মেলবোর্ন, 20 মার্চ : 30 মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্পিনের জাদুকরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে অস্ট্রেলিয়া ৷ প্রিয় ওয়ার্নির স্মৃতিচারণে উপস্থিত থাকতে পারেন সেদেশের প্রধানমন্ত্রী স্কট মরিসনও ৷ তার আগে রুদ্ধদ্বার শেষকৃত্যে স্পিনের জাদুকরকে বিদায় জানালেন আত্মীয়-পরিজনেরা ৷ এদিন মেলবোর্নে হাতেগোনা কয়েকজন মিলেই শেন কিথ ওয়ার্নের শেষকৃত্য সারলেন (Shane Warne Private Funeral at Melbourne) ৷
মেলবোর্নের সেন্ট কিলদা ফুটবল ক্লাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ন ঘনিষ্ঠ মাত্র 80 জন ৷ তাঁর তিন সন্তান, বাবা-মা, অন্তরঙ্গ বন্ধুরা ছা়ড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বর্ডার ৷ ছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও ৷ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় প্রাক্তন প্রেমিকের শেষকৃত্যে থাকতে পারেননি এলিজাবেথ হার্লি ৷ ইনস্টাগ্রামে পোস্ট করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী ৷
4 মার্চ তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন ৷ সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন অজি লেজেন্ড ৷ বেশ কয়েকদিন কেটে যাওয়ায় এদিন তাঁর কফিনের ঢাকনা খোলা হয়নি ৷ কফিনবন্দি অবস্থাতেই সারা হয়েছে শেষকৃত্য ৷
আরও পড়ুন : উদ্দাম যৌনতা, বিয়ার, চেন স্মোকিং... ওয়ার্নের জীবন যেন আক্ষরিক অর্থেই 'মন্দ ছেলের উপাখ্যান'
ইতিমধ্যেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বসেছে ওয়ার্নের আবক্ষ মূর্তি ৷ তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর অনুরাগীরা ৷ 30 মার্চ সেখানে দেখানো হবে 1994 সালে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক, 2006 সালে বক্সিং ডে-তে 700তম টেস্ট উইকেট-সহ ওয়ার্নের আইকনিক বোলিং মুহূর্তের বিভিন্ন দৃশ্য ৷ ওয়ার্নের সম্মানে গ্রাউন্ডের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নামকরণও করা হবে তাঁর নামে ।