ETV Bharat / sports

Ind vs Eng Warm-Up: টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারাল ভারত - টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ

দুবাইতে টি-20 বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটে হারাল ভারত ৷ 6 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ ম্যাচের নায়ক ইশান কিষাণ এবং কেএল রাহুল ৷

Ind vs Eng Warm-Up
টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত
author img

By

Published : Oct 19, 2021, 10:33 AM IST

Updated : Oct 19, 2021, 11:25 AM IST

দুবাই, 19 অক্টোবর : টি-20 বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটে হারাল ভারত ৷ ম্যাচের প্রথমে ব্যাট করে ভারতকে 189 রানের টার্গেট দেয় ইংল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কোহলি ব্রিগেড ৷ প্রথমে ব্যাট করে ভারতকে কঠিন টার্গেট দেয় ইংল্যান্ড ৷ বল হাতে মহম্মদ শামি চেষ্টা করেছিলেন ইংল্যান্ডকে কম রানে বাঁধতে তবে মইন আলি, জনি বেয়ারস্টোর ব্যাটিং কিছুটা হলেও বাধার সৃষ্টি করে ৷

অর্ধশতরানের দোরগোড়ায় এসে আউট হন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ৷ তাঁর 49 রানের ইনিংসে ছিল 4টি চার, 1টি ছয় ৷ শেষবেলায় 4টি চার, 2টি ছয়ে 43 রান ইংল্যান্ডকে 188-তে পৌঁছে দেয় ৷ 77 রানে তিন উইকেট হারায় ইংল্যান্ড ৷ এরপর দলের হাল ধরেন জনি বেয়ারস্টো (36 বলে 49) ও লিয়াম লিভিংস্টোন (20 বলে 30) রান করেন ৷ 40 রান দিয়ে 3 উইকেট নেন শামি ৷ কোনও উইকেট পাননি ভুবনেশ্বর কুমার ৷ একটি করে উইকেট পান জসপ্রীত বুমরা ও রাহুল চাহার ৷

আরও পড়ুন : pak vs wi : 'ক্যারিবিয়ান বধ' করে বিশ্বকাপের প্রস্তুতি সারল পাকিস্তান

ইংল্যান্ডের 189 রানের জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করে ভারত ৷ ওপেনিং জুটি কেএল রাহুল এবং ইশান কিষাণের ব্যাটিং জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহে অনেকটাই সুবিধা করে দেয় ৷ ইশান কিষাণ করেন 70 রান এবং কেএল রাহুল করেন 51 রান ৷ তবে এবারও ব্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলি ৷ মাত্র 11 রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷ 14 বলে 29 রান করে অপরাজিত থেকে ভারতকে জেতায় ঋষভ পন্থ। তাঁকে যোগ্য সঙ্গত দেয় হার্দিক পান্ডিয়া ৷ তিনি 10 বলে করেন 16 রান ৷ ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট পান ডেভিড উইলি, মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন।

দুবাই, 19 অক্টোবর : টি-20 বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটে হারাল ভারত ৷ ম্যাচের প্রথমে ব্যাট করে ভারতকে 189 রানের টার্গেট দেয় ইংল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কোহলি ব্রিগেড ৷ প্রথমে ব্যাট করে ভারতকে কঠিন টার্গেট দেয় ইংল্যান্ড ৷ বল হাতে মহম্মদ শামি চেষ্টা করেছিলেন ইংল্যান্ডকে কম রানে বাঁধতে তবে মইন আলি, জনি বেয়ারস্টোর ব্যাটিং কিছুটা হলেও বাধার সৃষ্টি করে ৷

অর্ধশতরানের দোরগোড়ায় এসে আউট হন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ৷ তাঁর 49 রানের ইনিংসে ছিল 4টি চার, 1টি ছয় ৷ শেষবেলায় 4টি চার, 2টি ছয়ে 43 রান ইংল্যান্ডকে 188-তে পৌঁছে দেয় ৷ 77 রানে তিন উইকেট হারায় ইংল্যান্ড ৷ এরপর দলের হাল ধরেন জনি বেয়ারস্টো (36 বলে 49) ও লিয়াম লিভিংস্টোন (20 বলে 30) রান করেন ৷ 40 রান দিয়ে 3 উইকেট নেন শামি ৷ কোনও উইকেট পাননি ভুবনেশ্বর কুমার ৷ একটি করে উইকেট পান জসপ্রীত বুমরা ও রাহুল চাহার ৷

আরও পড়ুন : pak vs wi : 'ক্যারিবিয়ান বধ' করে বিশ্বকাপের প্রস্তুতি সারল পাকিস্তান

ইংল্যান্ডের 189 রানের জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করে ভারত ৷ ওপেনিং জুটি কেএল রাহুল এবং ইশান কিষাণের ব্যাটিং জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহে অনেকটাই সুবিধা করে দেয় ৷ ইশান কিষাণ করেন 70 রান এবং কেএল রাহুল করেন 51 রান ৷ তবে এবারও ব্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলি ৷ মাত্র 11 রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷ 14 বলে 29 রান করে অপরাজিত থেকে ভারতকে জেতায় ঋষভ পন্থ। তাঁকে যোগ্য সঙ্গত দেয় হার্দিক পান্ডিয়া ৷ তিনি 10 বলে করেন 16 রান ৷ ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট পান ডেভিড উইলি, মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন।

Last Updated : Oct 19, 2021, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.