ETV Bharat / sports

Virender Sehwag on Politics: 'অহংকার ও ক্ষমতার লোভেই রাজনীতিতে আসেন ক্রীড়াবিদরা', বীরুর নিশানায় কে ?

Virender Sehwag Clears his Thoughts on Politics: বীরেন্দ্র সেহওয়াগের নিশানায় কে ? ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্যের পর এই প্রশ্নই উঠছে ৷ কী বললেন বীরু, আসুন জেনে নেওয়া যাক ৷

Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 8:53 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: একজন ক্রীড়াবিদের কখনই রাজনীতিতে আসা উচিত নয় ৷ আর সেটা কেউ করলে তা করে কেবলমাত্র অহংকার এবং ক্ষমতার খিদের জন্য ৷ টুইটারে এমনই বিস্ফোরক মত প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷ এক অনুরাগীর প্রশ্নে এই কথাগুলি বলেন তিনি ৷ উল্লেখ্য, দেশের নাম ‘ইন্ডিয়া’ সরিয়ে কেবলমাত্র ‘ভারত’ রাখা নিয়ে সেহওয়াগের পোস্টের প্রেক্ষিতে, একটি টুইট করেন বীরুর এক অনুরাগী ৷ সেই অনুরাগীর বক্তব্য ছিল, ‘‘আমি ভেবেছিলাম গৌতম গম্ভীরের আগে আপনি রাজনীতিতে আসবেন ৷’’ তার উত্তরে সেহওয়াগোচিত স্বভাবে সেটিকে সপাটে ওভার বাউন্ডারি হাঁকান প্রাক্তন এই ওপেনার ৷

সেওয়াগ সেই অনুরাগীর পোস্টটি রি-টুইট করে লেখেন, ‘‘আমার রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই ৷ দেশের দুই বড় রাজনৈতিক দলের তরফে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল শেষ দুই নির্বাচনে ৷’’ বাইশ গজে তাঁর বেপরোয়া এবং বিধ্বংসী সব ইনিংসের মতোই এর পরের কথাগুলো লেখেন প্রাক্তন ওপেনার ৷ সেহওয়াগের মতে, ‘‘আমার মতে অধিকাংশ ক্ষেত্রে বিনোদনকারী এবং ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা উচিত নয় ৷ আর সেটা যদি কেউ করেন, তাহলে তা কেবলমাত্র অহংকার এবং ক্ষমতার খিদের জন্য ৷ তাঁরা মানুষের জন্য খুব কমই সময় বের করতে পারেন ৷’’

আর গম্ভীরের প্রসঙ্গে প্রশ্নের জবাবে সেহওয়াগের এই বিস্ফোরক জবাবে স্বভাবতই বিতর্ক তৈরি করেছে ৷ বিশেষত, ভারতের প্রাক্তন দুই ওপেনারের মধ্যে সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা আরও স্পষ্ট হল বলে মনে করছে ক্রীড়ামহল ৷ বিশেষত, ‘অহংকার এবং ক্ষমতার লোভে রাজনীতি’, সেহওয়াগের এই বিতর্কিত মন্তব্যের আগুন এখানেই নিভে যাবে, তেমনটা মনে করাও বোকামি হতে পারে ৷

  • I am not at all interested in politics. Have been approached by both major parties in the last two elections. My view is that most entertainers or sportsman should not enter politics as most are their for their own ego and hunger for power and barely spare genuine time for… https://t.co/wuodkpp6HT

    — Virender Sehwag (@virendersehwag) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাহুলকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

