ETV Bharat / sports

Twitter Blue Ticks: ব্লু টিক হারালেন সচিন-কোহলি-ধোনি-সিন্ধু-নীরজরা, পালটা টুইটারকে চ্যালেঞ্জ লিটল মাস্টারের - রোহিত শর্মা

টুইটারের বৈধ অ্যাকাউন্টের প্রামাণ্যতা হারিয়েছেন সচিন ৷ কিন্তু, তাঁর জনপ্রিয়তা যে টুইটারের দয়ায় নয় ৷ তা নিজের ব্লু টিক বিহীন টুইটার হ্যান্ডেল থেকেই প্রমাণ করে দিলেন সচিন ৷

Sports Person Lose Twitter Blue Ticks ETV BHARAT
Sports Person Lose Twitter Blue Ticks
author img

By

Published : Apr 21, 2023, 9:03 PM IST

কলকাতা, 21 এপ্রিল: টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরেছে বহু তারকার ৷ সেখানে অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, কেউ বাদ যাননি ৷ টুইটারের বৈধ অ্যাকাউন্টের প্রামাণ্যতা হারালেন ভারতীয় ক্রীড়া জগতের অধিকাংশ ব্যক্তিত্ব ৷ তাঁদের মধ্যে রয়েছেন স্বয়ং সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট লেজেন্ডরা ৷ টাকা না-দিলে বৈধ হিসেবে গণ্য হবে না এই সকল মহাতারকাদের টুইটার অ্যাকাউন্ট ৷ এক কথায় টুইটারের যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে, তা পাবেন না তাঁরা ৷

তবে, শুধু সচিন-বিরাট-ধোনি নন ৷ এই তালিকায় রয়েছেন, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, শাটলার পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল, বক্সার নিখাত জারিন, কুস্তিগীর বজরং পুনিয়া, টেনিস তারকা সানিয়া মির্জা ৷ সকলেই তাঁদের টুইটারের ভেরিফিকেশন খুইয়েছেন ৷ এই তালিকায় রয়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ ৷

সচিন তেন্ডুলকর আবার ঘুরিয়ে টুইটারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৷ মাইক্রোব্লগিং সাইটেই তিনি ‘#আস্ক সচিন’ শুরু করেছেন ৷ মূলত সেখানে সচিনের অনুরাগীরা তাঁকে বিভিন্ন প্রশ্ন করেছেন ৷ আর সচিন নিজেই সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন ৷ মূলত, এটাই প্রমাণ করলেন, সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তা টুইটারের ব্লু টিকের দয়ায় চলে না ৷

তবে, শুধু ভারতীয় স্পোর্টস পার্সনদের টুইটারের ব্লু টিক সরে গিয়েছে তা নয় ৷ ইলন মাস্কের সংস্থার নয়া নীতির প্রকোপ পড়েছে বিশ্বের তাবড় ক্রীড়া ব্যক্তিত্বদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টেও ৷ যে তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রজার ফেডেরার, কিলিয়ান এমবাপে, রাফায়েল নাদালরা ৷ বাস্কেট বল লেজেন্ড স্টিফেন কারির টুইটারের ভেরিফিকেশনও তুলে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ব্লু টিক পেতে কি এবার পায়ে পড়তে হবে ? রসিকতার সুরে টুইটারের প্রতি শ্লেষ অমিতাভের

তবে, কিছুটা অন্য পথে গিয়েছেন ভারতীয় অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৷ তিনি বহু আগেই মাসিক চার্জ দিয়ে টুইটারে নিজের অ্যাকাউন্টকে বৈধ করিয়ে নিয়েছেন ৷ ফলে সকলের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরে গেলেও, অশ্বিন সেই তালিকায় আসেননি ৷ টুইটারে অ্য়াকাউন্টকে বৈধ করাতে হলে অর্থাৎ, ব্লু টিক পেতে ওয়েব ভার্সনের জন্য 650 টাকা মাসে এবং যে কোনও সংস্থার মোবাইল ডিভাইস থেকে মাসিক 900 টাকা দিয়ে ব্লু টিক সাবস্ক্রিপশন করাতে হবে ৷

কলকাতা, 21 এপ্রিল: টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরেছে বহু তারকার ৷ সেখানে অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, কেউ বাদ যাননি ৷ টুইটারের বৈধ অ্যাকাউন্টের প্রামাণ্যতা হারালেন ভারতীয় ক্রীড়া জগতের অধিকাংশ ব্যক্তিত্ব ৷ তাঁদের মধ্যে রয়েছেন স্বয়ং সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট লেজেন্ডরা ৷ টাকা না-দিলে বৈধ হিসেবে গণ্য হবে না এই সকল মহাতারকাদের টুইটার অ্যাকাউন্ট ৷ এক কথায় টুইটারের যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে, তা পাবেন না তাঁরা ৷

তবে, শুধু সচিন-বিরাট-ধোনি নন ৷ এই তালিকায় রয়েছেন, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, শাটলার পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল, বক্সার নিখাত জারিন, কুস্তিগীর বজরং পুনিয়া, টেনিস তারকা সানিয়া মির্জা ৷ সকলেই তাঁদের টুইটারের ভেরিফিকেশন খুইয়েছেন ৷ এই তালিকায় রয়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ ৷

সচিন তেন্ডুলকর আবার ঘুরিয়ে টুইটারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৷ মাইক্রোব্লগিং সাইটেই তিনি ‘#আস্ক সচিন’ শুরু করেছেন ৷ মূলত সেখানে সচিনের অনুরাগীরা তাঁকে বিভিন্ন প্রশ্ন করেছেন ৷ আর সচিন নিজেই সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন ৷ মূলত, এটাই প্রমাণ করলেন, সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তা টুইটারের ব্লু টিকের দয়ায় চলে না ৷

তবে, শুধু ভারতীয় স্পোর্টস পার্সনদের টুইটারের ব্লু টিক সরে গিয়েছে তা নয় ৷ ইলন মাস্কের সংস্থার নয়া নীতির প্রকোপ পড়েছে বিশ্বের তাবড় ক্রীড়া ব্যক্তিত্বদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টেও ৷ যে তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রজার ফেডেরার, কিলিয়ান এমবাপে, রাফায়েল নাদালরা ৷ বাস্কেট বল লেজেন্ড স্টিফেন কারির টুইটারের ভেরিফিকেশনও তুলে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ব্লু টিক পেতে কি এবার পায়ে পড়তে হবে ? রসিকতার সুরে টুইটারের প্রতি শ্লেষ অমিতাভের

তবে, কিছুটা অন্য পথে গিয়েছেন ভারতীয় অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৷ তিনি বহু আগেই মাসিক চার্জ দিয়ে টুইটারে নিজের অ্যাকাউন্টকে বৈধ করিয়ে নিয়েছেন ৷ ফলে সকলের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরে গেলেও, অশ্বিন সেই তালিকায় আসেননি ৷ টুইটারে অ্য়াকাউন্টকে বৈধ করাতে হলে অর্থাৎ, ব্লু টিক পেতে ওয়েব ভার্সনের জন্য 650 টাকা মাসে এবং যে কোনও সংস্থার মোবাইল ডিভাইস থেকে মাসিক 900 টাকা দিয়ে ব্লু টিক সাবস্ক্রিপশন করাতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.