ETV Bharat / sports

জয়পুরে IPL-র বেটিং চক্রের হদিস, বাজেয়াপ্ত 4 কোটি - আইপিএল

এই চক্রটি হোয়াটস অ্য়াপে একাধিক গ্রুপ তৈরি করে আগ্রহী লোকজনদের সেখানে যোগ দেওয়ায় ৷ এরপর তাঁদের একটি আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয় ৷

ipl-betting-racket-busted-in-jaipur-rs-4-dot-19-crore-cash-recovered
জয়পুরে IPL-র আন্তর্জাতিক বেটি চক্রের হদিস
author img

By

Published : Oct 22, 2020, 6:25 PM IST

জয়পুর, 22 অক্টোবর : রাজস্থানের জয়পুরে আন্তর্জাতিক বেটিং চক্রের হদিস ৷ চক্রটি IPL-এ বেটিং করত বলে জানা গিয়েছে ৷ 4 কোটি 19 লাখ টাকা সহ 4 বুকিকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷ এরা হোয়াটস অ্য়াপ গ্রুপের মাধ্য়মে এই বেটিং চক্র চালাত জানা গিয়েছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে, জয়পুর পুলিশের দু’টি দল যৌথ অভিযান চালায় ৷ এই অভিযানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের নাম রণবীর সিং, কৃপাল সিং, তোদারমাল রাঠোর এবং ঈশ্বর সিং ৷ ধৃতদের জেরায় পুলিশ জানতে পেরেছে, এই চক্রের মাথা দুবাই থেকে বসে সবটা নিয়ন্ত্রণ করে ৷ তার নাম রাকেশ ৷ এই চক্রটি হোয়াটস অ্য়াপে একাধিক গ্রুপ তৈরি করে আগ্রহী লোকজনদের সেখানে যোগ দেওয়ায় ৷ এরপর তাঁদের একটি আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয় ৷ সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েব সাইটে লগ ইন করে ঢুকে বেটিংয়ে অংশ নিতে হয় ৷ এই হোয়াটস অ্য়াপ গ্রুপগুলি তৈরি করা হয় বিভিন্ন মন্দিরের নামে ৷ যাতে সহজেই পুলিশের নজর এড়িয়ে বেটিং চক্র চালানো যায় ৷ এমন কী যারা বেটিংয়ে জেতে তাদের টাকা হাওয়ালার মাধ্য়মে পৌঁছে দেওয়া হয় ৷

ভারতের প্রায় অধিকাংশ রাজ্য়েই এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে ৷ ধৃতদের জেরা করে সেইসব চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷ ধৃত চারজনের কাছ থেকে মোট ন’টি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ ৷ ফোনগুলিতে মোট তিরিশটি হোয়াটস অ্য়াপ গ্রুপ রয়েছে ৷ সেই সব গ্রুপের নাম বিভিন্ন মন্দিরের নামে রাখা হয়েছিল ৷

জয়পুর, 22 অক্টোবর : রাজস্থানের জয়পুরে আন্তর্জাতিক বেটিং চক্রের হদিস ৷ চক্রটি IPL-এ বেটিং করত বলে জানা গিয়েছে ৷ 4 কোটি 19 লাখ টাকা সহ 4 বুকিকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷ এরা হোয়াটস অ্য়াপ গ্রুপের মাধ্য়মে এই বেটিং চক্র চালাত জানা গিয়েছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে, জয়পুর পুলিশের দু’টি দল যৌথ অভিযান চালায় ৷ এই অভিযানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের নাম রণবীর সিং, কৃপাল সিং, তোদারমাল রাঠোর এবং ঈশ্বর সিং ৷ ধৃতদের জেরায় পুলিশ জানতে পেরেছে, এই চক্রের মাথা দুবাই থেকে বসে সবটা নিয়ন্ত্রণ করে ৷ তার নাম রাকেশ ৷ এই চক্রটি হোয়াটস অ্য়াপে একাধিক গ্রুপ তৈরি করে আগ্রহী লোকজনদের সেখানে যোগ দেওয়ায় ৷ এরপর তাঁদের একটি আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয় ৷ সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েব সাইটে লগ ইন করে ঢুকে বেটিংয়ে অংশ নিতে হয় ৷ এই হোয়াটস অ্য়াপ গ্রুপগুলি তৈরি করা হয় বিভিন্ন মন্দিরের নামে ৷ যাতে সহজেই পুলিশের নজর এড়িয়ে বেটিং চক্র চালানো যায় ৷ এমন কী যারা বেটিংয়ে জেতে তাদের টাকা হাওয়ালার মাধ্য়মে পৌঁছে দেওয়া হয় ৷

ভারতের প্রায় অধিকাংশ রাজ্য়েই এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে ৷ ধৃতদের জেরা করে সেইসব চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷ ধৃত চারজনের কাছ থেকে মোট ন’টি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ ৷ ফোনগুলিতে মোট তিরিশটি হোয়াটস অ্য়াপ গ্রুপ রয়েছে ৷ সেই সব গ্রুপের নাম বিভিন্ন মন্দিরের নামে রাখা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.