তবে, সবাইকে সেই এক গোত্রে ফেলেননি সেহওয়াগ ৷ তিনি বলেন, ‘‘সবাই সমান নন ৷ কিছু লোক আলাদা হন ৷ কিন্তু, অধিকাংশই প্রচার সর্বস্ব ৷’’ আর এটাও স্পষ্ট করলেন, তিনি ভবিষ্যতেও ক্রিকেট এবং ধারাভাষ্য নিয়ে থাকতে চান ৷ আর যখনই সুযোগ পাবেন সাময়িকভাবে সাংসদ হয়ে যাবেন, এমন স্বপ্ন তিনি কোনওদিন দেখেননি বলে মন্তব্য করেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: একজন ক্রীড়াবিদের কখনই রাজনীতিতে আসা উচিত নয় ৷ আর সেটা কেউ করলে তা করে কেবলমাত্র অহংকার এবং ক্ষমতার খিদের জন্য ৷ টুইটারে এমনই বিস্ফোরক মত প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷ এক অনুরাগীর প্রশ্নে এই কথাগুলি বলেন তিনি ৷ উল্লেখ্য, দেশের নাম ‘ইন্ডিয়া’ সরিয়ে কেবলমাত্র ‘ভারত’ রাখা নিয়ে সেহওয়াগের পোস্টের প্রেক্ষিতে, একটি টুইট করেন বীরুর এক অনুরাগী ৷ সেই অনুরাগীর বক্তব্য ছিল, ‘‘আমি ভেবেছিলাম গৌতম গম্ভীরের আগে আপনি রাজনীতিতে আসবেন ৷’’ তার উত্তরে সেহওয়াগোচিত স্বভাবে সেটিকে সপাটে ওভার বাউন্ডারি হাঁকান প্রাক্তন এই ওপেনার ৷

সেওয়াগ সেই অনুরাগীর পোস্টটি রি-টুইট করে লেখেন, ‘‘আমার রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই ৷ দেশের দুই বড় রাজনৈতিক দলের তরফে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল শেষ দুই নির্বাচনে ৷’’ বাইশ গজে তাঁর বেপরোয়া এবং বিধ্বংসী সব ইনিংসের মতোই এর পরের কথাগুলো লেখেন প্রাক্তন ওপেনার ৷ সেহওয়াগের মতে, ‘‘আমার মতে অধিকাংশ ক্ষেত্রে বিনোদনকারী এবং ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা উচিত নয় ৷ আর সেটা যদি কেউ করেন, তাহলে তা কেবলমাত্র অহংকার এবং ক্ষমতার খিদের জন্য ৷ তাঁরা মানুষের জন্য খুব কমই সময় বের করতে পারেন ৷’’

আর গম্ভীরের প্রসঙ্গে প্রশ্নের জবাবে সেহওয়াগের এই বিস্ফোরক জবাবে স্বভাবতই বিতর্ক তৈরি করেছে ৷ বিশেষত, ভারতের প্রাক্তন দুই ওপেনারের মধ্যে সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা আরও স্পষ্ট হল বলে মনে করছে ক্রীড়ামহল ৷ বিশেষত, ‘অহংকার এবং ক্ষমতার লোভে রাজনীতি’, সেহওয়াগের এই বিতর্কিত মন্তব্যের আগুন এখানেই নিভে যাবে, তেমনটা মনে করাও বোকামি হতে পারে ৷

  • I am not at all interested in politics. Have been approached by both major parties in the last two elections. My view is that most entertainers or sportsman should not enter politics as most are their for their own ego and hunger for power and barely spare genuine time for… https://t.co/wuodkpp6HT

    — Virender Sehwag (@virendersehwag) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাহুলকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

তবে, সবাইকে সেই এক গোত্রে ফেলেননি সেহওয়াগ ৷ তিনি বলেন, ‘‘সবাই সমান নন ৷ কিছু লোক আলাদা হন ৷ কিন্তু, অধিকাংশই প্রচার সর্বস্ব ৷’’ আর এটাও স্পষ্ট করলেন, তিনি ভবিষ্যতেও ক্রিকেট এবং ধারাভাষ্য নিয়ে থাকতে চান ৷ আর যখনই সুযোগ পাবেন সাময়িকভাবে সাংসদ হয়ে যাবেন, এমন স্বপ্ন তিনি কোনওদিন দেখেননি বলে মন্তব্য করেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.