ETV Bharat / sports

সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাটে অভিষেক শেফালির - ইংল্যান্ড

ভারতের হয়ে সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের অভিষেক করলেন শেফালি বর্মা ৷ গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেকের মধ্যে দিয়ে এই কৃতিত্ব অর্জন করেন হরিয়ানার শেফালি ৷

shefali-verma-becomes-youngest-indian women-cricketer-to-play-in-all-formats of cricket
সর্ব কনিষ্ঠ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাটে অভিষেক শেফালি বর্মার
author img

By

Published : Jun 28, 2021, 2:37 PM IST

ব্রিস্টল (ইংল্যান্ড), 28 জুন : সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই অভিষেক করলেন শেফালি বর্মা ৷ রবিবার ব্রিস্টলে ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন 17 বছরের শেফালি বর্মা ৷ তাঁর হাতে জাতীয় দলের ক্যাপ তুলে দেন অধিনায়ক মিতালি রাজ ৷ এর আগে মাত্র 15 বছর 239 দিন বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-20 ম্যাচে অভিষেক হয় তাঁর ৷ এর পর জুনের মাঝামাঝি ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট ক্রিকেটে অভিষেক করেন শেফালি বর্মা ৷ সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে অর্ধ শতরান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শেফালি ৷

তবে, একদিনের আন্তর্জাতিকে তাঁর অভিষেক বাকি ছিল ৷ 27 জুন ইংল্যান্ডের বিরুদ্ধেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তিনি ৷ তবে, টি-20 ও টেস্ট ম্যাচে যে দাপটের সঙ্গে শুরু করেছিলেন শেফালি, তা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে করতে পারেননি তিনি ৷ ওপেন করতে নেমে মাত্র 15 রানে ফিরে যান শেফালি ৷ আর রবিবার একদিনের ক্রিকেটে সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তিন ফরম্যাটেই অভিষেক করলেন হরিয়ানার মেয়ে ৷

আরও পড়ুন : 1st WODI: আজই সম্ভবত ওয়ান ডে অভিষেক শেফালি বর্মার

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে মাত্র 201 রান করে ভারত ৷ যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মিতালি রাজ (72) ৷ ব্যাট হাতে ভারতের হয়ে রান করেছেন পুনম রাউত (32) এবং দিপ্তী শর্মা (30) ৷ অন্যদিকে, 202 রান ডিফেন্ড করতে নেমে ভারতীয় বোলাররা সেভাবে প্রভাব ফেলতে পারেননি ৷ 34.5 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড মহিলা দল ৷ ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে 87 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন টাম্মি বেমন্ট ৷

ব্রিস্টল (ইংল্যান্ড), 28 জুন : সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই অভিষেক করলেন শেফালি বর্মা ৷ রবিবার ব্রিস্টলে ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন 17 বছরের শেফালি বর্মা ৷ তাঁর হাতে জাতীয় দলের ক্যাপ তুলে দেন অধিনায়ক মিতালি রাজ ৷ এর আগে মাত্র 15 বছর 239 দিন বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-20 ম্যাচে অভিষেক হয় তাঁর ৷ এর পর জুনের মাঝামাঝি ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট ক্রিকেটে অভিষেক করেন শেফালি বর্মা ৷ সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে অর্ধ শতরান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শেফালি ৷

তবে, একদিনের আন্তর্জাতিকে তাঁর অভিষেক বাকি ছিল ৷ 27 জুন ইংল্যান্ডের বিরুদ্ধেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তিনি ৷ তবে, টি-20 ও টেস্ট ম্যাচে যে দাপটের সঙ্গে শুরু করেছিলেন শেফালি, তা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে করতে পারেননি তিনি ৷ ওপেন করতে নেমে মাত্র 15 রানে ফিরে যান শেফালি ৷ আর রবিবার একদিনের ক্রিকেটে সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তিন ফরম্যাটেই অভিষেক করলেন হরিয়ানার মেয়ে ৷

আরও পড়ুন : 1st WODI: আজই সম্ভবত ওয়ান ডে অভিষেক শেফালি বর্মার

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে মাত্র 201 রান করে ভারত ৷ যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মিতালি রাজ (72) ৷ ব্যাট হাতে ভারতের হয়ে রান করেছেন পুনম রাউত (32) এবং দিপ্তী শর্মা (30) ৷ অন্যদিকে, 202 রান ডিফেন্ড করতে নেমে ভারতীয় বোলাররা সেভাবে প্রভাব ফেলতে পারেননি ৷ 34.5 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড মহিলা দল ৷ ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে 87 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন টাম্মি বেমন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.