ETV Bharat / sports

করোনায় আক্রান্ত ঋদ্ধিমান সাহা - ঋদ্ধিমানের করোনা

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷ ম্যাচের আগে ঋদ্ধির করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর আসে ৷

wriddhiman saha
wriddhiman saha
author img

By

Published : May 4, 2021, 1:03 PM IST

Updated : May 4, 2021, 2:17 PM IST

নয়াদিল্লি, 4 মে : করোনায় আক্রান্ত বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ৷ একই সঙ্গে দিল্লি ক্যাপিটালসের লেগ স্পিনার অমিত মিশ্রও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ ঋদ্ধিমান ও অমিত মিশ্রর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই তড়িঘড়ি আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷ ম্যাচের আগে ঋদ্ধির করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর আসে ৷ তাঁকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ অন্যদিকে অমিত মিশ্র দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এইমুহূর্তে আমেদাবাদে রয়েছেন ৷ ঋদ্ধির সঙ্গেই এই অভিজ্ঞ লেগ স্পিনারের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ ফলে দুটি টিমেরই ক্রিকেটার ও অন্যান্য সদস্যদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : করোনার থাবায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের আইপিএল

তবে শুধু ঋদ্ধিমান ছাড়া সানরাইজার্সের বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ জানানো হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষের তরফে ৷

নয়াদিল্লি, 4 মে : করোনায় আক্রান্ত বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ৷ একই সঙ্গে দিল্লি ক্যাপিটালসের লেগ স্পিনার অমিত মিশ্রও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ ঋদ্ধিমান ও অমিত মিশ্রর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই তড়িঘড়ি আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷ ম্যাচের আগে ঋদ্ধির করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর আসে ৷ তাঁকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ অন্যদিকে অমিত মিশ্র দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এইমুহূর্তে আমেদাবাদে রয়েছেন ৷ ঋদ্ধির সঙ্গেই এই অভিজ্ঞ লেগ স্পিনারের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ ফলে দুটি টিমেরই ক্রিকেটার ও অন্যান্য সদস্যদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : করোনার থাবায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের আইপিএল

তবে শুধু ঋদ্ধিমান ছাড়া সানরাইজার্সের বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ জানানো হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষের তরফে ৷

Last Updated : May 4, 2021, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.