ETV Bharat / sports

'নির্ভীক' হিটম্যান থেকে 'ম্যাজিকাল' ডি'কক...ফিরে দেখা বিশ্বকাপের সেরা পারফর্মারদের - ফিরে দেখা বিশ্বকাপের সেরাদের

ICC World Cup 2023: জয় ভারতের পক্ষে আসেনি ৷ তবে পারফরম্যান্স দিয়ে মন ভুলিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা ৷ আসুন দেখা যাক চলতি বিশ্বকাপের নজর কাড়া পাঁচ খেলোয়াড়কে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Nov 20, 2023, 10:57 PM IST

মুম্বই, 20 নভেম্বর: ট্রফি জয়ের স্বপ্ন পূর্ণ হয়নি ভারতীয় দলের ৷ তবে বিশ্বকাপ মাতিয়ে রেখেছিল টিম ইন্ডিয়া ৷ নিজেদের গড়ে ট্রফি জিততে না পারলেও বেশকিছু অবিস্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছে তারা ৷ সুপার পারফর্মারদের নাম করলে অবশ্যই সর্ব প্রথম উঠে আসবে বিরাট কোহলির নাম ৷ গোটা টুর্নামেন্টে 765 রান করে তিনি ছিনিয়ে নিয়েছেন 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'-এর ট্রফিও ৷ তবে বিরাট ছাড়াও ভারত ও অন্যান্য দলের বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্বকাপে নজর কেড়েছেন ৷ আসুন দেখে নেওয়া যাক বিরাট ছাড়া চলতি বিশ্বকাপের সেরা পাঁচ পারফর্মারকে ৷

রোহিত শর্মা: 'নির্ভীক' অধিনায়ক হিসাবে চলতি বিশ্বকাপে অবশ্যই নজর কাড়লেন রোহিত শর্মা ৷ 11 ম্যাচে 597 রান করে বিশ্বকাপ শেষ করলেন তিনি ৷ যদিও তাঁর এই মনোভাবের সমালোচনাও করেছেন কেউ কেউ ৷ তবে একথা ঠিক যে দলের জন্য় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি ৷ প্রতি ম্যাচেই স্বকীয় ভঙ্গিতে ধ্বংস করেছেন বোলারদের ৷ 125.94 স্ট্রাইক রেটে টুর্নামেন্ট জুড়ে রান করে গেলেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে 86 রানের ইনিংস খেলে বিরুদ্ধ দলকে ধ্বংস করে দেন তিনি ৷ যদিও সংখ্যা বলবে মাত্র একটি শতরান রয়েছে তাঁর ঝুলিতে ৷ তবে তিনি সত্যিই উপহার দিয়েছেন কিছু অসাধারণ শট ৷

মহম্মদ শামি: মহম্মদ শামির জন্য এই বিশ্বকাপ ছিল রূপকথার মতোই ৷ বাতিল ঘোড়ার মতো রিজার্ভ বেঞ্চেই তিনি শুরু করেছিলেন বিশ্বকাপের সফর ৷ হার্দিক পান্ডিয়ার চোটের জেরে চলতি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যান ৷ ফলে চারটি ম্য়াচ হয়ে যাওয়ার পর দলে আনা হয় শামিকে ৷ 12.20 গড়ে 24টি উইকেট তুলে নেন তিনি ৷ 'আমরোহা এক্সপ্রেস'-এর সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন ব্যাটাররা ৷ সেমিতে তো 7 উইকেটও তুলে নেন তিনি ৷ সদ্য-সমাপ্ত টুর্নামেন্টেই তিনি বিশ্বকাপে দ্রুততম 50 উইকেট শিকারের নজির গড়েন ৷

রাচিন রবীন্দ্র: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অধিনায়ক জানিয়েছিলেন তাঁর কাছে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আবিষ্কার রাচিন রবীন্দ্র ৷ মাত্র 23 বছর বয়সে সারা বিশ্বকে চমকে দিয়েছেন এই কিউয়ি স্টার ৷ 10 ম্যাচে তাঁর সংগ্রহ 578 রান ৷ রয়েছে তিনটি শতরান ৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন তা ছিল সত্যিই অনবদ্য ৷

কুইন্টন ডি'কক: দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের গণ্ডি টপকাতে পারেনি ঠিকই ৷ তবে কিপার ব্যাটার ডি'ককের জন্য় চলতি বিশ্বকাপ ছিল একটি স্বপ্নের টুর্নামেন্ট ৷ 10টি ম্যাচে 59.40 গড়ে 594 রান করেছেন তিনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে 174 রানের ম্যাজিক্যাল ইনিংস ছাড়াও আরও তিনটি শতরান এসেছে তাঁর ঝুলিতে ৷ কিপিং গ্লাভস হাতেও তিনি ছিলেন দুরন্ত ৷

অ্যাডাম জাম্পা: অজি লেগ স্পিনারের কথা বললে আজও শেন ওয়ার্নের নামই মনে আসে সকলের ৷ তবে চলতি বিশ্বকাপে দ্বিতীয় সফল বোলার হিসাবে নজর কেড়েছেন লেগ স্পিনার জাম্পা ৷ তিনি শিকার করেন 23টি উইকেট ৷ নেদারল্যান্ডস, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে চারটি করে উইকেট শিকার করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. প্রোটিয়া সফরে কি নয়া কোচ? ভারতীয় ক্রিকেটে 'দ্রাবিড় সভত্যা'র অবসান ঘিরে তুঙ্গে জল্পনা
  2. বিশ্বজয়ী অধিনায়কের জায়গা হল না সেরা একাদশে, কামিন্সকে টেক্কা রোহিতের; দলে আর কারা

