মণ আউট হলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সচিন-যুবরাজ ৷

দলের 675 রানের মাথায় ইমরান ফারহাতের বলে আউট হন যুবরাজ ৷ পার্থিব পটেলকে আর ক্রিজে নামার সুযোগ দেননি দ্রাবিড় ৷ দলের ইনিংস ডিক্লেয়ার করে দেন ৷ ফলে ডবল সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরেই থেমে যায় দলের রান-মেশিনের ইনিংস ৷ যা নিয়ে তীব্র জলঘোলা হয়েছিল ক্রিকেট মহলে ৷ অনেকের দাবি ছিল, অনেকক্ষণ থেকেই ডিক্লেয়ার করার বার্তা দিচ্ছিলেন দ্রাবিড় ৷ ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার জন্য সচিনকে আরেকটু দ্রুত রান করতে হত ৷ অন্যদিকে, আরেক দলের বক্তব্য ছিল, আর দু-তিন ওভার পেলেই দু'শোর গণ্ডি পেরোতেন সচিন ৷ 18 বছর পর সেই দ্বিতীয় বক্তব্যেই সিলমোহর দিলেন দলের অন্যতম খেলোয়াড় ৷

আরও পড়ুন : শেষ ওভারে নাটকীয় মোড়, ফার্স্ট বয়কে হারিয়ে দ্বিতীয় জয় মুম্বইয়ের

যুবরাজ বলেন, ‘‘দু'টো ওভার পেলেই 6 রান করে ফেলত সচিন ৷ সেদিন ইনিংস ডিক্লেয়ার করার পর আমরা বলও করেছিলাম ৷ ফলে সচিনের জন্য আরেকটু অপেক্ষা করাই যেত ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.