সেঞ্চুরিয়ন, 25 ডিসেম্বর : সেঞ্চুরিয়নে রবিবার বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারতীয় দলের 'মিশন দক্ষিণ আফ্রিকা' (South Africa vs India) ৷ নয়া কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে প্রোটিয়াদের তাদেরই দেশে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন এখন ভারতীয় দলের অন্দরে ৷ তার আগে টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ভীষণ তারিফ করলেন দ্রাবিড় ৷ বলেন, বিরাট এমন একজন ক্রিকেটার যিনি প্রতিটি ক্ষেত্রেই সফলতা পেয়েছেন ৷
টিম ইন্ডিয়ার নয়া হেড কোচের মতে, বিরাট হলেন সেইসব ক্রিকেটারদের মধ্যে একজন যিনি সবসময় নিজের পারফরম্যান্সের উন্নতির চেষ্টায় রত থাকেন ৷ সময়ের সঙ্গে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে বিরাটের জুড়ি নেই ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, "আমার সামনে বিরাট কোহলির অভিষেক হয়েছিল ৷ আমার সঙ্গে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ও ৷ আর সেই বিশেষ ম্যাচে বিরাটের সঙ্গে ব্যাট করেছিলাম আমি ৷ এই 10 বছরে বিরাট নিজেকে যেভাবে বিকশিত করেছে, এটা দেখে বাস্তবিক খুবই ভাল লাগছে ৷"
তিনি বলেন, "ব্যাট হাতে এবং অধিনায়ক হিসেবে ভারতকে বহু ম্যাচে সাফল্য এনে দিয়েছে ও ৷ দলের সদস্যদের ফিটনেসে জোর দেওয়া, উৎসাহ এবং কিছু করে দেখানোর আকাঙ্খাকে বাড়িয়ে দিয়েছে ৷ নিজের পারফরম্যান্সে সবসময় উন্নতির চেষ্টা করেছে ৷ এতে টিমকে আরও উন্নত করতে সুবিধা হয়েছে ৷" দ্য ওয়ালের কথায়, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই সিরিজ় জেতা খুব প্রয়োজন ৷ জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করেছে বিরাট ৷ ও টেস্ট ফরম্যাট পছন্দ করে ৷"
-
.@imVkohli's transformation 👏
— BCCI (@BCCI) December 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Excitement about SA challenge 👌
Initial few months as Head Coach ☺️
Rahul Dravid discusses it all as #TeamIndia gear up for the first #SAvIND Test in Centurion. 👍 👍
Watch the full interview 🎥 🔽https://t.co/2H0FlKQG7q pic.twitter.com/vrwqz5uQA8
">.@imVkohli's transformation 👏
— BCCI (@BCCI) December 25, 2021
Excitement about SA challenge 👌
Initial few months as Head Coach ☺️
Rahul Dravid discusses it all as #TeamIndia gear up for the first #SAvIND Test in Centurion. 👍 👍
Watch the full interview 🎥 🔽https://t.co/2H0FlKQG7q pic.twitter.com/vrwqz5uQA8.@imVkohli's transformation 👏
— BCCI (@BCCI) December 25, 2021
Excitement about SA challenge 👌
Initial few months as Head Coach ☺️
Rahul Dravid discusses it all as #TeamIndia gear up for the first #SAvIND Test in Centurion. 👍 👍
Watch the full interview 🎥 🔽https://t.co/2H0FlKQG7q pic.twitter.com/vrwqz5uQA8
আরও পড়ুন : Wriddhiman Saha Interview : অন্যকে দেখে রান করার চাপ নিই না, ঋষভের সঙ্গে তুলনায় অকপট ঋদ্ধি
ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে সাফল্যের মুখ দেখেছে ভারত ৷ তবে নেলসন ম্যান্ডেলার দেশে এখন দাঁত ফোটাতে পারেনি ৷ এবারের ভারতীয় দলে সদস্যদের অধিকাংশই অভিজ্ঞ ৷ ফলে কোহলি-দ্রাবিড় জুটির জমানায় হোম টিমকে হারানোর এর চেয়ে ভাল সুযোগ আর আসবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