বেঙ্গালুরু, 11 নভেম্বর: আট ম্যাচ জিতে নকআউট পর্বের জন্য় প্রস্তত 'মেন ইন ব্লু' ৷ তার আগে রবিবার রোহিত শর্মার দলের লিগের শেষ ম্যাচ রয়েছে ডাচদের বিরুদ্ধে ৷ যদিও সেই ম্যাচের তুলনায় নকআউট পর্ব নিয়েই এখন চর্চা তুঙ্গে ৷ কারণ একটাই 2019 সালের বিশ্বকাপের ভারতের নেমেসিস হয়ে ওঠা নিউজিল্যান্ড এবারও সেমিতে মুখোমুখি ৷ ভারতীয় দলের সকলেই এখন হয়তো বলে উঠতে চাইবেন বিজ্ঞাপনী দুনিয়ার সেই বিখ্যাত লাইনটি 'ডরকে আগে জিত হ্যায়' ৷ তবে 'ব্ল্যাক ক্যাপস-বধ'-এর আগে রাস্তায় তাঁদের মুখোমুখি হতে হবে নেদারল্যান্ডসের ৷ রবিবার ম্যাচের আগে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের হেডস্যর রাহুল দ্রাবিড় জানালেন একাদশ অপরিবর্তিত রাখারই পক্ষপাতী তাঁরা ৷
তিনি বলেন, "ম্যাচের আগে 6 দিন ছুটি ছিল ৷ তাই খেলোয়াড়রা সকলেই ভালো বিশ্রাম পেয়েছেন ৷ আমাদের সেমিফাইনালের আগে কেবলমাত্র আর একটাই ম্যাচ বাকি ৷ আমি শুধু এটাই বলব ৷" একইসঙ্গে তিনি জানিয়ে দেন প্রথম একাদশ অপরিবর্তিতই রাখবেন তাঁরা ৷ টুর্নামেন্টে এখনও অপরাজেয় টিম ইন্ডিয়া ৷ তা নিয়েও মুখ খোলেন রাহুল ৷ তিনি বলেন, "আমরা একটা দারুণ স্ট্যান্ডার্ড ধরে রাখতে পেরেছি ৷ আমরা ইতিমধ্যেই গোটা ভারত ঘুরে আটটা ম্যাচ খেলেছি ৷ এটা আমাদের নবম ম্যাচ ৷ আমাদের দল যথেষ্ট ভালো করেছে ৷ দারুণ ক্রিকেট খেলেছে ৷"
অ্যাসোসিয়েট দলগুলির অবস্থা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ডাচ দল যেভাবে খেলেছে তা তাঁকে মুগ্ধ করেছে ৷ 2000 সাল নাগাদ স্কট দলের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি ৷ তিনি দেখেছেন তাঁদের কতটা কষ্ট করে উঠে আসতে হয় ৷ রোহিতকেও এদিন প্রশংসায় ভরালেন কোচ ৷ তিনি বলেন, "ও শুরুতেই কিছু এমন ইনিংস খেলেছে যা আমাদের ম্যাচের মোড় ঘোড়াতে সাহায্য করেছে ৷ হ্যাঁ কোনও কোনও সময় এর জন্য় কঠিন পরিস্থিতিরও সৃষ্টি হয় ৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ও যেভাবে ম্য়াচটা সহজ করে দেয় তা অনেক রাস্তা খুলে দেয় ৷ হ্যাঁ এটা দেখে মনে হয় খুব সহজ কাজ ৷ তবে কোচ হিসাবে জানি কি ওর ওই ধরনের ইনিংস ঠিক কী প্রভাব ফেলতে পারে ৷"
বেশ কয়েকটি ম্য়াচে প্রথমে ব্যাটিং করে জিতেছে ভারত ৷ আবার বেশ কয়েকটি ক্ষেত্রে তারা প্রথমে ব্যাটিং করেও জিতেছে ৷ আর তাই রাহুল বলেন, "আমরা দু'টোই করেছি ৷ আমরা সবক্ষেত্রেই সমানভাবে প্রস্তুত ৷" তিনি আরও জানান, মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার যেভাবে ব্যাটিং করছেন ৷ রবীন্দ্র জাদেজা যেভাবে দলকে সাহায্য় তাও অনবদ্য দাবি করেছেন তিনি ৷
আরও পড়ুন: