ETV Bharat / sports

Rahul Dravid : তিন ফরম্যাটে আলাদা দল ? দায়িত্ব নিয়ে কী বললেন দ্রাবিড় - বিসিসিআই

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজের পর দুটি টেস্ট খেলবে ভারত ৷ বুধবার প্রথম ম্যাচ জয়পুরে ৷ পরের দুটি টি-20 হবে যাথাক্রমে রাঁচি ও কলকাতায় ৷ টি-20 সিরিজ ও প্রথম টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে ৷

Rahul Dravid
প্রথম সাংবাদিক বৈঠকেই নিজের মতামত জানালেন দ্রাবিড়
author img

By

Published : Nov 16, 2021, 9:30 PM IST

জয়পুর, 16 নভেম্বর : ভারতীয় ক্রিকেটে নব যুগের সূচনা হতে চলেছে গোলাপি শহরে ৷ বিরাট-শাস্ত্রীর পর রোহিত-রাহুলের হাত ধরে বুধবার শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার নতুন করে পথ চলা ৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে নেতৃত্বের ব্য়াটন রোহিত শর্মার হাতে ৷ আর রবি শাস্ত্রীর পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ রাহুল শরদ দ্রাবিড় ৷

সদ্য় টি-20 বিশ্বকাপে রানার্স হয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে নিউজিল্য়ান্ড ৷ বুধবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ৷ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে এই ম্যাচে হাতে খড়ি হচ্ছে রোহিতের ৷ আর রোহিতদের হেডস্যার হিসেবে অভিষেক হবে দ্রাবিড়ের ৷ তবে প্রাক্ ম্যাচ সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়াকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন রাহুল দ্রাবিড় ৷

টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, "আমরা ভিন্ন ভিন্ন ফরম্যাটে আলাদা দল নিয়ে ভাবছি না ৷ তবে কিছু প্লেয়ার রয়েছে, যারা শুধু বিশেষ ফরম্য়াটে খেলবে ৷ খেলোয়াড়দের সঙ্গে আমরা এ নিয়ে কথা বলেছি ৷ তবে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷"

সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন 'দ্য় ওয়াল' ৷ আগামী দু'বছরে তিনটি আইসিসি টুর্নামেন্টের কথা ভেবে দ্রাবিড়ের হাতে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব অর্পণ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট বোর্ড ৷ টি-20 বিশ্বকাপের পরই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্য়াটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি ৷ একই সঙ্গে কিউয়িদের বিরুদ্ধে বিরাট-সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: বিমানবন্দরে 5 কোটির ঘড়ি বাজেয়াপ্ত, গুজব বলে অভিযোগ ওড়ালেন পান্ডিয়া

আগামী তিন বছরে দ্রাবিড়ের কোচিংয়ে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত ৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপ এবং ঘরের মাঠে 2023 সালে ওয়ান ডে বিশ্বকাপ ৷

জয়পুর, 16 নভেম্বর : ভারতীয় ক্রিকেটে নব যুগের সূচনা হতে চলেছে গোলাপি শহরে ৷ বিরাট-শাস্ত্রীর পর রোহিত-রাহুলের হাত ধরে বুধবার শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার নতুন করে পথ চলা ৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে নেতৃত্বের ব্য়াটন রোহিত শর্মার হাতে ৷ আর রবি শাস্ত্রীর পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ রাহুল শরদ দ্রাবিড় ৷

সদ্য় টি-20 বিশ্বকাপে রানার্স হয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে নিউজিল্য়ান্ড ৷ বুধবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ৷ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে এই ম্যাচে হাতে খড়ি হচ্ছে রোহিতের ৷ আর রোহিতদের হেডস্যার হিসেবে অভিষেক হবে দ্রাবিড়ের ৷ তবে প্রাক্ ম্যাচ সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়াকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন রাহুল দ্রাবিড় ৷

টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, "আমরা ভিন্ন ভিন্ন ফরম্যাটে আলাদা দল নিয়ে ভাবছি না ৷ তবে কিছু প্লেয়ার রয়েছে, যারা শুধু বিশেষ ফরম্য়াটে খেলবে ৷ খেলোয়াড়দের সঙ্গে আমরা এ নিয়ে কথা বলেছি ৷ তবে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷"

সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন 'দ্য় ওয়াল' ৷ আগামী দু'বছরে তিনটি আইসিসি টুর্নামেন্টের কথা ভেবে দ্রাবিড়ের হাতে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব অর্পণ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট বোর্ড ৷ টি-20 বিশ্বকাপের পরই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্য়াটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি ৷ একই সঙ্গে কিউয়িদের বিরুদ্ধে বিরাট-সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: বিমানবন্দরে 5 কোটির ঘড়ি বাজেয়াপ্ত, গুজব বলে অভিযোগ ওড়ালেন পান্ডিয়া

আগামী তিন বছরে দ্রাবিড়ের কোচিংয়ে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত ৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপ এবং ঘরের মাঠে 2023 সালে ওয়ান ডে বিশ্বকাপ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.