মুম্বই, 25 এপ্রিল : দুঃস্বপ্ন বললেও যেন কম বলা হয় ৷ সর্বাধিক পাঁচবার টুর্নামেন্ট সেরার তকমা যাদের দখলে 2022 আইপিএলে তাদেরই পারফরম্যান্স দেখে আঁতকে ওঠার জোগাড় অনুযায়ী ৷ টানা আট ম্যাচ হেরে গড়া হয়ে গিয়েছে লজ্জার নজির ৷ প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়ে এই প্রথম দল নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma reacts on MI disaster in IPL 2022) ৷ 'হিটম্যান' জানালেন এমন দুঃসময় সকলেরই আসে ৷
সোমবার সন্ধেয় এক টুইটে মুম্বই অধিনায়ক লেখেন, "টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেরাটা আমরা নিংড়ে দিতে পারিনি ৷ তবে এমনটা হয় ৷ অনেক বড় বড় দল এহেন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে ৷ হয়তো চলতি টুর্নামেন্টে আমাদের খারাপ ফলাফল হচ্ছে তবু আমি এই দলটাকে ভালবাসি ৷ এই দলের মধ্যেকার পরিবেশ আমার অত্যন্ত প্রিয় ৷"
কঠিন সময়ে অনুরাগীরা পাশে থাকায় তাদের ধন্যবাদ দিয়ে হিটম্যান বলেন, "শুভাকাঙ্খীদের ধন্যবাদ কঠিন সময়েও বিশ্বাস অটুট রাখার জন্য এবং দলের প্রতি বিশ্বস্ত থাকার জন্য ৷" উল্লেখ্য, আইপিএলের প্রথম দল হিসেবে রবিবার টুর্নামেন্টের প্রথম আট ম্যাচে হারের নজির গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷
আরও পড়ুন : রাহুলের দুরন্ত শতরানে লজ্জার নজির রোহিতদের
একইসঙ্গে চলতি আইপিএলে প্রথম দল হিসেব ছিটকে গিয়েছে প্লে-অফ থেকে ৷ কেএল রাহুলের অপরাজিত 102 রানে ভর করে রবিবার মুম্বইকে 169 রানের টার্গেট দেয় নবাগত লখনউ সুপার জায়ান্টস ৷ জবাবে 8 উইকেট হারিয়ে 132 রানেই থেমে যায় রোহিতদের ইনিংস ৷