নয়াদিল্লি, 11 ডিসেম্বর: বৃহস্পতিবার বৃষ্টি মাথায় করে ডারবান বিমানবন্দরে নামতে দেখা গিয়েছিল ভারতীয় দলকে ৷ তখনই অনেকে আশঙ্কা করেছিলেন সিরিজেও হয়তো কাঁটা হয়ে দাঁড়াবে বৃষ্টির ৷ আর ভারতের প্রোটিয়া সফরের প্রথম ম্যাচেই বাধ সাধল বর্ষার খামখেয়ালি ৷ ভেস্তে গিয়েছে প্রথম টি-20 ম্যাচ ৷ আর ঠিক এই প্রসঙ্গেই ইডেন গার্ডেন্সের কথা টেনে আনলেন সুনীল গাভাস্কর ৷ কেন? তিনি পরিষ্কার জানান, ইডেনে সিএবি যেভাবে বৃষ্টির সময় পুরো মাঠ ঢেকে রাখে সকলেরই সেটা করা উচিত ৷ তাতে বৃষ্টি থামলে দ্রুত খেলা শুরু করা যাবে ৷ এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়েরও বিপুল প্রশংসা করেছেন তিনি ৷
তিনি বলেন, "সমস্ত কর্তৃপক্ষের পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা উচিত ৷ কোনও অজুুহাত চলবে না ৷ প্রতিটা ক্রিকেট বোর্ডই প্রচুর টাকা পায় ৷ কোনও ভুলের জায়গা নেই ৷ বিসিসিআইয়ের মতো টাকা হয়তো সবার নেই ৷ তবে প্রত্যেকটা বোর্ডের কাছেই যথেষ্ট টাকা আছে যাতে তারা পুরো মাঠ ঢাকা দেওয়ার জন্য় কভার কিনতে পারে ৷"
ভারতের ক্ষেত্রেও কলকাতার ইডেন গার্ডেন্সেই একমাত্র এই ব্যবস্থা রয়েছে ৷ যার জেরে বৃষ্টি খেলার খুব একটা ক্ষতি করতে পারে না ৷ সৌরভ সিএবি সভাপতি থাকাকালীন বিদেশ থেকে এই কভার কিনে এনে ক্রিকেটের নন্দনকাননে এই ব্যবস্থা করেন ৷ এই নিয়ে বলতে গিয়ে সুনীল গাভাসকর বলেন, "আমার ধারণা ইডেনে মাত্র একটা টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় ৷ তারপর থেকে ইডেনে পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা হয় ৷ প্রত্যেকের এমন পদক্ষেপ নেওয়া উচিত ৷ সেসময় সৌরভ সিএবি'র দায়িত্বে ছিলেন ৷"
গাভাসকরের দাবি, মাঠ পুরো ঢেকে রাখা না-হলে বৃষ্টি থামার পরেও মাঠ শুকোনোর ব্যবস্থা করতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায় ৷ যার জেরে খেলায় বাধা পড়ে ৷ কোনও কোনও ম্যাচ বাতিলও করতে হয় ৷ 2019 সালে বিশ্বকাপেও 4টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল করতে হয়েছিল আইসিসি'কে ৷ অথচ এই ধরনের ব্যবস্থা করা হলে ম্যাচ শুরু হতে সময় কম লাগবে ৷ ফলতো ওভার কমিয়ে ম্যাচ ছোট করার সম্ভবনাও কমবে ৷ মঙ্গলবার, রয়েছে ভারতের দ্বিতীয় টি-20 ম্যাচ ৷ সূর্যকুমার যাদবের নেতৃত্বে মাঠে নামতে চলেছে ভারতীয় দল ৷
আরও পড়ুন: