ETV Bharat / sports

CSK Captaincy : দলের স্বার্থে ধোনিকে সিএসকে-র নেতৃত্বের তাজ ফিরিয়ে দিলেন জাদেজা - দলের স্বার্থে ধোনিকে সিএসকে-র নেতৃত্বের তাজ ফিরিয়ে দিলেন জাদেজা

প্রথম আট ম্যাচের 6টি'তে হেরে চলতি আইপিএলে আপাতত ন'য়ে চেন্নাই সুপার কিংস ৷ প্রত্যাশামাফিক পারফর্ম করতে ব্যর্থ জাদেজাও ৷ পরিস্থিতি পর্যালোচনা করে দলের স্বার্থে তাই ধোনিকে তাই পুনরায় নেতৃত্বের গুরুদায়িত্ব ফিরিয়ে দিলেন 'জাড্ডু' (Ravindra Jadeja hands over CSK captaincy back to MS Dhoni) ৷

CSK Captaincy
দলের স্বার্থে ধোনিকে সিএসকে-র নেতৃত্বের তাজ ফিরিয়ে দিলেন জাদেজা
author img

By

Published : Apr 30, 2022, 8:02 PM IST

Updated : Apr 30, 2022, 8:39 PM IST

মুম্বই, 30 এপ্রিল : টুর্নামেন্ট শুরুর আগে অনুরাগীদের চমকে দিয়ে দলের দায়িত্বভার রবীন্দ্র জাদেজার হাতে সঁপে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ তবে সেই সিদ্ধান্ত সুখকর হয়নি দলের জন্য ৷ প্রথম আট ম্যাচের 6টি'তে হেরে চলতি আইপিএলে আপাতত ন'য়ে চেন্নাই সুপার কিংস ৷ প্রত্যাশামাফিক পারফর্ম করতে ব্যর্থ জাদেজাও ৷ পরিস্থিতি পর্যালোচনা করে দলের স্বার্থে তাই ধোনিকে তাই পুনরায় নেতৃত্বের গুরুদায়িত্ব ফিরিয়ে দিলেন 'জাড্ডু' (Ravindra Jadeja hands over CSK captaincy back to MS Dhoni) ৷ রবিবার সানরাইজার্স ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজির তরফে এল ঘোষণা ৷

ধোনি যে পুনরায় অধিনায়কত্ব গ্রহণ করেছেন চারবারের চ্যাম্পিয়নদের তরফ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয় সে কথা ৷ সিএসকে বিবৃতিতে জানায়, "পারফরম্যান্সে মনোনিবেশ করতে নেতৃত্বের দায়ভার ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ধোনিকে পুনরায় তা গ্রহণ করার অনুরোধ করেন রবীন্দ্র জাদেজা ৷ বৃহত্তর স্বার্থে এবং জাদেজার যাতে নিজের পারফরম্যান্সে মনোনিবেশ করতে পারেন, তাই ধোনি ফের অধিনায়কত্বের দায়িত্বভার গ্রহণ করে নিয়েছেন ৷"

সিএসকে-র শীর্ষ কর্তা কাশী বিশ্বনাথন জানিয়েছেন, সম্পূর্ণ ক্রিকেটীয় কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন জাদেজা ৷ এমনকী সিদ্ধান্তটি গ্রহণের আগে ধোনি-জাদেজার উপস্থিতিতে টিম ম্যানেজমেন্টের একটি বৈঠকও হয় ৷ তবে এতে দলের অফিসিয়ালদের কোনও মত নেই ৷ ম্যানেজমেন্টের কাছে ইচ্ছেপ্রকাশ করেই নেতৃত্ব থেকে অব্যাহতি নিয়েছেন জাদেজা ৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত 8 ম্যাচে ব্যাট হাতে 112 রান এবং বল হাতে 5টি উইকেট নিয়েছেন 'জাড্ডু' ৷ যা একেবারেই জাদেজাসুলভ নয় ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থাও শোচনীয় ৷

  • Jadeja to handover CSK captaincy back to MS Dhoni:Ravindra Jadeja has decided to relinquish captaincy to focus and concentrate more on his game & has requested MS Dhoni to lead CSK. MS Dhoni has accepted to lead CSK in the larger interest & to allow Jadeja to focus on his game.

    — Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিরাটের হাফ-সেঞ্চুরিতে হাঁফ ছাড়লেন অনুরাগীরা, 'চিয়ার গার্ল' হলেন অনুষ্কা

প্লে-অফের আশা কার্যত নেই জেনেও ধোনির নেতৃত্বে শেষ ছ'ম্যাচে যে নিজেদের মেলে ধরতে প্রত্যয়ী হবে সিএসকে, তা বলাই বাহুল্য ৷ রবিবার 2022 আইপিএলে ধোনির নেতৃত্বে প্রথম ম্যাচ খেলবে ইয়েলো ব্রিগেড ৷

মুম্বই, 30 এপ্রিল : টুর্নামেন্ট শুরুর আগে অনুরাগীদের চমকে দিয়ে দলের দায়িত্বভার রবীন্দ্র জাদেজার হাতে সঁপে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ তবে সেই সিদ্ধান্ত সুখকর হয়নি দলের জন্য ৷ প্রথম আট ম্যাচের 6টি'তে হেরে চলতি আইপিএলে আপাতত ন'য়ে চেন্নাই সুপার কিংস ৷ প্রত্যাশামাফিক পারফর্ম করতে ব্যর্থ জাদেজাও ৷ পরিস্থিতি পর্যালোচনা করে দলের স্বার্থে তাই ধোনিকে তাই পুনরায় নেতৃত্বের গুরুদায়িত্ব ফিরিয়ে দিলেন 'জাড্ডু' (Ravindra Jadeja hands over CSK captaincy back to MS Dhoni) ৷ রবিবার সানরাইজার্স ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজির তরফে এল ঘোষণা ৷

ধোনি যে পুনরায় অধিনায়কত্ব গ্রহণ করেছেন চারবারের চ্যাম্পিয়নদের তরফ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয় সে কথা ৷ সিএসকে বিবৃতিতে জানায়, "পারফরম্যান্সে মনোনিবেশ করতে নেতৃত্বের দায়ভার ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ধোনিকে পুনরায় তা গ্রহণ করার অনুরোধ করেন রবীন্দ্র জাদেজা ৷ বৃহত্তর স্বার্থে এবং জাদেজার যাতে নিজের পারফরম্যান্সে মনোনিবেশ করতে পারেন, তাই ধোনি ফের অধিনায়কত্বের দায়িত্বভার গ্রহণ করে নিয়েছেন ৷"

সিএসকে-র শীর্ষ কর্তা কাশী বিশ্বনাথন জানিয়েছেন, সম্পূর্ণ ক্রিকেটীয় কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন জাদেজা ৷ এমনকী সিদ্ধান্তটি গ্রহণের আগে ধোনি-জাদেজার উপস্থিতিতে টিম ম্যানেজমেন্টের একটি বৈঠকও হয় ৷ তবে এতে দলের অফিসিয়ালদের কোনও মত নেই ৷ ম্যানেজমেন্টের কাছে ইচ্ছেপ্রকাশ করেই নেতৃত্ব থেকে অব্যাহতি নিয়েছেন জাদেজা ৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত 8 ম্যাচে ব্যাট হাতে 112 রান এবং বল হাতে 5টি উইকেট নিয়েছেন 'জাড্ডু' ৷ যা একেবারেই জাদেজাসুলভ নয় ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থাও শোচনীয় ৷

  • Jadeja to handover CSK captaincy back to MS Dhoni:Ravindra Jadeja has decided to relinquish captaincy to focus and concentrate more on his game & has requested MS Dhoni to lead CSK. MS Dhoni has accepted to lead CSK in the larger interest & to allow Jadeja to focus on his game.

    — Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিরাটের হাফ-সেঞ্চুরিতে হাঁফ ছাড়লেন অনুরাগীরা, 'চিয়ার গার্ল' হলেন অনুষ্কা

প্লে-অফের আশা কার্যত নেই জেনেও ধোনির নেতৃত্বে শেষ ছ'ম্যাচে যে নিজেদের মেলে ধরতে প্রত্যয়ী হবে সিএসকে, তা বলাই বাহুল্য ৷ রবিবার 2022 আইপিএলে ধোনির নেতৃত্বে প্রথম ম্যাচ খেলবে ইয়েলো ব্রিগেড ৷

Last Updated : Apr 30, 2022, 8:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.