মুম্বই, 20 নভেম্বর: ট্রফি জয়ের স্বপ্ন পূর্ণ হয়নি ভারতীয় দলের ৷ তবে বিশ্বকাপ মাতিয়ে রেখেছিল টিম ইন্ডিয়া ৷ নিজেদের গড়ে ট্রফি জিততে না পারলেও বেশকিছু অবিস্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছে তারা ৷ সুপার পারফর্মারদের নাম করলে অবশ্যই সর্ব প্রথম উঠে আসবে বিরাট কোহলির নাম ৷ গোটা টুর্নামেন্টে 765 রান করে তিনি ছিনিয়ে নিয়েছেন 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'-এর ট্রফিও ৷ তবে বিরাট ছাড়াও ভারত ও অন্যান্য দলের বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্বকাপে নজর কেড়েছেন ৷ আসুন দেখে নেওয়া যাক বিরাট ছাড়া চলতি বিশ্বকাপের সেরা পাঁচ পারফর্মারকে ৷

রোহিত শর্মা: 'নির্ভীক' অধিনায়ক হিসাবে চলতি বিশ্বকাপে অবশ্যই নজর কাড়লেন রোহিত শর্মা ৷ 11 ম্যাচে 597 রান করে বিশ্বকাপ শেষ করলেন তিনি ৷ যদিও তাঁর এই মনোভাবের সমালোচনাও করেছেন কেউ কেউ ৷ তবে একথা ঠিক যে দলের জন্য় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি ৷ প্রতি ম্যাচেই স্বকীয় ভঙ্গিতে ধ্বংস করেছেন বোলারদের ৷ 125.94 স্ট্রাইক রেটে টুর্নামেন্ট জুড়ে রান করে গেলেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে 86 রানের ইনিংস খেলে বিরুদ্ধ দলকে ধ্বংস করে দেন তিনি ৷ যদিও সংখ্যা বলবে মাত্র একটি শতরান রয়েছে তাঁর ঝুলিতে ৷ তবে তিনি সত্যিই উপহার দিয়েছেন কিছু অসাধারণ শট ৷

মহম্মদ শামি: মহম্মদ শামির জন্য এই বিশ্বকাপ ছিল রূপকথার মতোই ৷ বাতিল ঘোড়ার মতো রিজার্ভ বেঞ্চেই তিনি শুরু করেছিলেন বিশ্বকাপের সফর ৷ হার্দিক পান্ডিয়ার চোটের জেরে চলতি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যান ৷ ফলে চারটি ম্য়াচ হয়ে যাওয়ার পর দলে আনা হয় শামিকে ৷ 12.20 গড়ে 24টি উইকেট তুলে নেন তিনি ৷ 'আমরোহা এক্সপ্রেস'-এর সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন ব্যাটাররা ৷ সেমিতে তো 7 উইকেটও তুলে নেন তিনি ৷ সদ্য-সমাপ্ত টুর্নামেন্টেই তিনি বিশ্বকাপে দ্রুততম 50 উইকেট শিকারের নজির গড়েন ৷

রাচিন রবীন্দ্র: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অধিনায়ক জানিয়েছিলেন তাঁর কাছে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আবিষ্কার রাচিন রবীন্দ্র ৷ মাত্র 23 বছর বয়সে সারা বিশ্বকে চমকে দিয়েছেন এই কিউয়ি স্টার ৷ 10 ম্যাচে তাঁর সংগ্রহ 578 রান ৷ রয়েছে তিনটি শতরান ৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন তা ছিল সত্যিই অনবদ্য ৷

কুইন্টন ডি'কক: দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের গণ্ডি টপকাতে পারেনি ঠিকই ৷ তবে কিপার ব্যাটার ডি'ককের জন্য় চলতি বিশ্বকাপ ছিল একটি স্বপ্নের টুর্নামেন্ট ৷ 10টি ম্যাচে 59.40 গড়ে 594 রান করেছেন তিনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে 174 রানের ম্যাজিক্যাল ইনিংস ছাড়াও আরও তিনটি শতরান এসেছে তাঁর ঝুলিতে ৷ কিপিং গ্লাভস হাতেও তিনি ছিলেন দুরন্ত ৷

অ্যাডাম জাম্পা: অজি লেগ স্পিনারের কথা বললে আজও শেন ওয়ার্নের নামই মনে আসে সকলের ৷ তবে চলতি বিশ্বকাপে দ্বিতীয় সফল বোলার হিসাবে নজর কেড়েছেন লেগ স্পিনার জাম্পা ৷ তিনি শিকার করেন 23টি উইকেট ৷ নেদারল্যান্ডস, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে চারটি করে উইকেট শিকার করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. প্রোটিয়া সফরে কি নয়া কোচ? ভারতীয় ক্রিকেটে 'দ্রাবিড় সভত্যা'র অবসান ঘিরে তুঙ্গে জল্পনা
  2. বিশ্বজয়ী অধিনায়কের জায়গা হল না সেরা একাদশে, কামিন্সকে টেক্কা রোহিতের; দলে আর কারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.