কলম্বো, 29 জুলাই : ভারতের ব্যাটসম্যানদের ব্যর্থতার সুযোগে টি-20 সিরিজ়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা ৷ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে 4 উইকেটে হারাল দুসান শানাকার দল ৷
সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেনে লঙ্কা অধিনায়ক শানাকা ৷ অধিনায়কের সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলারা ৷ ভারত আটকে যায় মাত্র 132 রানে ৷ এছাড় কলম্বোর স্লো পিচও শ্রীলঙ্কাকে সাহায্য করে ৷ জবাবে ব্যাট করতে নেমে প্রথমিক ধাক্কা সামলে শিখর ধাওয়ানের দলকে 4 উইকেটে হারায় লঙ্কা বাহিনী ৷
এদিন ভারতের জার্সিতে অভিষেক হয় একাধিক ক্রিকেটারের ৷ ভারতীয় শিবিরে করোনার হানার পর, প্রথম একাদশে সুযোগ পাননি ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, পৃথ্বী শ ৷ তাঁদের পরিবর্তে জাতীয় দলে টি-20তে অভিষেক হয় ঋুতুরাজ গায়কোয়াড়, দেবদূত পাড়িক্কল, নীতিশ রাণার ও চেতন সাকারিয়ার ৷
অভিষেকে দাগ কাটলেন ঋুতুরাজ গায়কোয়াড় ও দেবদূত পাড়িক্কল ৷ তবে ব্যর্থ হলেন নীতিশ রাণা ৷ ভরতের প্রথম উইকেট পড়ে 49 রানে ৷ এমনকি ম্যাচের 16 তম ওভারেও 3 উইকেটে 99 রান তোলেন মেন ইন ব্লুজরা ৷ কিন্তু তারপরই দ্রুত উইকেট হারাতে থাকে ভারত ৷ কমতে থাকে রানের গতি ৷ শেষ পর্যন্ত 132 রানে থামে ভারত ৷ দলের হয়ে সর্বোচ্চ 40 রান করেন শিখর ধাওয়ান ৷
আরও পড়ুন : Tokyo Olympics : দারুণ শুরু পূজা রানির, পদক জয়ের মাত্র একধাপ দূরে হরিয়ানার বক্সার
লো-স্কোরিং ম্যাচে বোলারদের বড় ভূমিকা থাকে ৷ এদিনও ভারতের বোলাররা ভাল বোলিং করলেন ৷ দুটি উইকেট নেন যুজবেন্দ্র চহাল ৷ একটি করে উইকেট নেনে ভুবনেশ্বর কুমার, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী ও রাহুল চাহার ৷ তবে তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না ৷