হায়দরাবাদ, 5 মার্চ : সতীর্থরা বলেন, দল জিতলে সাজঘরে সেলিব্রেশনের শ্যাম্পেনে প্রথম চুমুকটা দিতেন তিনি ৷ 1997 ঐতিহ্যের অ্যাসেজ দখলে রাখার পর তাঁর সে কী উল্লাস ! ট্রেন্ট ব্রিজের ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের মাথায় গোটা বোতল শ্যাম্পেন উপুড় করে দিয়েছিলেন তিনি ৷ পিছনে দাঁড়িয়ে ম্যাথু এলিয়ট, জাস্টিন ল্যাঙ্গাররা তখন কেবল দর্শক ৷ শেন কিথ ওয়ার্নের মত এমন 'লার্জার দ্যান লাইফ' চরিত্র বাইশ গজ আর পাবে কি না জানা নেই, তবে এখনও পর্যন্ত যে পায়নি, সেটা নিশ্চিত ৷
প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক একবার এক পডকাস্টে শেনকে নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, সিগারেট না-খেয়ে মাঠে প্রবেশ করলে খেলায় মনোনিবেশই করতে পারত না 'ওয়ার্নি' ৷ ট্রেনিং সেশন হোক কিংবা ম্যাচ, মাঠে নামার আগে ওঁর সিগারেট চাই-ই চাই ৷ একসময় এতটাই অনিয়মিত জীবনযাপন করেছেন, যখন দিনে 50টির মত সিগারেট লাগত ওয়ার্নের (Once Shane Warne used to smoke 50 cigarettes in a day) ৷ হ্যাঁ, চোখ কপালে ওঠার মতই তথ্য ৷ তাহলে আরেকটু অবাক করা তথ্য দেওয়া যাক ৷ ওয়ার্নকে সিগারেট ছাড়তে নিকোরেট একবার তাঁকে 2 লক্ষ পাউন্ড অর্থমূল্য দিয়েছিল ৷ কিন্তু নিকোরেটকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছিলেন 'স্পিনের জাদুকর ৷'
নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে 2003 বিশ্বকাপ খেলতে গিয়েও তো দেশে ফেরার বিমান ধরতে হয়েছিল তাঁকে (Shane Warne banned from playing 2003 WC) ৷ বল অফ দ্য সেঞ্চুরি, 708 টেস্ট উইকেটের মালিক শেন ওয়ার্নের সঙ্গে তাঁর মাঠের বাইরের কেচ্ছাকে মেলাতে গেলে অনুরাগীদের গুলিয়ে যেতে বাধ্য ৷ তাই 'জিনিয়াস' শব্দটা যেন বড্ড ক্লিশে ওয়ার্নের ক্ষেত্রে ৷
ডোনা রাইট, হেলেন কোহেন অ্যালন, অ্যাঞ্জেলা গ্যালাঘার, কেরি কলিমোর, মিচেল মোন ৷ নামগুলো কি চেনা লাগছে ? এদের কেউ নার্স তো কেউ আবার মডেল ৷ তবে অনুরাগীদের এই নামগুলোর সঙ্গে পরিচয় করেছিলেন স্পিনিং মায়েস্ত্রো শেন ওয়ার্নই ৷ কাউকে অশ্লীল ফোল কল বা মেসেজ আবার কারও সঙ্গে অবাধ যৌন সঙ্গমে মেতে বিশ্বের প্রথমসারির নিউজ পেপার, ট্যাবলয়েডের শিরোনামে এসেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক ৷
আরও পড়ুন : আন্ডারডগ রাজস্থানকে দিয়েছিলেন আইপিএল ট্রফি, শেনের স্মরণে রয়্যাল ফ্র্যাঞ্চাইজি
2000 ব্রিটিশ সেবিকা ডোনা রাইটকে যৌন আবেদনপূর্ণ বার্তা পাঠিয়ে সহ-অধিনায়কত্ব খুঁইয়েছিলেন ওয়ার্ন (In 2000 Shane Warne lost his National Team vice captaincy after a sex scandal) ৷ সিমন ক্যালাহান তখন তাঁর স্ত্রী ৷ এরপর 2003 ৷ ড্রাগ-কাণ্ডে একবছর নির্বাসনে থাকাকালীন হেলেন কোহেনকে অশ্লীল বার্তা পাঠান ওয়ার্ন ৷ খবর পাছে প্রকাশ্যে না-আসে, তাই টাকা দিয়ে মুখ বন্ধ রাখতেও চেয়েছিলেন কোহেনের ৷ 2006 হ্যাম্পশায়ার বোলের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার আগে দুই ব্রিটিশ মডেলের সঙ্গে ওয়ার্নের খুল্লামখুল্লা যৌনতার কথা কে না জানে ৷ ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বে ৷ তবে বিছানায় ওয়ার্নকে 'ফিট' সার্টিফিকেট দিয়েছিলেন দু'জনেই ৷
2011 হলিউড অভিনেত্রী লিজ হার্লির সঙ্গে ভ্যালেন্টাইলস ডে সেলিব্রেট করার ঠিক পরেই অন্তর্বাস টাইকুন মিচেল মোনের সঙ্গে ডর্চেস্টারের হোটেলে ওয়ার্নের অন্তরঙ্গতা 'টক অফ দ্য টাউন' হয়ে উঠেছিল ৷ সবমিলিয়ে গ্রহের সেরা স্পিনার হয়েও শেন কিথ ওয়ার্নের বর্ণময় জীবন যেন 'মন্দ ছেলের উপাখ্যান' ৷