ETV Bharat / sports

India vs Sri Lanka ODI Series: দ্বিতীয় একদিনের ম্যাচে ইডেনে স্পোর্টিং উইকেট, জানালেন কিউরেটর

ইডেনে গার্ডেন্সে দ্বিতীয় একদিনের ম্যাচের জন্য স্পোর্টিং উইকেট (Sporting Wicket at Eden Gandens in Second ODI) তৈরি করা হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ৷ পাশাপাশি, দিনরাতের ম্যাচে শিশির বড় ফ্যাক্টর হবে বলে জানিয়েছেন তিনি ৷

Sporting Wicket at Eden Gandens in Second ODI ETV BHARAT
Sporting Wicket at Eden Gandens in Second ODI
author img

By

Published : Jan 10, 2023, 12:42 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: 12 জানুয়ারি ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ৷ ক্রিকেটের নন্দন কাননের পিচ কেমন হবে তা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ এনিয়ে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানাচ্ছেন, ইডেনে গতি ও বাউন্সে ভরা স্পোর্টিং পিচ পাবে দুই দল (Sporting Wicket at Eden Gandens in Second ODI) ৷ এটাই বদলে যাওয়া ইডেনে, যা গত 7-8 বছর ধরে দেখে আসছে বিশ্ব ক্রিকেট ৷ পিচ আপাতত সবুজ ঘাসে ভরা থাকলেও, ম্যাচের আগের দিন অনেকটাই ছেঁটে ফেলা হবে ৷ তবে, হালকা ঘাস অবশ্যই থাকবে মাটি ধরে রাখার জন্য ৷ আর সেই কারণেই পিচ থেকে পেস ও বাউন্স পেতে পারেন ভারত ও শ্রীলঙ্কার বোলাররা ৷

শীতের মরশুমে ইডেনে দিনরাতের ম্যাচে শিশির একটা বড় ভূমিকা নেবে বলেই জানাচ্ছেন পিচ কিউরেটর ৷ গত 3-4 দিনের মতো ঠান্ডা না থাকলেও, ইডেনে দিনরাতের ম্যাচে শিশির সমস্যায় ফেলতে পারে দ্বিতীয় ইনিংসে বোলিং করা দলকে ৷ শিশিরে বল ভিজে গ্রিপের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন কিউরেটর ৷ তবে, শিশিরের প্রভাবকে কমাতে মাঠে বিশেষ স্প্রে করা হবে ৷ তবে, সেই স্প্রে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে শিশির পড়ার উপর ৷ সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, ব্যাটার ও বোলার দু’জনের জন্য ইডেনের পিচ তৈরি করা হয়েছে ৷ স্কোরবোর্ডে তিনশো রান তোলা সহজ হবে না ৷

আজ গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত ৷ সেই ম্যাচে ভারতীয় দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ বাংলাদেশের বিরুদ্ধে কোহলি একদিনের ও টেস্ট সিরিজ খেলেছিলেন ৷ এর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে বিশ্রাম দেওয়া হয় কোহলিকে ৷ তবে, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়ে বাকি সিরিজ থেকে ছিটকে যান অধিনায়ক রোহিত শর্মা ৷ সেই চোট সারিয়ে আজ গুয়াহাটিতে ভারতীয় দলে ফিরছেন তিনি ৷

আরও পড়ুন: ফিরে দেখা অজিদের ডেরায় প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের মুহূর্ত

অন্যদিকে, ইডেনের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে সমর্থকদের মধ্যে ৷ টিকিটের চাহিদা তুঙ্গে ৷ সিএবি-র তরফে ইতিমধ্যে কাউন্টার থেকে টিকিট বিক্রি করা শুরু হয়ে গিয়েছে ৷ অনলাইন ও কাউন্টার থেকে বিক্রির জন্য 15 হাজার টিকিট ছাড়া হয়েছে ৷ 650 টাকা, 1000 টাকা ও 1500 টাকার টিকিট রয়েছে ৷ ইডেন গার্ডেন্সের 4 নম্বর গেটের কাউন্টার থেকে দ্বিতীয় একদিনের ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছে ৷ বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে ৷ বৃহস্পতিবার ম্যাচ, তার আগেরদিন বুধবার পর্যন্ত টিকিট পাওয়া যাবে 4 নম্বর গেটের কাউন্টার থেকে ৷

