ETV Bharat / sports

Rohit Sharma: ইংল্য়ান্ডের মাটিতে 'দ্য ওয়াল' টপকে গেলেন হিটম্যান - রাহুল দ্রাবিড়

বিদেশের মাটিতে হিটম্যানের প্রথম টেস্ট সেঞ্চুরি ৷ কিন্তু তাতেই টপকে গেলেন 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়কে ৷ কেনিংটন ওভালে সেঞ্চুরির সঙ্গে সঙ্গে রোহিত শর্মা ভাঙলেন দ্রাবিড়ের রেকর্ড ৷

Rohit sharma
Rohit sharma
author img

By

Published : Sep 5, 2021, 5:30 PM IST

লন্ডন, 5 সেপ্টেম্বর: কেনিংটন ওভালে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে জো রুটদের সামনে বড় রানের টার্গেট দেওয়ার লক্ষ্যে ব্যাট করছে ভারত ৷ টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি করে নজির গড়েন হিটম্যান ৷ বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করলেও টপকে গেলেন দ্রাবিড়কে ৷

আরও পড়ুন: Ind vs Eng : ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, হিটম্যানের ব্যাটে পাল্টা লড়াই চালাচ্ছে ভারত

বিদেশে প্রথম টেস্ট সেঞ্চুরি হলেও ইংল্যান্ডের মাটিতে ক্রিকেটের তিন ফরম্যাটে 9টি সেঞ্চুরির মালিক হলেন রোহিত ৷ সেই সঙ্গে টপকে যান দ্রাবিড়ের সেঞ্চুরির রেকর্ড ৷ বিলেতে 8টি সেঞ্চুরি ছিল রাহুল দ্রাবিড়ের। ইংল্য়ান্ডের মাটিতে এটাই ছিল কোনও ভারতীয় সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ৷ ইংল্যান্ডের মাঠে রোহিতের শেষ আটটি সেঞ্চুরি এসেছে 2018 সালের পর। সফরকারী দেশের প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে ডন ব্র্যাডম্যানের। 11টি সেঞ্চুরি রয়েছে ডনের ঝুলিতে।

তবে দ্রাবিড়ের রেকর্ড ভাঙার পাশাপাশি আরও একটি নজির গড়েন হিটম্যান। এই প্রথম কোনও ক্রিকেটার যিনি ইংল্যান্ডে সব ধরণের ফরম্যাটেই সেঞ্চুরি পেলেন। টেস্ট, ওয়ান ডে এবং টি-20 মিলিয়ে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার। টেস্টে মাত্র 8টি সেঞ্চুরি হলেও ওয়ান ডে ক্রিকেটে 29টি এবং টি-20 ক্রিকেটে 4টি সেঞ্চুরি রয়েছে হিটম্যানের ঝুলিতে ৷

আরও পড়ুন: Ravi Shastri : করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে আরও 3 সাপোর্ট স্টাফ

কেনিংটন ওভালের আগে 7টি টেস্ট সেঞ্চুরি ছিল রোহিতের ৷ কিন্তু সব ক'টি সেঞ্চুরি ছিল দেশের মাটিতে ৷ শনিবারই প্রথম বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরির স্বাদ পান হিটম্যান ৷ 94 রানে দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছে ছিলেন রোহিত ৷ শেষ পর্যন্ত 256 বলে 127 রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার ৷

লন্ডন, 5 সেপ্টেম্বর: কেনিংটন ওভালে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে জো রুটদের সামনে বড় রানের টার্গেট দেওয়ার লক্ষ্যে ব্যাট করছে ভারত ৷ টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি করে নজির গড়েন হিটম্যান ৷ বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করলেও টপকে গেলেন দ্রাবিড়কে ৷

আরও পড়ুন: Ind vs Eng : ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, হিটম্যানের ব্যাটে পাল্টা লড়াই চালাচ্ছে ভারত

বিদেশে প্রথম টেস্ট সেঞ্চুরি হলেও ইংল্যান্ডের মাটিতে ক্রিকেটের তিন ফরম্যাটে 9টি সেঞ্চুরির মালিক হলেন রোহিত ৷ সেই সঙ্গে টপকে যান দ্রাবিড়ের সেঞ্চুরির রেকর্ড ৷ বিলেতে 8টি সেঞ্চুরি ছিল রাহুল দ্রাবিড়ের। ইংল্য়ান্ডের মাটিতে এটাই ছিল কোনও ভারতীয় সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ৷ ইংল্যান্ডের মাঠে রোহিতের শেষ আটটি সেঞ্চুরি এসেছে 2018 সালের পর। সফরকারী দেশের প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে ডন ব্র্যাডম্যানের। 11টি সেঞ্চুরি রয়েছে ডনের ঝুলিতে।

তবে দ্রাবিড়ের রেকর্ড ভাঙার পাশাপাশি আরও একটি নজির গড়েন হিটম্যান। এই প্রথম কোনও ক্রিকেটার যিনি ইংল্যান্ডে সব ধরণের ফরম্যাটেই সেঞ্চুরি পেলেন। টেস্ট, ওয়ান ডে এবং টি-20 মিলিয়ে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার। টেস্টে মাত্র 8টি সেঞ্চুরি হলেও ওয়ান ডে ক্রিকেটে 29টি এবং টি-20 ক্রিকেটে 4টি সেঞ্চুরি রয়েছে হিটম্যানের ঝুলিতে ৷

আরও পড়ুন: Ravi Shastri : করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে আরও 3 সাপোর্ট স্টাফ

কেনিংটন ওভালের আগে 7টি টেস্ট সেঞ্চুরি ছিল রোহিতের ৷ কিন্তু সব ক'টি সেঞ্চুরি ছিল দেশের মাটিতে ৷ শনিবারই প্রথম বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরির স্বাদ পান হিটম্যান ৷ 94 রানে দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছে ছিলেন রোহিত ৷ শেষ পর্যন্ত 256 বলে 127 রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.