পুনে, 18 অক্টোবর: বিশ্বকাপে বল্গাহীন ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ জয়ের হ্যাটট্রিক করেছে ‘মেন ইন ব্লু’ ৷ চতুর্থ ম্যাচেও সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর ভারত ৷ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সামনে আপাত সহজ বাংলাদেশ থাকলেও উইনিং কম্বিনেশন ভাঙছে না টিম ইন্ডিয়া ৷ ফলে বেঞ্চেই থাকতে হচ্ছে সূর্যকুমার যাদব, মহম্মদ শামিদের ৷ টাইগারদের বিরুদ্ধে মাঠে নামার আগে জানিয়ে দিলেন দলের বোলিং কোচ পরশ মামরে ৷
প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল রাহুলের ছেলেরা ৷ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান স্কোরবোর্ডে লড়াকু রান তুললেও রোহিত-শ্রেয়সের ব্যাটে অনায়াস জয় তুলে নিয়েছে ভারত ৷ তৃতীয় ম্যাচে সামনে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৷ বাবরদের ব্যাটিং ব্যর্থতায় একপেশে জয় পেয়েছে রোহিত শর্মারা ৷ লিগ টেবলে শুধু শীর্ষেই নয়, রানরেটও স্বস্তি দিচ্ছে নীল জার্সিধারীদের ৷ ফলে বাংলাদেশের বিরুদ্ধে একাদশ নিয়ে অহেতুক পরীক্ষা করতে নারাজ টিম ম্যানেজমেন্ট ৷
-
Ahmedabad ✅
— BCCI (@BCCI) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Touchdown Pune 📍#CWC23 | #TeamIndia | #MeninBlue | #INDvBAN pic.twitter.com/ztXQzhO0y4
">Ahmedabad ✅
— BCCI (@BCCI) October 15, 2023
Touchdown Pune 📍#CWC23 | #TeamIndia | #MeninBlue | #INDvBAN pic.twitter.com/ztXQzhO0y4Ahmedabad ✅
— BCCI (@BCCI) October 15, 2023
Touchdown Pune 📍#CWC23 | #TeamIndia | #MeninBlue | #INDvBAN pic.twitter.com/ztXQzhO0y4
বুধবার অনুশীলনের আগে পরশ মামরে বলেন, ‘‘বেঞ্চে সূর্যকুমার যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনের মতো খেলোয়াড় রয়েছে ৷ বিশ্বকাপে ভালো শুরু করেছে দল ৷ সেই ছন্দই বজায় রাখাকে পাখির চোখ করা হচ্ছে ৷ প্রত্যেক ম্যাচেই একাদশ গড়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে ৷ দলের স্বার্থেই একাদশ গড়া হচ্ছে ৷’’
মামরের কথায়, তিন জনেই ইউটিলিটি ক্রিকেটার ৷ জসপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ সিরাজ বল হাতে ভালো শুরু করছেন ৷ হায়দরাবাদি পেসারের ছন্দই শামির মতো বিশ্বমানের বোলারকে একাদশের বাইরে রেখেছে ৷ দুরন্ত ফর্মে রয়েছেন কুলদীপ যাদব ৷ চায়নাম্যান ছন্দে থাকায় সুযোগ পাচ্ছেন না অশ্বিন ৷ যদিও সূর্যকুমারের একাদশে সুযোগ পাওয়াটা কঠিন ৷ হাতে সমস্ত ধরনের শট রয়েছে, বাউন্ডারির যেকোনও প্রান্তে বল পাঠাতে সিদ্ধহস্ত ৷ যদিও শামি-অশ্বিনের একাদশে জায়গা পাওয়ার সুযোগ থাকলেও সূর্যকুমারের জন্য এই মুহূর্তে কোনও স্লট খালি নেই ৷
আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত ব্যাটিংয়ের পুরস্কার, ব়্যাংকিংয়ে 6 নম্বরে উঠে এলেন 'হিটম্যান'