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ইডেনে প্রথম আন্তর্জাতিক ম্যাচ ৷ তিনি জানিয়েছেন, ম্যাচ আয়োজনের পাশাপাশি ইডেনে সংস্কারের কাজ চলছে ৷ ইতিমধ্যেই নতুন এলইডি ফ্লাড লাইট বসানো হয়েছে ৷ এই নতুন আলোয় প্রথমবার ইডেনে কোনও আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ৷ বৃহস্পতিবার ম্যাচের মাঝে বিরতিতে লেজার শো আয়োজন করা হতে পারে ৷ লেজেন্ড লিগের ম্যাচে এই লেজার শো পরীক্ষামূলকভাবে করা হয়েছিল ৷

কলকাতা, 10 জানুয়ারি: 12 জানুয়ারি ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ৷ ক্রিকেটের নন্দন কাননের পিচ কেমন হবে তা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ এনিয়ে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানাচ্ছেন, ইডেনে গতি ও বাউন্সে ভরা স্পোর্টিং পিচ পাবে দুই দল (Sporting Wicket at Eden Gandens in Second ODI) ৷ এটাই বদলে যাওয়া ইডেনে, যা গত 7-8 বছর ধরে দেখে আসছে বিশ্ব ক্রিকেট ৷ পিচ আপাতত সবুজ ঘাসে ভরা থাকলেও, ম্যাচের আগের দিন অনেকটাই ছেঁটে ফেলা হবে ৷ তবে, হালকা ঘাস অবশ্যই থাকবে মাটি ধরে রাখার জন্য ৷ আর সেই কারণেই পিচ থেকে পেস ও বাউন্স পেতে পারেন ভারত ও শ্রীলঙ্কার বোলাররা ৷

শীতের মরশুমে ইডেনে দিনরাতের ম্যাচে শিশির একটা বড় ভূমিকা নেবে বলেই জানাচ্ছেন পিচ কিউরেটর ৷ গত 3-4 দিনের মতো ঠান্ডা না থাকলেও, ইডেনে দিনরাতের ম্যাচে শিশির সমস্যায় ফেলতে পারে দ্বিতীয় ইনিংসে বোলিং করা দলকে ৷ শিশিরে বল ভিজে গ্রিপের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন কিউরেটর ৷ তবে, শিশিরের প্রভাবকে কমাতে মাঠে বিশেষ স্প্রে করা হবে ৷ তবে, সেই স্প্রে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে শিশির পড়ার উপর ৷ সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, ব্যাটার ও বোলার দু’জনের জন্য ইডেনের পিচ তৈরি করা হয়েছে ৷ স্কোরবোর্ডে তিনশো রান তোলা সহজ হবে না ৷

আজ গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত ৷ সেই ম্যাচে ভারতীয় দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ বাংলাদেশের বিরুদ্ধে কোহলি একদিনের ও টেস্ট সিরিজ খেলেছিলেন ৷ এর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে বিশ্রাম দেওয়া হয় কোহলিকে ৷ তবে, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়ে বাকি সিরিজ থেকে ছিটকে যান অধিনায়ক রোহিত শর্মা ৷ সেই চোট সারিয়ে আজ গুয়াহাটিতে ভারতীয় দলে ফিরছেন তিনি ৷

আরও পড়ুন: ফিরে দেখা অজিদের ডেরায় প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের মুহূর্ত

অন্যদিকে, ইডেনের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে সমর্থকদের মধ্যে ৷ টিকিটের চাহিদা তুঙ্গে ৷ সিএবি-র তরফে ইতিমধ্যে কাউন্টার থেকে টিকিট বিক্রি করা শুরু হয়ে গিয়েছে ৷ অনলাইন ও কাউন্টার থেকে বিক্রির জন্য 15 হাজার টিকিট ছাড়া হয়েছে ৷ 650 টাকা, 1000 টাকা ও 1500 টাকার টিকিট রয়েছে ৷ ইডেন গার্ডেন্সের 4 নম্বর গেটের কাউন্টার থেকে দ্বিতীয় একদিনের ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছে ৷ বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে ৷ বৃহস্পতিবার ম্যাচ, তার আগেরদিন বুধবার পর্যন্ত টিকিট পাওয়া যাবে 4 নম্বর গেটের কাউন্টার থেকে ৷

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ইডেনে প্রথম আন্তর্জাতিক ম্যাচ ৷ তিনি জানিয়েছেন, ম্যাচ আয়োজনের পাশাপাশি ইডেনে সংস্কারের কাজ চলছে ৷ ইতিমধ্যেই নতুন এলইডি ফ্লাড লাইট বসানো হয়েছে ৷ এই নতুন আলোয় প্রথমবার ইডেনে কোনও আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ৷ বৃহস্পতিবার ম্যাচের মাঝে বিরতিতে লেজার শো আয়োজন করা হতে পারে ৷ লেজেন্ড লিগের ম্যাচে এই লেজার শো পরীক্ষামূলকভাবে করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.