ETV Bharat / sports

Team India Coach : শাস্ত্রীর চাকরি 'সুরক্ষিত', এখনই বিরাটদের কোচ হতে ইচ্ছুক নন দ্রাবিড় - জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পদে পুনরায় আবেদন দ্রাবিড়ের

ভারতীয় দলের সঙ্গে মাসখানেক শ্রীলঙ্কায় কাটিয়ে ফেরার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে পুনরায় আবেদন করেছেন রাহুল দ্রাবিড় ৷

Rahul Dravid
Rahul Dravid
author img

By

Published : Aug 19, 2021, 3:36 PM IST

মুম্বই, 19 অগস্ট : ভারতীয় দলের পরবর্তী হেড কোচ কে হবেন জানা নেই ৷ ফের রবি শাস্ত্রীই কোহলি অ্যান্ড কোং-এর দায়িত্বে থাকবেন নাকি নাকি বিরাটদের হেডস্যার হিসেবে দেখা যাবে কোনও নতুন মুখ, তা স্পষ্ট নয় ৷ তবে এই তালিকায় যে রাহুল দ্রাবিড় নেই তা স্পষ্ট ৷ এখনই বিরাট কোহলিদের কোচ হওয়ার ইচ্ছে নেই দ্রাবিড়ের ৷ বরং দেশের ভবিষ্যৎ ক্রিকেটার গড়ার কাজেই মনোনিবেশ করতে চান তিনি ৷ তাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টরের পদের জন্য ফের আবেদন করেছেন দ্রাবিড় ৷

আগামী নভেম্বরে সিনিয়র ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হওয়ার কথা ৷ শোনা যাচ্ছিল, রবি শাস্ত্রীকে সরিয়ে এবার সিনিয়র দলের দায়িত্ব নিতে পারেন রাহুল দ্রাবিড় ৷ বিশেষ করে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের পর সেই গুঞ্জন আরও প্রকট হয় ৷ বিরাট কোহলিদের সঙ্গে ইংল্যান্ড সফরে ছিলেন রবি শাস্ত্রী ৷ যে কারণে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ় খেলতে যাওয়া মেন ইন ব্লু টিমের সঙ্গে ছিলেন রাহুল দ্রাবিড় ৷ গুঞ্জন যাই হোক, দ্রাবিড়ের বিরাটদের কোচ হওয়ার আপাতত কোনও ইচ্ছে নেই ৷ ভারতীয় দলের সঙ্গে মাসখানেক শ্রীলঙ্কায় কাটিয়ে ফেরার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে ফের একবার আবেদন করেছেন তিনি ৷ ফলে সুরক্ষিত রইল শাস্ত্রীর চাকরি ৷

ভারতীয় দলের সাপ্লাই চেইন হিসেবে কাজ করেছেন ‘দ্যা ওয়াল’ ৷ অনূর্ধ্ব 19, ভারতীয় 'এ' দলের কোচ হিসেবে তিনি অত্যন্ত সফল ৷ তাঁর তত্ত্বাবধানে থাকা অনূর্ধ্ব 19 দলের অনেকেই এখন সিনিয়র দলের অন্যতম মুখ ৷ বছর দুয়েক আগে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমির প্রধান পদে যোগ দেন দ্রাবিড় ৷ তবে এই পদে মেয়াদ বাড়ানোর কোনও নিয়ম নেই ৷ বিসিসিআইয়ের পক্ষ থেকে বিজ্ঞাপন দেওয়া হয় ৷ পদে থাকা ব্যক্তি ফের আবেদন করতে পারেন ৷ সেইমতো জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদে ফের আবেদন করেছেন দ্রাবিড় ৷

আরও পড়ুন : T20 WC : পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু ভারতের, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ আইসিসির

তবে দ্রাবিড়ের এই সিদ্ধান্তের পিছনে পারিবারিক কারণ থাকতে পারে ৷ দুই সন্তানের পিতা রাহুল খেলোয়াড়ি জীবনে পরিবারকে বেশি সময় দিতে পারেননি ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বেঙ্গালুরুতে হওয়ায় বাড়ি থেকে কাজ করতে পারছেন ৷ দুই সন্তানকে সময় দিতে পারছেন ৷ সিনিয়র দলের কোচ হওয়া মানে ফের পরিবার থেকে দূরে চলে যেতে হবে ৷ তাই আপাতত সিনিয়র দলের কোচ হওয়ার দৌড়ে তিনি নেই ৷

