ETV Bharat / sports

ICC Men T20I Team: আইসিসি’র বর্ষসেরা টি-20 একাদশে ভারতের তিন

2022 সালে আইসিসি টি-20 আন্তর্জাতিকের সেরা একাদশে (ICC Men T20I Team 2022) জায়গা করে নিলেন বিরাট কোহলি ৷ সেই সঙ্গে সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সেই তালিকায় রয়েছেন ৷

ICC Men T20I Team 2022 ETV BHARAT
ICC Men T20I Team 2022
author img

By

Published : Jan 23, 2023, 6:51 PM IST

দুবাই, 23 জানুয়ারি: সোমবার টি-20 আন্তর্জাতিকের 2022 সালের বার্ষিক দল ঘোষণা করল আইসিসি ৷ যে দলে জায়গা করে নিলেন বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ৷ সেই দলের অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ৷ পাকিস্তানের মহম্মদ রিজওয়ান জায়গা করে নিয়েছেন দ্বিতীয় ওপেনার হিসেবে ৷ জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা এই দলে জায়গা করে নিয়েছেন ৷

আইসিসি-র তরফে এদিন একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘দুর্ধর্ষ 11 জন খেলোয়াড়কে নিয়ে আইসিসি-র বার্ষিক দল বাছাই করা হয়েছে ৷ যাঁরা পারফরম্যান্সের নিরিখে সবদিক থেকে সেরা ৷ তা সে ব্যাটে, বলে বা অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে একটি ক্যালেন্ডার ইয়ারে দুর্ধর্ষ খেলেছেন, তাঁদের এই দলে রাখা হয়েছে ৷ দেখে নেওয়া যাক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে সেই 11 জন ক্রিকেটারের গত বছরের পারফরম্যান্স ৷

বিরাট কোহলি

এছাড়াও রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ 2022-এর শেষদিকে বিরাট ফের একবার নিজের ব্যাটিং ক্লাস দেখিয়েছেন ৷ এশিয়া কাপ টি-20’তে আন্তর্জাতিক টি-20’র প্রথম সেঞ্চুরি করেন বিরাট ৷ তিন বছরের সেঞ্চুরির খরা কেটেছিল এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৷ এর পর অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে 276 রান করেন ৷ যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ৷ আর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 82 রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস বিরাটের কেরিয়ারের অন্যতম সেরাগুলির একটি ৷

সূর্যকুমার যাদব

2022 সাল আরও এক ভারতীয় মিডল অর্ডার ব্যাটারের জন্য স্বপ্নের মতো ছিল ৷ যা এখনও জারি রয়েছে ৷ ‘দ্য স্কাই’, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৷ একটি ক্রিকেট ক্যালেন্ডারে টি-20 আন্তর্জাতিকে বছরে এক হাজারের উপর রান করা দ্বিতীয় ব্যাটার তিনি ৷ মোট 1164 রান করেছেন তিনি ৷ যেখানে একটি সেঞ্চুরিও রয়েছে সূর্যকুমার যাদবের ঝুলিতে ৷ এমনকি বিশ্বকাপে 189.68 স্ট্রাইকরেটে 239 রান করেছিলেন তিনি ৷

আরও পড়ুন: পন্তের আরোগ্য কামনায় উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা

হার্দিক পান্ডিয়া

টি-20 আন্তর্জাতিকে ভারতের বর্তমান (স্টপগ্যাপ) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) স্বপ্নের ফর্মে রয়েছেন ৷ চোট সারিয়ে ফিরে বল ও ব্যাট হাতে তাঁর পারফর্মেন্স দুই মুগ্ধ করার মতো ৷ অলরাউন্ডার হিসেবে 2022 সালে হার্দিক 607 রান করেছেন এবং মোট 20 উইকেট নিয়েছেন ভারতের জার্সিতে ৷

  • The ICC Men's T20I Team of the Year 2022 is here 👀

    Is your favourite player in the XI? #ICCAwards

    — ICC (@ICC) January 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জস বাটলার

খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে জস বাটলারের এই বছরটা অসাধারণ গিয়েছে ৷ 15টি আন্তর্জাতিক ম্যাচে বাটলার 462 রান করেছেন ৷ আর স্ট্রাইকরেট ছিল 160.41 ৷ ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে অনেক ম্যাচ একার হাতে ইংল্যান্ডকে জিতিয়েছেন জস বাটলার ৷ এমনকি 2022 অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 225 রান করেছিলেন জস ৷ স্ট্রাইকরেট ছিল 144.23 ৷

দুবাই, 23 জানুয়ারি: সোমবার টি-20 আন্তর্জাতিকের 2022 সালের বার্ষিক দল ঘোষণা করল আইসিসি ৷ যে দলে জায়গা করে নিলেন বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ৷ সেই দলের অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ৷ পাকিস্তানের মহম্মদ রিজওয়ান জায়গা করে নিয়েছেন দ্বিতীয় ওপেনার হিসেবে ৷ জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা এই দলে জায়গা করে নিয়েছেন ৷

আইসিসি-র তরফে এদিন একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘দুর্ধর্ষ 11 জন খেলোয়াড়কে নিয়ে আইসিসি-র বার্ষিক দল বাছাই করা হয়েছে ৷ যাঁরা পারফরম্যান্সের নিরিখে সবদিক থেকে সেরা ৷ তা সে ব্যাটে, বলে বা অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে একটি ক্যালেন্ডার ইয়ারে দুর্ধর্ষ খেলেছেন, তাঁদের এই দলে রাখা হয়েছে ৷ দেখে নেওয়া যাক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে সেই 11 জন ক্রিকেটারের গত বছরের পারফরম্যান্স ৷

বিরাট কোহলি

এছাড়াও রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ 2022-এর শেষদিকে বিরাট ফের একবার নিজের ব্যাটিং ক্লাস দেখিয়েছেন ৷ এশিয়া কাপ টি-20’তে আন্তর্জাতিক টি-20’র প্রথম সেঞ্চুরি করেন বিরাট ৷ তিন বছরের সেঞ্চুরির খরা কেটেছিল এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৷ এর পর অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে 276 রান করেন ৷ যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ৷ আর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 82 রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস বিরাটের কেরিয়ারের অন্যতম সেরাগুলির একটি ৷

সূর্যকুমার যাদব

2022 সাল আরও এক ভারতীয় মিডল অর্ডার ব্যাটারের জন্য স্বপ্নের মতো ছিল ৷ যা এখনও জারি রয়েছে ৷ ‘দ্য স্কাই’, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৷ একটি ক্রিকেট ক্যালেন্ডারে টি-20 আন্তর্জাতিকে বছরে এক হাজারের উপর রান করা দ্বিতীয় ব্যাটার তিনি ৷ মোট 1164 রান করেছেন তিনি ৷ যেখানে একটি সেঞ্চুরিও রয়েছে সূর্যকুমার যাদবের ঝুলিতে ৷ এমনকি বিশ্বকাপে 189.68 স্ট্রাইকরেটে 239 রান করেছিলেন তিনি ৷

আরও পড়ুন: পন্তের আরোগ্য কামনায় উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা

হার্দিক পান্ডিয়া

টি-20 আন্তর্জাতিকে ভারতের বর্তমান (স্টপগ্যাপ) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) স্বপ্নের ফর্মে রয়েছেন ৷ চোট সারিয়ে ফিরে বল ও ব্যাট হাতে তাঁর পারফর্মেন্স দুই মুগ্ধ করার মতো ৷ অলরাউন্ডার হিসেবে 2022 সালে হার্দিক 607 রান করেছেন এবং মোট 20 উইকেট নিয়েছেন ভারতের জার্সিতে ৷

  • The ICC Men's T20I Team of the Year 2022 is here 👀

    Is your favourite player in the XI? #ICCAwards

    — ICC (@ICC) January 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জস বাটলার

খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে জস বাটলারের এই বছরটা অসাধারণ গিয়েছে ৷ 15টি আন্তর্জাতিক ম্যাচে বাটলার 462 রান করেছেন ৷ আর স্ট্রাইকরেট ছিল 160.41 ৷ ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে অনেক ম্যাচ একার হাতে ইংল্যান্ডকে জিতিয়েছেন জস বাটলার ৷ এমনকি 2022 অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 225 রান করেছিলেন জস ৷ স্ট্রাইকরেট ছিল 144.23 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.