নয়াদিল্লি, 20 জুলাই: বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করে দেওয়া হল বিসিসিআই এর সংবিধান বদল সংক্রান্ত আবেদনের শুনানি (SC Adjourns BCCI Plea Seeking Extended Tenure for Sourav Ganguly and Jay Shah to July 21) ৷ যেখানে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের মেয়াদবৃদ্ধি সংক্রান্ত মামসায় এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার ডিভিশন শুনানি ছিল ৷ কিন্তু, আবেদন আগামিকাল পর্যন্ত স্থগিত করে দেন প্রধান বিচারপতি ৷
লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, বিসিসিআই এর সংশোধিত নয়া সংবিধানে 3 বছর সভাপতি, সচিব এবং অন্যান্য পদে থাকার পর পরবর্তী তিনবছরে কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে ৷ সেই অনুযায়ী, বিসিসিআই সভাপতি পদে সৌরভের এবং সচিব পদে জয় শাহর 3 বছরের মেয়াদ প্রায় অতিক্রান্ত ৷ এই পরিস্থিতিতে তাঁদের কার্যকালের সময় বাড়ানোর আর্জি জানিয়েছে একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেছিল বিসিসিআই ৷ 2020 সালে এই মামলা দায়ের করা হয় ৷
আরও পড়ুন: CWG Ind-Pak Match: কমনওয়েলথে ভারত-পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে
কিন্তু, করোনা সংক্রমণ এবং নানান কারণে সেই মামলার শুনানি হয়নি ৷ কিন্তু, সভাপতি এবং সচিব পদে সৌরভ এবং জয় শাহর মেয়াদ খুব বেশিদিন নেই ৷ এই পরিস্থিতিতে গত 15 জুলাই বিসিসিআই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের আবেদন করে ৷ যার পর আজ সেই মামলার শুনানি ছিল ৷ কিন্তু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলার শুনানি আগামিকাল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে ৷