পারথ, 30 অক্টোবর: তারকাখচিত ব্যাটিং-অর্ডারে চূড়ান্ত ব্যর্থতায় প্রথমে ব্যাট করে 133 রানেই গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া ৷ স্বল্প রানের পুঁজি নিয়ে শুরুটা ভালোই করেছিলেন আর্শদীপ-শামিরা ৷ কিন্তু ব্যাটিং ব্যর্থতার দোসর হল জঘন্য ফিল্ডিং ৷ দু'বার জীবন ফিরে পেয়ে অর্ধশতরান করে গেলে এইডেন মার্করাম ৷ অপরাজিত অর্ধশতরান এল ডেভিড মিলারের ব্যাটেও ৷ ফল যা হবার তাই হল ৷ চলতি কুড়ি-বিশের বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেল টিম ইন্ডিয়া ৷ দক্ষিণ আফ্রিকার কাছে রোহিতের ভারত হারল 5 উইকেটে (South Africa beat India by 5 wickets in T20 WC) ৷
পারথে এদিন টসভাগ্য সঙ্গ দিলেও ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফেরে ৷ সূর্যকুমার যাদবের ঝোড়ো অর্ধশতরান ছাড়া লুঙ্গি এনগিদি-ওয়েন পার্নেলদের সামনে এদিন ভারতীয় ব্যাটিং যেন 'বাঘ' থেকে হঠাতই 'বেড়াল' ৷ 40 বলে 68 রান এল মুম্বই ব্যাটারের থেকে (Suryakumar Yadav scores 68 runs) ৷ তাঁর ইনিংসে ভর করেই 20 ওভারে 9 উইকেট হারিয়ে 133 করে ভারত ৷ 4 উইকেট এনগিদির, তিনটি উইকেট যায় পার্নেলের ঝুলিতে ৷
জবাবে প্রোটিয়াদের ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন আর্শদীপ ৷ প্রথম বলে ফেরেন কুইন্টন ডি'কক ৷ আর তৃতীয় বলে বাঁ-হাতি তরুণ এই পেসারের শিকার হন বাংলাদেশ ম্যাচের শতরানকারী রিলে রসোউ ৷ এরপর মহম্মদ শামি অধিনায়ক তেম্বা বাভুমাকে ফেরালে 24/3 হয়ে যায় প্রোটিয়ারা ৷ এরপর ব্যাটিংয়ের হাল ধরে দক্ষিণ আফ্রিকাকে জয়ের লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম এবং ডেভিড মিলার ৷ চতুর্থ উইকেটে এই দু'য়ের জুটিতে ওঠে 76 রান ৷ এরমধ্যে অর্ধশতরান করেন মার্করাম ৷ সৌজন্যে বিরাট কোহলির ক্যাচ মিস এবং রোহিত শর্মার সহজ রান-আউট হাতছাড়া ৷
-
A thrilling win for South Africa and it takes them to the top of the table in Group 2 💪#INDvSA | #T20WorldCup | 📝: https://t.co/rUCaVyQgNE pic.twitter.com/k8n6WuzjXP
— T20 World Cup (@T20WorldCup) October 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A thrilling win for South Africa and it takes them to the top of the table in Group 2 💪#INDvSA | #T20WorldCup | 📝: https://t.co/rUCaVyQgNE pic.twitter.com/k8n6WuzjXP
— T20 World Cup (@T20WorldCup) October 30, 2022A thrilling win for South Africa and it takes them to the top of the table in Group 2 💪#INDvSA | #T20WorldCup | 📝: https://t.co/rUCaVyQgNE pic.twitter.com/k8n6WuzjXP
— T20 World Cup (@T20WorldCup) October 30, 2022
আরও পড়ুন: টি20 বিশ্বকাপে অবশেষে জয় পাকিস্তানের, ডাচদের 6 উইকেটে হারালেন বাবররা
6টি চার একটি ছয়ে শেষপর্যন্ত 41 বলে 52 রান করে মার্করাম আউট হলেও থামানো যায়নি মিলারকে (Aiden Markram played match winning knock) ৷ 46 বলে অপরাজিত 59 রানের ইনিংস খেলে দু'বল বাকি থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি (David Miller hits unbeaten 59 runs) ৷ ভারতকে হারিয়ে গ্রুপ 2-এ শীর্ষে চলে গেল দক্ষিণ আফ্রিকা (তিন ম্যাচে 5 পয়েন্ট) ৷ তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দু'য়ে ভারত ৷ বুধবার রোহিতদের সামনে বাংলাদেশ চ্য়ালেঞ্জ ৷