মুম্বই, 10 ফেব্রুয়ারি: ঠিক একবছর আগে আরআরআর-এর দাপট দেখেছিল বক্স অফিস। রাজামৌলির স্ক্রিপ্ট, রামচরণ ও রামা রাওয়ের (এনটিআর জুনিয়র) অভিনয় নয়া রেকর্ড গড়েছিল বক্স অফিসে । সম্প্রতি 'নাতু নাতু...' গান ক্যালিফোর্নিয়ায় গ্লোডেন গ্লোব জেতার পর জনপ্রিয়তার শিখর পৌঁছয় আরআরআর ৷ আর নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টেও সেই আরআরআর-এর ছায়াই দেখতে পেলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar lauds Indias RRR ) । সৌজন্যে, ভারতীয় দলের তিন 'আর' । রোহিত শর্মা, রবীন্দ্র জাজেদা এবং রবিচন্দ্রন অশ্বিন ।
প্রথম ইনিংসে অজিদের 177 রানে বান্ডিল করে দিয়েছে ভারত । বল হাতে ম্যাজিক দেখিয়েছেন জাজেদা ও অশ্বিন । ব্যাট করতে নেমে বড় রানের ইমারত গড়েছে দল । শতরান এসেছে রোহিতের ব্যাট থেকে । তিন অভিজ্ঞ সদস্যের মুন্সিয়ানার জোরেই প্রথম টেস্ট পকেটে পোরার স্বপ্ন দেখছে ভারত । জয়ের স্বপ্নে বিভোর ক্রিকেটঈশ্বরও (India vs Australia Nagpur Test) ।
-
𝐑𝐑𝐑 💥 🔥
— Sachin Tendulkar (@sachin_rt) February 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The trio of Rohit, Ravindra & Ravichandran have helped India get ahead in this Test.@ImRo45 has led from the front with his 100 while @ashwinravi99 & @imjadeja have got us important breakthroughs.#INDvAUS pic.twitter.com/JTipYmxpKt
">𝐑𝐑𝐑 💥 🔥
— Sachin Tendulkar (@sachin_rt) February 10, 2023
The trio of Rohit, Ravindra & Ravichandran have helped India get ahead in this Test.@ImRo45 has led from the front with his 100 while @ashwinravi99 & @imjadeja have got us important breakthroughs.#INDvAUS pic.twitter.com/JTipYmxpKt𝐑𝐑𝐑 💥 🔥
— Sachin Tendulkar (@sachin_rt) February 10, 2023
The trio of Rohit, Ravindra & Ravichandran have helped India get ahead in this Test.@ImRo45 has led from the front with his 100 while @ashwinravi99 & @imjadeja have got us important breakthroughs.#INDvAUS pic.twitter.com/JTipYmxpKt
প্রায় দেড় বছর পর ক্রিকেটের কুলীন ফরম্যাটে শতরান এসেছে রোহিতের (Rohit Sharma) ব্যাট থেকে । কোহলি, পূজারার ব্যর্থতার দিনে তাঁর ইনিংস ভরসা জোগাচ্ছে দলকে । পাঁচদিনের ম্যাচে 9 নম্বর সেঞ্চুরি করে ফেললেন হিটম্যান । অন্যদিকে, এশিয়া কাপ চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ছিটকে গিয়েছিলেন কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে । নাগপুরের মাঠে পনিটেল বেঁধে প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছেন জাড্ডু । বল হাতে 5 উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও অর্ধ-শতরান করে ফেলেছেন তিনি । নয়া নজির গড়েছেন রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin) । বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে 450টি উইকেটের মালিক হয়েছেন তিনি ।
তিন ক্রিকেটারের প্রথম ইনিংসের পারফরম্যান্স কি ফিনিক্সের মতোই ? কামব্যাকের সেরা গল্পে তা ঠাঁই না-পাওয়ার মতো হলেও দীর্ঘদিন ধরেই চাপে ছিলেন ত্রয়ী । রোহিতের কাছে ক্যাপ্টেন্সি থাকলেও বাকি দু'জনকে বল হাতেই কামাল দেখাতে হত । নাগপুরের প্রথম টেস্টে তাঁদের দাপটেই বল্গাহীন গতিতে ছুটছে ইন্ডিয়ান এক্সপ্রেস (India in driver's seat against Australia) ।
ফলে বক্স অফিস কাঁপানো ফিল্মের সঙ্গেই তাঁদের তুলনা টানলেন মাস্টার ব্লাস্টার (Sachin Tendulkar) । এদিনের খেলা চলাকালীনই সচিনের টুইট, 'আরআরআর ! রোহিত, রবীন্দ্র এবং রবিচন্দ্রন । ত্রয়ী এই টেস্টে ভারতকে এগিয়ে যেতে সাহায্য করেছে । রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । অশ্বিন ও জাদেজা সাফল্য পেয়েছে ।'
আরও পড়ুন: রোহিতের শতরান, জাদেজা-অক্ষরের ব্যাটে বড় রানের লিড ভারতের