নয়াদিল্লি, 6 অগস্ট : ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অ্যাকাউন্ট থেকে ‘ব্লু টিক’ (Blue Tick) সরিয়ে নিল টুইটার কর্তৃপক্ষ ৷ শুক্রবার দুপুর নাগাদ ছড়িয়ে পড়ে এই খবর ৷ ধোনির অ্যাকাউন্টে গিয়েও দেখা যায় যে বিষয়টি সত্যি ৷ কিন্তু কয়েক ঘণ্টা পর আবার ওই অ্যাকাউন্টে ব্লু টিক ফিরিয়ে দেয় মার্কিন মাইক্রো ব্লগিং সাইট টুইটার ৷
প্রসঙ্গত, ব্লু টিক বা ব্লু ভেরিফায়েড ব্যাজ (Blue Verified Badge) থাকা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ, এটার মাধ্যমেই নির্ধারিত হয় যে কোন অ্যাকাউন্টটি সঠিক, কোন অ্যাকাউন্টটি জাল নয় ৷ বিখ্যাত কারও নামে তৈরি করা টুইটার বা ফেসবুক অ্যাকাউন্টে ব্লু টিক দেখেই নেটিজেনরা বুঝে যান অ্যাকাউন্টটি আদতে ভুয়ো নয় ৷
আরও পড়ুন : India vs England : দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ ভারতের, রোহিতের উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে ভারত 97/1
মহেন্দ্র সিং ধোনির নামে আরও একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে টুইটারে ৷ কিন্তু সেগুলি ভেরিফায়েড ছিল না ৷ তাই ধোনির আসল টুইটার (Twitter) অ্যাকাউন্ট চিনতে সুবিধা হত অনুরাগীদের ৷ ফলে কোনটি ধোনির আসল টুইটার অ্যাকাউন্ট, তা চিনতে অনুরাগীদের সমস্যা হচ্ছিল শুক্রবার দুপুর থেকে ৷
ধোনির ওই টুইটার হ্যান্ডেল খুললে দেখা যাচ্ছে যে গত 8 জানুয়ারি শেষ পোস্টটি করা হয়েছিল ৷ টুইটারের তরফ থেকে জানা গিয়েছে যে দীর্ঘদিন কোনও পোস্ট না থাকায় তাদের ভেরিফিকেশন পলিসি অনুযায়ী ধোনির অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় ৷ পরে তারা ভুল বুঝতে পারে ৷ আর ব্লু টিক ফিরিয়ে দেয় ৷ তাই দুপুরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতে যবনিকা পড়ে বিকেলেই ৷
আরও পড়ুন : India vs England : ভারতীয় পেসের ধাক্কায় বেসামাল ব্রিটিশ টপ অর্ডার, হাল ফেরাতে লড়াই রুট’র
উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনি যেমন ভারতের অন্যতম সফল উইকেট কিপার ব্যাটসম্যান ৷ তেমনই তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ৷ ভারতের একমাত্র টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷ আর 2011 সালে তাঁর নেতৃত্বেই একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত ৷ আইপিএলেও তাঁর সাফল্য ঈর্ষণীয় ৷
গত বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ৷ তবে এখনও আইপিএল খেলছেন ৷ আগামী মাসে দুবাইতে এবারের আইপিএলের বাকি ম্যাচগুলি খেলা হবে ৷ সেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে অংশ নেবেন ধোনি ৷
আরও পড়ুন : Mithali Raj : সচিন ও গাভাসকরের সঙ্গে মিতালীর তুলনা চলে : শান্থা রাঙ্গাস্বামী