নয়াদিল্লি, 6 জুলাই : টোকিও অলিম্পিক্সগামী ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ এছাড়া কোভিড পরিস্থিতির মধ্যে অনুশীলন চালিয়ে যাওয়া অ্যাথলিটদের প্রশংসা শোনা গেল মাস্টার ব্লাস্টারের গলায় ৷
কোভিড 19 প্যানডেমিকের কারণে 2020 সালে স্থগিত রাখা হয় দ্য গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ ৷ পরিবর্তে চলতি বছরে ক্রীড়া জগতের মেগা ইভেন্ট আয়োজন করছে জাপানের টোকিও শহর ৷ সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত বিধি নিষেধ মাথায় রেখেই আগামী 23 জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স 2020 ৷
আজ টুইট করে অ্যাথলিটদের শুভেচ্ছা জানান সচিন ৷ লেখেন , ‘‘প্যানডেমিকের সময় আমাদের সবার সঙ্গে অ্যাথলিটরাও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ৷ তবে তাঁরা আশা ছাড়েনি ৷ অলিম্পিক্সের জন্য প্রস্তুতি করে গিয়েছে ৷ আমি জানি টোকিও অলিম্পিক্সে তাঁরা তাঁদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন ৷’’
-
We all get goosebumps when we see the tricolour 🇮🇳 being represented!
— Sachin Tendulkar (@sachin_rt) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
This Olympics, it shall be no different and we’ll all be cheering loudly from India as you make us proud.#Cheer4India pic.twitter.com/OFVu8Vae8E
">We all get goosebumps when we see the tricolour 🇮🇳 being represented!
— Sachin Tendulkar (@sachin_rt) July 6, 2021
This Olympics, it shall be no different and we’ll all be cheering loudly from India as you make us proud.#Cheer4India pic.twitter.com/OFVu8Vae8EWe all get goosebumps when we see the tricolour 🇮🇳 being represented!
— Sachin Tendulkar (@sachin_rt) July 6, 2021
This Olympics, it shall be no different and we’ll all be cheering loudly from India as you make us proud.#Cheer4India pic.twitter.com/OFVu8Vae8E
সচিন আরও লেখেন, ‘‘মাত্র মিলিসেকেন্ডের পার্থক্যে হার জিত নিশ্চিত করা হয় ৷ এবং এর জন্য তাঁরা সারা বছর কঠোর পরিশ্রম করে ৷ ওদের আমাদের সমর্থন ও শুভেচ্ছার প্রয়োজন আছে ৷ চলো ভারতের জন্য গলা ফাটাই ৷’’
আরও পড়ুন : Paes & Bhupathi : ফের একসঙ্গে পেজ-ভূপতি !
আসন্ন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ও লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জ মেডেলিস্ট মেরি কম ৷ অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