ETV Bharat / sports

India tour of SA : আজ জৈব বলয়ে প্রবেশ, বৃহস্পতিবার সম্ভবত দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন কোহলিরা

প্রাথমিক সূচিতে 17 ডিসেম্বর প্রথম টেস্ট খেলতে নামার কথা থাকলেও পরিবর্তিত সূচিতে রামধনুর দেশে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে নামবে বক্সিং-ডে'তে অর্থাৎ 26 ডিসেম্বর (India will play first test in South Africa from 26th December) ৷ তার আগে পরিবর্ত সফরসূচি অনুযায়ী 16 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছে ভারতীয় দল (Team India will leave for South Africa on December 16) ৷

India tour of SA
আজ জৈব বলয়ে প্রবেশ, বৃহস্পতিবার সম্ভবত দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন কোহলিরা
author img

By

Published : Dec 12, 2021, 5:13 PM IST

মুম্বই, 12 ডিসেম্বর : ওমিক্রন (Omicron) কাঁটা সরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত ভারতীয় দল ৷ প্রাথমিকভাবে 9 ডিসেম্বর প্রোটিয়াদের দেশে উড়ে যাওয়ার কথা থাকলেও পরিবর্তিত সফরসূচি অনুযায়ী তাতে রদবদল ঘটেছে ৷ প্রাথমিক সূচিতে 17 ডিসেম্বর প্রথম টেস্ট খেলতে নামার কথা থাকলেও পরিবর্তিত সূচিতে রামধনুর দেশে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে নামবে বক্সিং-ডে'তে অর্থাৎ 26 ডিসেম্বর (India will play first test in South Africa from 26th December) ৷

তার আগে পরিবর্ত সফরসূচি মেনে সম্ভবত 16 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছে ভারতীয় দল (Team India likely to leave for South Africa on December 16) ৷ রবিবার মুম্বইয়ে রিপোর্ট করে জৈব বলয়ে প্রবেশ করছেন দক্ষিণ আফ্রিকা সফরগামী ভারতীয় টেস্ট স্কোয়াডের সদস্যরা (India cricketers enter bio-bubble in Mumbai today) ৷ সেদেশে পৌঁছেও টেস্ট স্কোয়াডের সদস্যদের থাকতে হবে জৈব বলয়ে ৷

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দলের লক্ষ্য দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয় ৷ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য 18 সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ৷ দলে ঠাঁই পেলেও অজিঙ্ক রাহানের দায়িত্ব কমেছে দলে ৷ মুম্বইকর ব্যাটারের পরিবর্তে ডিন এলগারদের বিরুদ্ধে বিরাট কোহলির ডেপুটির দায়িত্ব সামলাবেন আরেক মুম্বইকর রোহিত শর্মা ৷

আরও পড়ুন : Indian Test squad for SA tour : দায়িত্ব ছেঁটে রাহানেকে দক্ষিণ আফ্রিকা পাঠাচ্ছে বোর্ড , কোহলির ডেপুটি রোহিত

সেঞ্চুরিয়নে 26-30 ডিসেম্বর প্রথম টেস্ট খেলবেন কোহলিরা ৷ এরপর 3-7 জানুয়ারি জোহানেসবার্গে দ্বিতীয় এবং 11-15 জানুয়ারি তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজ পরবর্তী প্রোটিয়া সফরে সমসংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত ৷ অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পথচলা শুরু হবে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্গত সেই সিরিজে ৷

মুম্বই, 12 ডিসেম্বর : ওমিক্রন (Omicron) কাঁটা সরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত ভারতীয় দল ৷ প্রাথমিকভাবে 9 ডিসেম্বর প্রোটিয়াদের দেশে উড়ে যাওয়ার কথা থাকলেও পরিবর্তিত সফরসূচি অনুযায়ী তাতে রদবদল ঘটেছে ৷ প্রাথমিক সূচিতে 17 ডিসেম্বর প্রথম টেস্ট খেলতে নামার কথা থাকলেও পরিবর্তিত সূচিতে রামধনুর দেশে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে নামবে বক্সিং-ডে'তে অর্থাৎ 26 ডিসেম্বর (India will play first test in South Africa from 26th December) ৷

তার আগে পরিবর্ত সফরসূচি মেনে সম্ভবত 16 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছে ভারতীয় দল (Team India likely to leave for South Africa on December 16) ৷ রবিবার মুম্বইয়ে রিপোর্ট করে জৈব বলয়ে প্রবেশ করছেন দক্ষিণ আফ্রিকা সফরগামী ভারতীয় টেস্ট স্কোয়াডের সদস্যরা (India cricketers enter bio-bubble in Mumbai today) ৷ সেদেশে পৌঁছেও টেস্ট স্কোয়াডের সদস্যদের থাকতে হবে জৈব বলয়ে ৷

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দলের লক্ষ্য দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয় ৷ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য 18 সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ৷ দলে ঠাঁই পেলেও অজিঙ্ক রাহানের দায়িত্ব কমেছে দলে ৷ মুম্বইকর ব্যাটারের পরিবর্তে ডিন এলগারদের বিরুদ্ধে বিরাট কোহলির ডেপুটির দায়িত্ব সামলাবেন আরেক মুম্বইকর রোহিত শর্মা ৷

আরও পড়ুন : Indian Test squad for SA tour : দায়িত্ব ছেঁটে রাহানেকে দক্ষিণ আফ্রিকা পাঠাচ্ছে বোর্ড , কোহলির ডেপুটি রোহিত

সেঞ্চুরিয়নে 26-30 ডিসেম্বর প্রথম টেস্ট খেলবেন কোহলিরা ৷ এরপর 3-7 জানুয়ারি জোহানেসবার্গে দ্বিতীয় এবং 11-15 জানুয়ারি তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজ পরবর্তী প্রোটিয়া সফরে সমসংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত ৷ অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পথচলা শুরু হবে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্গত সেই সিরিজে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.