মুম্বই, 19 অগস্ট : ভারতীয় দলের পরবর্তী হেড কোচ কে হবেন জানা নেই ৷ ফের রবি শাস্ত্রীই কোহলি অ্যান্ড কোং-এর দায়িত্বে থাকবেন নাকি নাকি বিরাটদের হেডস্যার হিসেবে দেখা যাবে কোনও নতুন মুখ, তা স্পষ্ট নয় ৷ তবে এই তালিকায় যে রাহুল দ্রাবিড় নেই তা স্পষ্ট ৷ এখনই বিরাট কোহলিদের কোচ হওয়ার ইচ্ছে নেই দ্রাবিড়ের ৷ বরং দেশের ভবিষ্যৎ ক্রিকেটার গড়ার কাজেই মনোনিবেশ করতে চান তিনি ৷ তাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টরের পদের জন্য ফের আবেদন করেছেন দ্রাবিড় ৷

আগামী নভেম্বরে সিনিয়র ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হওয়ার কথা ৷ শোনা যাচ্ছিল, রবি শাস্ত্রীকে সরিয়ে এবার সিনিয়র দলের দায়িত্ব নিতে পারেন রাহুল দ্রাবিড় ৷ বিশেষ করে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের পর সেই গুঞ্জন আরও প্রকট হয় ৷ বিরাট কোহলিদের সঙ্গে ইংল্যান্ড সফরে ছিলেন রবি শাস্ত্রী ৷ যে কারণে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ় খেলতে যাওয়া মেন ইন ব্লু টিমের সঙ্গে ছিলেন রাহুল দ্রাবিড় ৷ গুঞ্জন যাই হোক, দ্রাবিড়ের বিরাটদের কোচ হওয়ার আপাতত কোনও ইচ্ছে নেই ৷ ভারতীয় দলের সঙ্গে মাসখানেক শ্রীলঙ্কায় কাটিয়ে ফেরার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে ফের একবার আবেদন করেছেন তিনি ৷ ফলে সুরক্ষিত রইল শাস্ত্রীর চাকরি ৷

ভারতীয় দলের সাপ্লাই চেইন হিসেবে কাজ করেছেন ‘দ্যা ওয়াল’ ৷ অনূর্ধ্ব 19, ভারতীয় 'এ' দলের কোচ হিসেবে তিনি অত্যন্ত সফল ৷ তাঁর তত্ত্বাবধানে থাকা অনূর্ধ্ব 19 দলের অনেকেই এখন সিনিয়র দলের অন্যতম মুখ ৷ বছর দুয়েক আগে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমির প্রধান পদে যোগ দেন দ্রাবিড় ৷ তবে এই পদে মেয়াদ বাড়ানোর কোনও নিয়ম নেই ৷ বিসিসিআইয়ের পক্ষ থেকে বিজ্ঞাপন দেওয়া হয় ৷ পদে থাকা ব্যক্তি ফের আবেদন করতে পারেন ৷ সেইমতো জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদে ফের আবেদন করেছেন দ্রাবিড় ৷

আরও পড়ুন : T20 WC : পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু ভারতের, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ আইসিসির

তবে দ্রাবিড়ের এই সিদ্ধান্তের পিছনে পারিবারিক কারণ থাকতে পারে ৷ দুই সন্তানের পিতা রাহুল খেলোয়াড়ি জীবনে পরিবারকে বেশি সময় দিতে পারেননি ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বেঙ্গালুরুতে হওয়ায় বাড়ি থেকে কাজ করতে পারছেন ৷ দুই সন্তানকে সময় দিতে পারছেন ৷ সিনিয়র দলের কোচ হওয়া মানে ফের পরিবার থেকে দূরে চলে যেতে হবে ৷ তাই আপাতত সিনিয়র দলের কোচ হওয়ার দৌড়ে তিনি নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.