ETV Bharat / sports

বড় ব্যবধানে জিতলে তবেই মূলপর্বে বাংলা - eden

মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে চার ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার ওপরে তামিলনাড়ু। সমসংখ্যক ম্যাচে বাংলার ঘরে পয়েন্ট 12।

ফুরফুরে মেজাজে দল
ফুরফুরে মেজাজে দল
author img

By

Published : Jan 18, 2021, 6:45 AM IST

কলকাতা, 18 জানুয়ারি : অসমের বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয় মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের মূল পর্বে বাংলায় যাওয়ার সম্ভাবনায় বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। তামিলনাড়ুর বিরুদ্ধে "মাস্ট উইন" ম্যাচ শুধু বাংলাকে জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। চার ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার ওপরে তামিলনাড়ু। সমসংখ্যক ম্যাচে বাংলার ঘরে পয়েন্ট 12। ইডেনে তাই জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে।


বাংলার দুই ওপেনার শ্রীবৎস গোস্বামী ও বিবেক সিং ছন্দে রয়েছেন। তামিলনাড়ুর বিরুদ্ধে এই দুই ব্যাটসম্যানের কাছ থেকে ফের একটা ঝোড়ো ইনিংস চাইছে বাংলার টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে তামিলনাড়ুর দুই ওপেনার এন হরি নিশান্ত এবং নারায়ণ জগদীশন দুরন্ত ফর্মে রয়েছেন যা দীনেশ কার্তিকের দলের পক্ষে স্বস্তির। বোলিং বিভাগে দুই দলের শক্তি প্রায় তুল্যমুল্য। ইশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারদের গতির সঙ্গে পাল্লা দিতে তামিলনাড়ুর সাই কিশোর, মুরগান অশ্বিন, বাবা অপরাজিত তৈরি।

আরও:পড়ুন সুন্দরের ‘নো লুক সিক্সে’ মজে ক্রিকেট প্রেমীরা

অধিনায়ক অনুস্টুপ বলছেন, "যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে আমাদের শক্তিশালী দলের বিরুদ্ধে জিততে হবে। এর থেকে বড় সুযোগ আসবে না। আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে।" প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "এই ম্যাচটা জিততে হবে। সেজন্য ফোকাসে সবাই। শেষ ম্যাচটা আমরা খারাপ খেলেছি। কোনও বিভাগেই পারফরম্যান্স ভালো করতে পারিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে সকলকে ছাপিয়ে যেতে হবে।" তাই ইডেনে বাংলা বনাম তামিলনাড়ুর ব্যাটে বলের লড়াই ঘিরে পারদ চড়ছে।

কলকাতা, 18 জানুয়ারি : অসমের বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয় মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের মূল পর্বে বাংলায় যাওয়ার সম্ভাবনায় বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। তামিলনাড়ুর বিরুদ্ধে "মাস্ট উইন" ম্যাচ শুধু বাংলাকে জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। চার ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার ওপরে তামিলনাড়ু। সমসংখ্যক ম্যাচে বাংলার ঘরে পয়েন্ট 12। ইডেনে তাই জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে।


বাংলার দুই ওপেনার শ্রীবৎস গোস্বামী ও বিবেক সিং ছন্দে রয়েছেন। তামিলনাড়ুর বিরুদ্ধে এই দুই ব্যাটসম্যানের কাছ থেকে ফের একটা ঝোড়ো ইনিংস চাইছে বাংলার টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে তামিলনাড়ুর দুই ওপেনার এন হরি নিশান্ত এবং নারায়ণ জগদীশন দুরন্ত ফর্মে রয়েছেন যা দীনেশ কার্তিকের দলের পক্ষে স্বস্তির। বোলিং বিভাগে দুই দলের শক্তি প্রায় তুল্যমুল্য। ইশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারদের গতির সঙ্গে পাল্লা দিতে তামিলনাড়ুর সাই কিশোর, মুরগান অশ্বিন, বাবা অপরাজিত তৈরি।

আরও:পড়ুন সুন্দরের ‘নো লুক সিক্সে’ মজে ক্রিকেট প্রেমীরা

অধিনায়ক অনুস্টুপ বলছেন, "যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে আমাদের শক্তিশালী দলের বিরুদ্ধে জিততে হবে। এর থেকে বড় সুযোগ আসবে না। আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে।" প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "এই ম্যাচটা জিততে হবে। সেজন্য ফোকাসে সবাই। শেষ ম্যাচটা আমরা খারাপ খেলেছি। কোনও বিভাগেই পারফরম্যান্স ভালো করতে পারিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে সকলকে ছাপিয়ে যেতে হবে।" তাই ইডেনে বাংলা বনাম তামিলনাড়ুর ব্যাটে বলের লড়াই ঘিরে পারদ চড়ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.